![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
মায়া কে ভালোবাসতে না পারার দায়ে আমাকে কথা শুনতে হয়েছে অনেক
অনেকে মুখের উপর বলে বসেছে, লোকটা পাষাণ, দয়া মায়া নেই।
আমি তাদের অপবাদ মাথায় তুলে রেখেছি।
ব্যতিক্রমী এক অভ্র সকালে সফেদা গাছে...
পৈত্রিক মাজা পুকুর ঘাটের কলমিলতা ফুলে
উকি দেয়া লাজুক কিশোরী রোদ আমাকে অনেক ডেকেছে।
আমিও শীতে কাতর ঝুটিয়াল মাছরাঙ্গার মতো ওম শিকারী,
ডানায় সূর্য তাপের পালক মেখে দাপিয়ে বেড়াই।
আমি আজ কনকনে শীতে...
আয় জোনাকি আয়।
এই ছোকড়া তোরা কি ওদিক থেকে এলি
দেখেছিস কি আমাদের জোনাকি কে?
ঠিক ঠাক চিনিস তো তুই ওকে
ওই যে রোগা, পাতলা, চিমচিমে কালো,
প্রজাপতির সাথে পোস্টার লাগাতো দেয়ালে দেয়ালে
রাতভর হাড়িয়া...
আঠারো বছর পার হলো
আমার সাথে দেখা হয়নি নদীর।
আজ জোহরের ওয়াক্তে অনেকটা
নাটকীয় ভাবে তার সাথে দেখা।
রমজান মিয়ার জলসিঁড়ি ঘাটে
দুই পা ছড়িয়ে বসে আছে নদী ।
আমি বিরহ কাতর প্রেমিকের মতো
চিৎকার...
আজকাল আমার হাতের তালু বড্ড ঘেমে যায়
হাত মুছতে যথাসময়ে রুমাল খুঁজে পাই না
লেখার কাগজ ভিজে যায়, বিব্রত লাগে ।
চশমার ফ্রেমটা ঢিলে হওয়ায় নিচের দিকে তাকাতে পারি না
দেয়াল থেকে টিকটিকি...
আমি কখনো জন্মগ্রহণ করি গ্রীক যুগে
প্রণয়ে আবদ্ধ হই ক্লিওপেট্রার সাথে।
সে ঘর বেশী দিন টেকে না, ফিরে যাই নেফারতিতির কাছে
ফারাও সম্রাজ্ঞীর বাহুডোরে কেটে যায় যুগ
এরপর ফিরে আসি মোঘল আমলে
নুরজাহানের প্রধান...
জানালা খুলে দিতেই শীতের হাওয়ার মতো অবাধ্য পাহাড়গুলো ঘরে ঢুকে পড়ে
আমাকে ঘর থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেয় পাহড়ের তাবেঈন মেঘরা।
অসহায় আমি দ্বারস্থ হই মহানগর পুলিশের। তারা আমাকে বসায়, সমাদর...
মনে আছে রূপকথা, আমাদের কোন আয়না চিরুনি ছিলো না।
বিয়ের পর আমিই হতাম তোমার আয়না চিরুনি।
তুমি কপালে লাল টিপ পড়ে আলগা চুলে আমার সামনে এসে দাঁড়াতে।...
একটি টিকেট কিনে যাত্রী ছাউনিতে বাসের জন্য অপেক্ষা করছি সাত যুগ।
ট্রাউজারে দুহাত ভরে তাকিয়ে আছি কালো পিচ ঢালা পথের দিকে,
একটি বাস আসবে!
এ পথে ফকির আসে, পাগল আসে, হকার ও...
মাননীয় আদালত
আমাকে মৃত্যুদন্ড দিলে ক্ষুদিরাম লজ্জিত হবে। মিছে হবে খ্রিস্টিয় উনিশ্য আট সাল।
মহানুভব আদালত
আমাকে মৃত্যুদন্ড দিলে হেমলক দ্রোহের তাপে বাষ্পীভূত হবে
আমাকে মৃত্যুদন্ড দিলে সক্রেটিস বাসি রুটির মতো কাকের আহারে পরিণত...
শখ হলে নীলে ডুবে মারা যাবো।
নীল অপরাজিতা ও ময়ূরকন্ঠী নীল যতোটা নীল
তারচে’ বেশী মাত্রায় লীন হবো তোমার ভালোবাসার নীলে
জাগতিক সব দুঃখ কে ম্যাজিকের মন্ত্রে নীল করে দিবো নিমিষে।
প্রাচীন...
ক্রেতা পেলে আকাশটাকে বেচে দিবো নাম মাত্র দামে, মাত্র এক রেললতা ফুলের সমমূল্যে।
তুমি বললে নীলামে চড়াবো ছেলেবেলার পাঠ্য নিকেতন, শচীন টেন্ডুলকারের টেস্ট রেকর্ড,
স্মৃতিময় সাগরের আকর্ষণ আগেই বাদামের খোসার মতো ফেলে...
প্রেম ও যুদ্ধ এ দুইকে আমি আলাদা দেখিনা।
তাদের একই চরিত্র। প্রমান সাইজের যেকোন
পোষাকে সুন্দর মানিয়ে যায় তাদের দেহ।
প্রেম কেড়ে নেয় যৌবনের পরমায়ু
যুদ্ধ কেড়ে নেয় জীবনের পরমানু।
কালাতিকাল ধরে প্রেমিক ও বীরের...
সাগরের আমন্ত্রণে আমরা একবার আটলান্টিক মহাসাগর সফর করেছিলাম।
বলে রাখা দরকার, হ্নীলা পাহাড়ের গা ঘেসা আমরা কতক অর্বাচীন টং ঘরের অভাগা বসতি
একদা বঙ্গোপসাগরের সাথে জলবায়ু যুদ্ধ সংক্রান্ত এক বাজিতে অনাকাংখিতভাবে...
©somewhere in net ltd.