নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
পুরোনো শহর। পুরোনো বাড়ী, রাস্তাঘাট- চারপাশ
সবকিছুই- তবু ফাগুনের জোয়ারী বাতাসে কি যেনো আমেজ,মুড়মুড়ে গাছের পাতার আর্তনাদে সচকিত হয় যেখানকার ব্যস্ততা, কোলাহল, বাঁকী সময় থাকে
আবেশিত নির্জনতা।
কয়েকটা দালান বাড়ীর সাথে সবুজ...
ঝিঁ ঝিঁ পোকা ডাকে নিশীথ মাগে
দুরু দুরু হয় বুক
আলোর ভেলায় উঁকি দিয়ে যায়
চাঁদের বুড়ীর মুখ।
দুপুর গড়ায় তন্দ্রা সাজে
বিকেলের অপেক্ষায়
রবির অালো মুচকি হাসে
বেলা যে চলে যায়।
গাঁয়ের ছেলে গাঁয়ের মেয়ে
সাথী মোরা চিরকাল
সেদিনের...
তথাগতকে বললাম, \'প্রিয় বুদ্ধ, আপনারা— যাঁরা প্রবর্তক,
যাঁরা ত্রিভুবনসম্রাট ও ত্রিকালদর্শী, যাঁরা লোকান্তর–কালান্তরস্পর্শী,
যাঁরা পতিতপাবন, প্রেরিতপুরুষ, অবতার
তাঁরা কি সকলেই মিথ্যুক ছিলেন?\'
তথাগত বললেন, \'এ কথা বলছো কেন?\'
বললাম, \'একজন বলেছেন, তিনি পাহাড়ে গেলে...
তথাগতকে বললাম, \'অমিতাভ, বয়স তো ঢের হলো
এখনো সুন্দরী রমণী টানে
কারো বা মুখ—কারো বা হলুদাভ ত্বক—
কারো স্নিগ্ধ কোমল পা— কারো উজ্জ্বল হাসি—
কারো বর্তুল স্তন— কারো উন্নত পাছা—
কারো কদলীবৃক্ষ ঊরু— কারো লোহিতাভ...
তথাগতকে বললাম, \'মহাকারুণিক বুদ্ধ, বাবার কথা খুব মনে পড়ে।\'
তিনি বললেন, \'নদী আর সমুদ্রের ডিএনএ একই।\'
বললাম, মা\'র জন্য কিছুই করতে পারিনি।\'
উত্তরে বললেন, \'বীজের সাধ্য নাই গাছকে কিছু দেয়
তবু বীজের ভেতর লুকিয়ে...
তথাগতকে বললাম, \'প্রিয় সিদ্ধার্থ, একটা প্রাচীনকথা শুনবেন?\'
তিনি বললেন, \'বলো।\'
বললাম,\' রোহিণী নদীর তীরে হল–কর্ষণ উৎসব হবে
সেদিন দিনের শেষে সমস্ত নগরবাসী ও নগর উৎসবমুখর
শহরবাসী, শ্রমিক ও ভৃত্যদের গায়ে সুন্দর আবরণ
বাৎসরিক উৎসবে এসেছে...
তথাগতকে বললাম, \'প্রিয় সর্বার্থসিদ্ধ, মার কে?\'
তথাগত বললেন, \'মার মানে কন্দর্প, কামদেব, চিত্রায়ুধ, পুষ্পশর, মদন।\'
বললাম, \'তার সাথে আপনার শত্রুতা কীসের? লোকে মদনের জন্য এখন
কোলকাতা হারবাল, জাপানি হারবাল, শান্ডার তেলে অর্থ পর্যন্ত...
তথাগতকে বললাম, \'জানেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি
এটা একদিন নদী ছিল?\'
তথাগত বললেন, \'তো?\'
বললাম, \'একি আশ্চর্য ঘটনা নয়?
শৈশবে এখানে আমি সাঁতার কেটেছি, নৌকা বেয়েছি
জননী কলসি করে নিয়ে গেছে জল— সে জল...
তথাগতকে বললাম, \'জানেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি
এটা একদিন নদী ছিল?\'
তথাগত বললেন, \'তো?\'
বললাম, \'একি আশ্চর্য ঘটনা নয়?
শৈশবে এখানে আমি সাঁতার কেটেছি, নৌকা বেয়েছি
জননী কলসি করে নিয়ে গেছে জল— সে জল...
আমি বললাম, \'তথাগত, আমাকে যেতে দিন।\'
তথাগত বললেন, \'কোথায় যাবে ভান্তে?\'
বললাম, \'মানুষের ভেতর। রক্তের নির্জন পথে। অন্ত্রে–তন্ত্রে। আরো দূর কঠোর প্রকোষ্ঠে— হাড়ের পিচ্ছিল মফস্বলে।
তথাগত বললেন, \'শ্রমণ, যেতে চাও যাও, তোমাকে নিরাশ...
এক সময় আমি ভালবাসতাম স্বচ্ছ নীলাকাশকে
মেঘহীণ নীলাকাশ যেনো এক অজানা অধ্যায়
অসীমের মাঝে হারিয়ে নিজেকে খুঁজতাম
পাইনি নাগাল কোথাও, দূর তেপান্তরকে আলিঙ্গনের
আশায় ছুটেছি, কভু ক্লান্ত হইনি।
রাত্রিতে তারকারাজি যখন অপরূপ সাজে...
তোমার প্রতি আমার ভালবাসা হল
ফুটন্ত গোলাপের মত।
আর ভালোবাসার বহিঃপ্রকাশ হলো-
পৃথিবীতে আছে নতুন কুঁড়ি যত।
ইচ্ছে হয় তোমায় আরো গভীরভাবে ভালোবাসতে,
ইচ্ছে হয় যখন তখন দূর সবুজ বনানীর প্রান্তরে,
পড়ন্ত বিকেলে গোধূলির মুক্ত...
ভালোবাসার মানদণ্ডে
সৌন্দর্যটাই কি মুখ্য বিষয়/?
জৈনেক ডাক্তার বলেছেন
যে সুন্দর তার এলার্জি বেশি/!!
যদি তাই হয় তবে বলি
ভালোবাসা হোক
এলার্জি বিহিন নির্ভেজাল/!!
হোক\'না সে অসুন্দরী-
কুৎসিত বা কালো; তাতে কি/?
ভালোবাসা তাকেই দাও,,
যে বেশি বিশ্বাসী...
শুনেছি শরৎ এসেছে
শহরের ইট কাঠ আর বড় বড় দালানে সত্যিই বোঝা যায় না।
এখানেও আকাশ আছে, অদূরে কাশের বন আছে,
বৃক্ষ লতার বৈচিত্র্য আছে, তবু শরৎ যেনো
ক্যালেন্ডারের পাতায়...
তুমি ডাক দিয়েছিলে স্বাধীনতার,
আমার অগ্রজ ঝাপিয়ে পরেছিল। মৃত্যুকে বাজি ধরে পৃথিবীর বুকে অঙ্কিত হয়েছে নতুন এক মানচিত্র।
তোমার স্বপ্নপূরণের জয়যাত্রায় কাল হয় কাপুরুষ। বিশ্বাসঘাতকতার আর এক কলঙ্ক
লেপটে পরে...
©somewhere in net ltd.