নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
মনোলীনা,
যে যুবক স্বপ্নে একদিন নায়ক হয়েছিল
তাকে কি অন্য চরিত্রে মানায়।
তাই টাকাপয়সার টানাটানি সত্ত্বেও
একটা নায়কের মুখোশ কিনে ফেলি
দামী ব্রান্ড এর দোকান থেকে,
সারা মাস কি ভাবে চলবো একদম ভাবিনি।
তারপর প্রতিদিন সকালে...
“কেমন আছো?!
ভালো থেকো “
এই ছিলো তোমার প্রথম ও শেষ
জানতে চাওয়া আমাকে,
এই ছিলো তোমার প্রথম ও শেষ
প্রার্থনা আমার জন্য।
মনোলীনা,
এই ছিলো তোমার লেখা আমার জন্য...
মনোলীনা,
আসো আজ রঙিন ঘুড়ি উড়াই।
নাটাই থাকবে তোমার হাতে,
সুতো থাকবে আমার কাছে
আসো আজ রঙিন ঘুড়ি উড়াই।
বেশী শক্ত করে রেখোনা ধরে
তোমর কাছে থাকা আমাদের নাটাই,
সুতো থাকবে মাঞ্জা দেওয়া
ধারালো...
জীবন একটা আশ্চর্য ভ্রমন। এই ভ্রমনে সারা জীবন সবচেয়ে আপন এবং চির সংগী নিজের ভিতরের মানুষটি। অনেক সময় নিজেকে খুবই আপন মনে হয়, মাঝে মাঝে খুবই পর। অনেক সময়...
দিন দিন আমার আবদার বেড়ে যাচ্ছে
পোষা বেড়ালের মত,
দিন দিন আমার স্বপ্ন লাগামহীন হচ্ছে
হাওরের বেহয়া জলের মত,
দিন দিন আমার ভালোবাসা মেয়াদ উত্তীর্ণ হচ্ছে প্যাকেটজাত খাবারের মত,
দিন দিন আমার অভিমান...
মনোলীনা,
ইদানিং প্রায়ই সুধীজনদের কাছ থেকে
আমাকে শুনতে হয়
আমার বয়স হয়েছে,
আমাকে আর এসব মানায় না।
কি এমন বয়স হয়েছে গুনে দেখ,
আমারতো রবীন্দ্রনাথ,নজরুল অথবা
নির্মলেন্দু গুনের চেয়ে বয়স বেশী হয়নি,
সম্রাট শাহজাহান ও আমার...
হাটতে কষ্ট হয় মানুষের ভীড়ে,
শরীরের সাথে শরীর লেগে যাচ্ছে,
সবাই ব্যস্ত,ছুটে চলছে,
কোন দিকে না তাকিয়ে।
কেউ স্বপ্নঘোরে স্বপ্ন বুকে নিয়ে,
কেউ স্বপ্নহীন হয়ে শূন্যতা বুকে নিয়ে
আমিও হাটছি,
আমিও নিজেকে টেনে চলছি,
হাজারো মানুষের ভীড়ে
আমি...
------------------------------------------
প্রতিদিন অফিস থেকে ফিরার সময়
আমি অনেকক্ষন দাড়িয়ে থাকি
একটি দোকানের পাশে
মাঝে মাঝে দু একজন খুব মন খারাপ করে
কেনা কাটা করে
দোকানদার নির্ভিকার চেহারায় সব প্যাকেট করে দেয়
কোন রকম দরদাম ছাড়া...
প্রতিদিন সূর্য ডুবার পর আমাকে
অচেনা অস্থিরতায় পেয়ে বসে,
দরজায় সামান্য আওয়াজ ও আমাকে
বিভ্রান্ত করে ফেলে,
বাতাসের ফিসফিসানি শব্দও আমার
রক্তে মুক্তির ডাক দেয়,
আমি অপেক্ষায় আছি, আমার বন্ধু শাহেদের...
মাননীয় ঈশ্বর,
আমার অভিমান দিন দিন বাড়ছে
মাননীয়, রাষ্ট্রপতি,
আমার অভিমান দিন দিন বাড়ছে,
দেশের সকল মাননীয় গন,
আমার অভিমান দিন দিন বাড়ছে,
আপনাদের কাছে আমার আবেদন,
আমাকে একটা সন্মানের চাকুরী দিয়ে
আমার অভিমান...
মনোলীনা,
তুমি যদি আমাকে কখনো বলো
“ভালোবাসি”
আমার অস্হিরতা বেড়ে যাবে,
প্রতি উত্তরে কি বলতে হবে
আমাকে কখনো কেউ বলে দেয়নি,
আমাকে কখনোই আগে কেউ এই ভাবে বলেনি,
তাই আমি অজ্ঞের মত ডিকশনারী উল্টাতে থাকব,
আর...
আমি এখন আর পুরোনো ঠিকানায় থাকিনা,
নতুন বাসায় উঠেছি একদিন হলো,
চারতলা ছাদের পূর্ব কোনে একখানা টিনের ঘর ।
ছোট্ট ঘরটি ঝারপোছ করতে গিয়ে দেখলাম
একটা সোনার নাঁকফুল,
তামার হতে পারে,
ভাবলাম রেখে দেই,
আগের ভাড়াটিয়ার...
প্রতিদিনের মত আজও
পত্রিকাওয়ালা ,”এই পেপার, এই পেপার” বলে ডাকছে,
বাদামওয়ালা ঠান্ডা বাদাম গরম বলে বিক্রি করছে,
পরিচিত ভিখারিনী সেই একই সুরে বিরক্ত করছে
কুলিওয়ালাদের হঠাৎ অস্থির হয়ে ছুটোছুটি বেড়ে যায়,
আর আমি...
মনোলীনা, তুমি কি কখনো
অশান্ত সমুদ্র দেখেছো ?
-কেনো , সমুদ্র এর জলে,
কি ছবি একেছো
-দুর, ছবিতো আমি সারাদিন
মনে মনে আঁকি
-তাহলে আমার ছবিটা এখনি করে দাও ,
চলবে না ফাকি ,
-তোমাকে ফাকি দেবার...
কিছুদিন হলো নতুন বাসায় উঠেছি,
কবরস্হানের দেয়াল ঘেসেই দোতালা বাড়ি
কবরস্হানের দিকের জানালাটা
তারকাটা দিয়ে আটকানো
চাইলেই খোলা যাবেনা,
কবরস্থান এর পাশ দিয়ে যখনই হেটে যাই
তখন, প্রায়ই দেখি একটি খোলা কবর...
©somewhere in net ltd.