![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪
তুমি তো ব্রহ্মচারী;
তোমার ওষ্ঠে মহুয়ার বন,
মৌয়ালিদের ছলাকলা!...
আয় তো দেখি আবার ফিরে
শূণ্য চরে বাঁধি ঘর,
আলতো করে একটু ছূঁয়ে...
লুকাও তুমি,
লুকিয়ে থাকো- গচ্ছিত সময়ের আচ্ছাদনে!
কোন পরনারীর লালিত বুকে।...
অবনত দৃষ্টির আড়ালেই ধারন করি
নির্মোহ, নিষ্ঠুর ডাকাত অন্ধকার!
আড়চোখে দেখে নেই তোমার কাঠিণ্য।...
তুমি ঘুমোও পথিক।
আমি আলগোছে
ভ্রষ্ট নিয়মের কপাট ডিঙিয়ে,...
একান্ন দিন শেষে-
ফের দেখি, ঢলঢল দুটি চোখ!
কালো কালো তারা,...
বিবর্ণ তোমাতে
এক-নদী জল দেখি।
শুনিনা কেবল-...
হঠাত্ ফিরে এসে একদিন,
তোমার চুল চোখ স্পর্শ করেই তোমাকে চিনে নেবো।
তোমার ঘ্রাণ শুষে বলে দেবো,...
তোমাকে আমি চাঁদের সাথে তুলনা করতেই পারি।
বেহিসেবি তারাদের গায়ে এঁকে দিতেই পারি-
তোমার নীলাভ জলের মায়াময় চক্ষু দুটি!...
নগরীর বুকে তখনো জেগে থাকে-
গুটি কয়েক ঝিঁঝিপোকা।
অন্ধকারে দৃষ্টি প্রসারিত করে-...
প্রথম চুম্বনে,
আমি দিশেহারা, লোভী!
লোভাতুর আমার চক্ষু,...
©somewhere in net ltd.