![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয়ে জন্ম চায়না পরাজয়ের সনদ আমার জীবদ্দশা ও তার মরণে
""""\'"""""""""""""""\'"""""""
নিন্দার সমর্থক তারাই সমালোচক,
তাদের কুকর্মের বিচার প্রার্থনা প্রভু আপনার নিকট।
এক দফা এক দাবি জানাই ওহে ইয়া মাজিদ
খুনির বিশেষণ হোক হত্যাকারী ও কিসের শহীদ।
কারো ভালো চলন বলন তাদের মনের...
নিন্দার সমর্থক তারাই সমালোচক,
তাদের কুকর্মের বিচার প্রার্থনা প্রভু আপনার নিকট।
এক দফা এক দাবি জানাই ওহে ইয়া মাজিদ
খুনির বিশেষণ হোক হত্যাকারী ও কিসের শহীদ।
কারো ভালো চলন বলন তাদের মনের...
একজন পাঠক হবে পাঠক?
দুখুমিয়া দেখো কত্ত লেখক!
লিখছে তারা স্বাধিন চেত্তায়,
যা মনে লাগে যায় হোক!
ভালো হোক মন্দ হোক,
কারণে আর অকারনে যাহোক।
পলাশির প্রান্তরে পরাজয়ি বাঙাল,
চলমান প্রতিবাদি কন্ঠি বহাল,
লিখছে স্বাধিন মোনের প্রোকপ।
একজন পাঠক...
অনেক কেলেংকারির বিচার হয়না
অনেক দুর্নীতি যায় চেপে।
পেটের দায়ে খাদ্য চুরি
জনগণ তাতে যাই ক্ষেপে।
কেও বলে মার ঘুষি
কেও বলে দে চুল ছেটে।
এত কষ্টের পরেও যদি
একটু দানা যায় পেটে।
টাকা থাকলে কিনেই খেতাম
অর্থ নাই...
মন্তব্য আমি করব কি?
আজ আপনাদের এই মজলিসে।
সারা দেশটাই ভরে গেছে,
সব সড়যন্ত্র কারী ইবলিশে।
উন্নয়ন হলে তাদের ব্যাঘাত,
কথায় কোন উক্তি নাই।
কিসের জন্য বকছে তারা
সেটার কোন যুক্তি নাই।
হাহা কারে ডুবছিল দেশ,
তখনতো কোন কথা...
বিঙ্গ আমি ওভিঙ্গ আমি
আপনার সহিত নিজে!
না জানি মোর মহৎ বানী
কি সম কাজে লাগে।
হৃদয় নিংড়ান হিড়িক, পিরিত
তাতে কিংচিৎ তুয্য নাহি কভু।
মাত্রারিক্ত আলিংগন হেতু
চারিপাস দির্ঘশ্বা নিস্তব্ধ!
বড় বড় লেকচার ধারী কতটুকু সৎ?
এসান বড়...
আমি সৃষ্টির পূর্ব মুহূর্তে কোটি কোটি আমির সাথে দৌড় প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিলাম। সেই দৌড়ে জয়লাভ করার কারণে সৃষ্টিকর্তা পুরস্কৃত করেছে আমার জীবন। ঠিক এই একটা অজুহাতের দরুন ভূমিষ্ঠ হয়েছি...
আমি সৃষ্টির পূর্ব মুহূর্তে কোটি কোটি আমির সাথে দৌড় প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিলাম। সেই দৌড়ে জয়লাভ করার কারণে সৃষ্টিকর্তা পুরস্কৃত করেছে আমার জীবন। ঠিক এই একটা অজুহাতের দরুন ভূমিষ্ঠ হয়েছি...
ইট পাথুরে শহরটাকে
চিনতে বহুত সময় লাগে।
সময় সত্য কার্য ব্রত
জীয়ে থাকতে জীবন লাগে?
নানান রকম যানের ধনি,
প্যা পু ভুম ঝনঝনানি।
ভাটির খবর উজান যানে।
ও নগড় আমায় পল্লি টানে।
জীবন যখন আছে আলবাক্ত
মরণ ঠিক খোজ নেবে।
জীবন মৃত্যুর চেয়েও কঠিন।
অযথা মরনের ভয় লাগে।
মানুষ হবার আগে কেবা
ধর্মান্ধ বনে থাকে।
কহে স্ব চিন্তায় ক্ষন নুন্নত
কেবা কাহার ভাবনা ভাবে!
আপনার লাগি প্রার্থনা সমস্ত
আপনার লাগি করিতেছ...
সৃষ্টিকর্তা জগৎ রাজীর,
সৃষ্টির অভিধান আল কুরআন।
হেথা গড়িয়াছ স মহিমায়
যেথা নিঃশেষ কোরিয়া ছেন।
এত প্রীতি ভরা সৃষ্টি!
নাজানি তার কত মহিমা!
জন্ম, জনম আপনারি তাহা।
গন্তব্য আপনারি ত্রি-সীমানা।
সেথা হতে ফিরেনাই কেহ,
যেথা শুধু আপনার মালিকানা।
জন্মিয়াছ...
যুগ যুগ ধরে একই কান্ড
এটা যদি পালটে যায়।
তীর চালিয়ে লাভ কি সেথায়?
যার সীমানার হদিশ নাই।
হইছো কুতুব পাইছো কিগো?
দেখছ না চোঁখ বুলিয়ে।
ধ্যান ধারণা পাল্টে কিগো
সমস্ত অতীত দিয়েছ ভুলিয়ে?
অসমতার বাজারে যে
দিন আনে...
দিনের আলো চলে গেলে
মানব সকল রাত্রি বলে
আলোই অন্ধকারাছন্ন সমাজ
কিহবে আর রাত পোহালে।
দিন দিন এ দিন যাছে চলে
শূন্য অংকর গন্ডগোলে
এক কিঞ্চিত মানবতা
কথা রে তর অন্নসনে।
মুঠো...
[link||view this link]জনতার প্রেমেজরজর তায়,
আওয়ামী মোর ঠিকানা।
মুজিববাদের জয় বলি,
হেখা মনের বাসোনা।
অন্যায়ত অন্যায্য অকারণ,
কোনটির ধার ধারিণা।
ন্যায়ের পথিক সোচ্চারহও ,
মুজিববাদে বিশ্বাসি আওয়ামীপন্থীরা।
নিজেই নিজেরি রসানলে,
ঝগঝগ আবঝা দেখে।
ভালমন্দের ফারাক নাহি,
অন্যমত গায়ে মাখে।
কুলবে মুজিবের মসনদ,
যত...
©somewhere in net ltd.