![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমার খুব শখের লাল টুক টুক পরী,
প্রতি ক্ষনে সপ্নে আমার কর ওরা-উরি।
ধুসর মেঘের ছায়ার ঘেঁষে,
মন টা আমার ভেসে ভেসে,
হঠাত যদি দারিয়ে শেষে,
বলে বাসি তোমায় আমি ভালো।
যদি তুই হস রে রাজি ।
রাখবো আমার জীবন বাজি।
হাত টা ধরে দেখবো...
একদিন রঙ্গিন স্বপ্নের শহরে,
ক্লান্ত এক প্রহরে।
ঘাতক বুলেট চিরে দেয়,
কাঠের চশমা।
অবাক চোঁখে তাকিয়ে দেখি
দিগন্ত জোড়া হাইরাইজ এর কংকাল;
আর অজুত-নিজুত শবেদের ভিড়।
নিজেকে খুঁজে ফেরার সাহস হারিয়ে...
আমার আইডিতে প্রায় সব রকমের মানুষ নামক জীব আছে। আমার আইডি একটি প্রকৃত সোসাইটির প্রতিফলন মাত্র।
এখানে রিক্সাচালক থেকে শুরু করে কর্পোরেট হেড, পি.এইচ.ডি ধারি থেকে শুরু করে নিলখেত থেকে...
কেউ কিছু বলছে না,
কেউ কিছু জানছে না।
কেউ কিছু মানছে না -
প্রাগৈতিহাসিক আমিত্ব
কুরে কুরে খাচ্ছে।
জটায়ু যেমন খায় শিশু,
হরিনের ছিন্ন মস্তক।
সামাজীক বন্ধন নামহীন
এক মহাকাব্য সুধু আজ -...
এ জীবন আমার নয়।
শরতের পরন্ত বাতাসে
উড়ে যাওয়া কাশফুল
কিংবা শীতের শিশির
যেমন কারো হয় না।
ঠিক তেমনি বহমান
এ জীবন, আমার নয়।
অঝর বাদলে ঝড়ে পরা
বারি যেমন বাধা পরে না...
ঠিক বাবুই পাখির মত
মমতায় একটি ঘর
বাধার স্বপ্ন ছিলো,
হয়তো সেটা স্বপ্ন ছিলো না-
কোন অপুষ্ট কল্পনা ছিলো।
সবটুকু দিয়ে শুধু,
তোমায় আগলে রাখার ইচ্ছে ছিলো।
তোমাকে না পাওয়াটাই
দুঃস্বপ্ন ছিলো।
হয়তো...
আততায়ী জোৎস্না নেমেছে,
আধাঁর এ নগরীতে।
ভিজে যাচ্ছি অকাতরে।
তুমি আমি আমরা।
বাধাহীন স্বপ্নে বিভোর,
নির্ঘুম জোড়া জোড়া চোখ,
অজুত নিজুত কোটি কোটি।
গিলছে মায়াবি আলো
নিষ্পলক, আধাঁর এ নগরীতে।
অথচ আমার কোন
উদ্দেশ্য নেই ।
ধরা বাধা জীবন নেই ।
শ্রোতের তোরে ভাসা,
কলমি লতার মত ,
আমার কোন শেকর নেই ।
বহমান সময়ের ধারায়
ভেসে যাই অনন্তের পানে।
মৃত্যুর মত গারো...
চারিদিক শব্দ হীন ।
অনন্ত সিমাহীন ।
সুর্যের কাপুরষতায়,
ধুসর শহরের মানুষেরা্
চলছে পাশাপাশি ,
বিনিদ্র সব প্রহরের হতাসায় ।
অনন্ত অসিম।
তোমার প্রতি শ্বাসে,
বিষন্ন কামনা।
তোমার বাতাসে্ ,
ভাসে মৃত্যু গন্ধ।
তোমার গভিরে
নিলাভ অশুখ।
তোমার দেহে,
পাপের...
আমার মনে আছে কলেমা
ওহে মাউলা রাব্বানা ।।
বন্দি আল্লাহ ,
বন্দি পুন্নি নবী্
বন্দিলাম মা ফাতেমা বিবি ,
হজরত আলীর চরন সেবি।
সংগে ইমাম দুইজনা,
ওহে দয়াল রাব্বনা।।
আমি তোমার প্রেমে দিবানা...
তোমার নামে লেখা এক
বেনামি চিঠি।
লাইনে লাইনে ছিটকে থাকা
ভালবাসা।
ছন্দ ছাড়া সাজানো সব
রংগিন স্বপ্ন।
যত্নে আকা মার্জিনের বাইরে সব
ডুডোল।
কয়েক ভাজে লেপ্টে থাকা
মন কোমল।
ধুসর খামে ভরে...
এ শহর জুড়ে,
চলছে তুমুল
প্রেমের কলরব।
নিষিদ্ধ স্লোগানে,
কাপঁছে রাজপথ ।
সমগ্র রাত দিনভর।।
কামনার বাষ্পে মাখা।
ভোরের সুর্যে রাঙা ।
ঠিক যেমন,
হিংস্র শ্বাপদের চাহুনি।
লোভির মত,
তাকিয়ে আছে
শিকারের আশায়।
আমার...
জলে ভাসা কচুরি পানা ,
কিংবা কলমি লতার ফাক গলে।
বৃষ্টির মত বড় কোন পুকুরে,
অথবা নদীর পানিতে।
হয়তবা সমুদ্রে,
ঝরে যাবো ক্লান্তি হীন আমি।
উড়ে বেড়াবো নাম না জানা পাখির ডানায়,
শত সহস্র মাইল ।
ভাঙ্গবো আবার...
©somewhere in net ltd.