![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!
আমাদের ব্যস্ততা
রাতের বালিশে দীর্ঘশ্বাস নেয়
আদর যত্ন সোহাগে,আবেগে, খুনসুটিতে
আবার অপরাধীর মতো
তোমার নির্ভরতার নির্ঘুমের বিচরণে!
অথচ শীতের রাত শেষে ঘুম থেকে জেগে দেখি
তোমার মৃদুভাব ছলছল চোখে আমার শুভ সকাল!
অভিমান,...
জানার জন্য এসে তুমি জেনে যাও
তুমি একান্তুই আমার নয়, কিংবা
জানার জন্য এসে তুমি জেনে নাও
আমিও একান্তই তোমার নই।
আমার অতীত আমায় দেখে হাসে এখন
একটা ভবিষ্যৎ সেটা এখন আমাদের হয়ে...
গাছের ডালে বসা পাখি কখনো চিন্তা করে না, সে কি গাছের শুকনো না সবুজ ডালে বসে আছে।
পাখির মনে ডাল ভাঙার ভয় থাকে না। কারণ-
সে গাছের ডালের উপর নির্ভর...
ছাব্বিশ বসন্ত এসে চলে গেলো,
বেখেয়ালি আমি!
গাছে গাছে হেমন্তের স্নিগ্ধ বাহার
শুষ্ক বনপথ
আশ্বিনের গোধূলির নিচে
জলের আয়নায়
প্রতিবিম্ব এঁকে যায় স্তব্ধ নীলাকাশ!
চারিদিকে তাকিয়ে দেখি চমৎকার পাখি ওরা
বুকের ভেতর ব্যথা, নেহাৎ চন্দ্রিমায় কিছু...
এটা কি ভোর নাকি সন্ধ্যা?
নাকি এটি সুবর্ণ শস্য এর ফসল হয়?
আমার অদ্ভুত ফুলের উপর
একটি স্নেহপূর্ণ মধু ঝরা হিসাবে
প্রতিটি মুহূর্ত একটি প্রজাপ্রতির মতো হয়ে
আমি জেগে উঠি, জীবন বাদ্যযন্ত্র হয়ে...
শুষ্ক তুষারপাতে ঝর্ণার মতো স্নিগ্ধ
বাতাসের গায়ে বিষাদের অবকাশ
দুঃখ ঘুমের রাতে কারো বিচরণ
আসো... আলতো করে... আসো!
বারান্দার বারগুলিতে স্যাঁতসেঁতে অবস্থা
বৃষ্টিপাতের একটি লম্বা ছায়া।
চন্দ্রপৃষ্ঠে মন উদীপ্ত আমি চেরি লাল
উদ্ভাসিত হিসাবে পরিণত।
আমার আত্মা...
একটা কালো মেঘের ডানা দেয় যে ঝলকানি
দারুণ বাতাসে নূতন বৃষ্টি ছিটিয়েছে
সূর্যের সময় তার একটি ছায়া,
বিভ্রান্তিকর এর মতো বিলীন হয়ে যাওয়া
যেন আঙুল দিয়ে শিলার উপর আয়াত লিখছে
এই পথ দিয়ে প্রস্থান করে।
সে...
হঠাৎ করে দীর্ঘশ্বাস ফেলা হয়, তাই থামা।
আমি স্পষ্টভাবে আবদ্ধ বোদ করছি, তুমিও তাই!
তোমার চিন্তার একটি জাহাজের অলঙ্ঘনীয়’র মতো
সীমান্ত ছাড়াই চেয়েছে আরও অনেক কিছু!
কিভাবে এই অসীম এবং একটি বন্ধন
অজ্ঞাত হয়ে উঠে?
এটা...
শহর জুড়ে বেশ চঞ্চলতায় ভরপুর অবস্থা শুরু হয়েছে।
বিগত কয়েক ঘণ্টার ভেতরে একজন ধর্ষককে কিডন্যাপ করা হয়েছে। কোর্টে হাজিরা দেবার সময়। কে করেছে এ রকম কাজ?
কেনই বা করছে?
নাকি এর পেছনে কোনো...
অতঃপর ভালোবাসায় সবচেয়ে বেশি উচ্চারিত যেটা তা হলো অনুভূতি। ভালোবাসার সংজ্ঞা কেউ জানুক কিংবা না জানুক, মানুষগণ ভালোবাসেই। বর্ষায় হোক আর বসন্তেই হোক, হৃদয়ে প্রেম আসবেই। যখন প্রেম এসে যায়...
আকাশের মতো বড় হতে পারলে এই পৃথিবীটা আরো পরিষ্কার ভাবে দেখা যেতো। হয়তো উঁকি মেরে দেখা এবং গোপনীয়তার চেয়ে বেশি কিছুর জন্যে উঁচু জায়গার চেয়ে ভালো অবস্থান আর নেই। চেনা...
“প্রেম জিনিসটা তাদের কাছে সুখময় স্মৃতি যারা কখনো ব্যর্থ হয়নি। কিন্তু প্রেমের দুঃসময় স্মৃতি হলো যখন এতো প্রিয় জিনিসটা সফল হতে পারে না। প্রেম হলো অসময়ের বৃষ্টির মতন, হঠাৎ এসে...
কুয়াশার ভিড় তোমাকে গল্প সাজায়
চোখের জল রোদে পুড়ে যায়;
সহজ আকাশ দূরে সরে যায়,
স্মৃতি গুলো ধুলোয় উড়ে ঘুরে বেড়ায় অবলীলায়
বিষণ্ণতার বিষণ্ণ এক নামহীন ঠিকানায়,
জ্যোৎস্না স্নানে রাত গুলো হারায়;
আমার মুখের কোণিক...
আমি কি স্বীকার করবো কে আমি?
সব নামই আমার নাম কিংবা নামহীন,
পরিচয় আছে একটা বটে; তোমার ভেজা আয়নায়-
যে মুখাবয়ব প্রস্ফুটিত হয়ে ওঠে- তা আমারই!
ভাড়াটে খুনে আমি, খুনের অপেক্ষায়
চিরকাল এইখানে দাঁড়িয়ে কাটাবো...
স্বপ্নকে ত্যাগ করেছি!
দুঃখকে জানিয়েছি স্বাগতম,
এবং ভাঙনের অসম্ভব অভ্যাসের নাম দিয়েছি;
ভগ্নস্তূপ!
পুরুস্কারবিহীন নয়;
কাউকে দেই নি প্রতিশ্রুতি, হারাই নিও কিছু
আমাদের হৃদয় বলে কিছু নেই,
নেই করুণাধারা;
আমাদের যাবার কোনো গন্তব্য নেই,
থাকারও নেই কোনো যুক্তি!!
©somewhere in net ltd.