![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
(১) আমার সমস্ত মন, শরীর এখন তোমার মনের মধ্যে রাখা,
শুনতে কি পাও তার বারতা।
আমার নীল আকাশ এখন তোমার মানিব্যাগে রাখা,
খুলতে গিয়ে দেখতে কি পাও তা।
তবে আমি কেন দেখিনা তোমায়,...
সেদিন চেয়েছিলে এক টুকরো অনাবিল হাসি
আমি তো পারিনি হাসতে,
অথচ, ভেবে রেখেছিলাম অফুরন্ত, উচ্ছল
হাসি হবে তোমার উপহার;
শুধুই আমার তরফ থেকে।
কি নির্মম পরিহাস!
হাজারো পরিস্থিতির ফাঁদে,
আজ ভুলে গেছি হাসতে।
এমন কথা কি...
মায়ার সাগরে কেউ আর পাড়ি জমায় না।
মমতা, তাকে তো কবেই করা হয়েছে নির্বাসিত।
ভালবাসা ভেঙ্গে গিয়েছে সেই কবে,
কেবল ইট পাথর আর দামী আসবাবে শুধু ভালো-বাসা।
স্নেহ এখন নির্যাতিত নিষ্পেষিত;
ভয়ার্ত লালসার...
অস্থিরতার ভেতর দিয়ে পার হচ্ছে সময়,
ধৈর্য্যচুত্যি ঘটতে ঘটতে এখন;
এসে ঠেকেছে একেবারে তলানিতে।
নেই বললেও খুব একটা অত্যুক্তি হবে না!
ইস! যদি সময়গুলো সব এক করে
জমা দিতে পারতাম কোন ব্যাংক একাউন্টে,
প্রয়োজনমত...
ধুলো মাখা পথে হেঁটে গিয়েছ বহুবার,
দু’পায়েই শুধু ধুলো লেগেছে,
লাগেনি তার ছোঁয়া, মন পবনের কাছে।
আনমনা ছিল মন, ছিল ভিন্ন ধ্যানে প্রোথিত,
বিচলিত ক্ষণে অনুভবহীন বিচক্ষণের জ্ঞান।
যদিও ছিল আশা, পাবে রক্তিম অস্তমিত...
ব্যথাতুর হৃদয়ে রক্তক্ষরণ,
কেউ দেখেনি তো হায়।
অঙ্গার হয়েছে যখন ,
তখনো তো অসহায়।
তবুও পাইনি কোনভাবে সমর্থন ,
থেকেও ছিল না কারো কোন দায়।
সেই মর্মর ধ্বনি এখনো তো বাজে কানে,
ঢংকা বাজে যেন দমকা...
দিন ফুরানোর বেলায়
তুমি এলে একান্তে
নিমগ্ন আর অতি ধীর লয়ে ।
রেখেছিলে হাত দৃঢ়তা মেখে
এই বাহু জুড়ে
ক্লান্তির ছাপ নিয়ে মুখে ।
দুচোখের উঠোন জুড়ে
তবু দিয়ে গেলে
অনন্ত স্বপনের ছোঁয়া ।
অতপর, কোমল...
আমার সকল দীপ্ত কিরণ
উদাস মেঘে যায় ভেসে যায়,
দিগন্তের ঐ দূর গহনে
সিক্ত করে আবেগ হরন।
তোমার সকল ফুলঝুরি
রাঙিয়ে বেড়ায় বিশ্বটাকে,
বেসাতির যত দালান কোঠা
দাঁড়িয়ে রয় উঁচু হয়ে।
বিশ্বাসের মলাটে মোড়া
অবিশ্বাসের...
বাজে মর্মরিয়া ভূমি শুষ্ক প্রান্তরে
গভীরতার অন্তরালে,
বারিহীন অম্বরে
আর বেয়ে পড়া স্বেদগ্রন্হিতে।
অগ্নিঝরা দিন রাত্রিতে
তীব্র দাহের কদর্যতার চরমে,
ক্ষিপ্তরত অন্তরে
আর মন খারাপের গহনে।
শুন্য ভরা গরহাজিরে
প্রতীক্ষমান সময়ের ফেরে
মর্মরিয়া বাজে
আমার মাঝে আর তোমার মাঝে।
~...
আমার হন্যে হয়ে ঘুরে মরা
সোনায় মোড়া শান্ত বিকেল,
কাশের বনে শুভ্র স্নাত
মন গগনে স্নিগ্ধ হিমেল।
শেষ বিকেলে রবির কিরণ
দোলা জাগায় মাঠের পরে,
অতীত সময় ফিরতে ব্যাকুল
বর্তমানের ছায়া ঘিরে।
ছায়াটাও ফের যায় মিলিয়ে
অতীত ঘড়ির...
কিছু কথা না বলা থাক,
ডায়রির শেষ পাতা থাক আঁধ ছেড়া।
না হয় হল না, সব মেঘে বৃষ্টি,
সব ফুল না হয় পারল না খোপায় গুজতে, সৌন্দর্য জ্ঞাপনে।
বহুক্রোশ হেঁটে, হল না...
আমার এই ভাঙ্গা বাড়ি
তাতে ওই চাঁদের সুধা।
গহীন জোছনায় আসছে ধেয়ে
অনেক মায়ায় আবেগ জড়িয়ে,
দেহ নয় আমার মন পুড়িয়ে।
নির্ঘুম রাত আর স্বপ্ন বিহীন
একাকী এই ক্লান্ত ক্ষণে
চন্দ্রস্নানে তাই আমি বিলীন।
...
(৫)
" ইয়ে, রতনকে দেখছি না। কোথায় গিয়েছে বলতে পার?", ওর দোকানের ছেলেটাকে জিজ্ঞেস করলাম।
" না, বলে যায়নি। শুধু বলল বাইরে যাচ্ছি, ঘন্টাখানেকের মধ্যে চলে আসবে বলেছে ।"
" ও, আচ্ছা।"
"...
(১)
বাসে করে ঢাকা থেকে ফিরছি। ঢাকার অদূরেই আমার বর্তমান চাকরি স্থল। সঙ্গত কারনেই জায়গার নামটা উল্লেখ করলাম না। তবে বলা যায় না, কোন এক ফাঁকে টাস করে বলেও ফেলতে পারি।
নানান...
গত কয়েকদিন নিয়ম করে রাত ঠিক পৌনে তিনটার সময় দিহানের ঘুম ভেঙ্গে যাচ্ছে। ব্যাপারটা ধীরে ধীরে বিরক্তির চরম সীমায় পৌঁছে গেছে। না, আজ এর একটা হেস্থ নেস্ত করেই ছাড়বে। কত...
©somewhere in net ltd.