|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
 
আবেগ এতটাই বড্ড প্রলুব্ধকারী যে,
লোভী না হলে কি আর এই সুযোগ পাব?
আবেগ এতোটাই ভালোলাগার যে,
রমনীর গায়ের ঘ্রাণের চেয়েও আসক্তিকর।
এই আবেগ এতোই শিকার পাগল যে,
ক্ষুধার্থ চিতার চেয়েও দ্রুতগামী।
এই আবেগ এতোই...
 ৮ টি
৮ টি   +২
+২রেখ স্বাধীনতা তুমি যত্ন করে, 
সুখী হতে আর নেই বারণ। 
গুণমুগ্ধ হোক তোমার স্বাধীনতার আমন্ত্রণ,
থাকুক না অবহেলায় নিয়ন্ত্রণের নিমন্ত্রণ!  
চোখে আংগুল দিয়ে আর দেখাতে হবে না, 
আমিও বুঝতে শিখেছি,...
 ২ টি
২ টি   +০
+০
ওদের অদ্ভুত রকমের ক্ষমতা 
অপছন্দের কিছুই মেনে নিতে পারে না।
তার সাথে জীবনের এই যাত্রা পথে, 
প্রতিটি মুহূর্তে, আমার শেষটুকু দিয়ে 
তার জন্য লড়াই করেছি। 
সবসময় আমি সামনে ও পিছনে।
যাতে করে...
 ৪ টি
৪ টি   +০
+০ 
তোমরা ৭১ কে বার বার ফিরে দেখ। 
দলগত কাজ করো।  
কে ছোট, কে বড়, কে ছেলে, কে মেয়ে,
এতো কিছু হিসেবের সময় ছিল না রে ভাই, 
মানুষের মূল্যায়ন ছিল...
 ২ টি
২ টি   +০
+০ 
ভালোবাসা টা কিসে? 
প্রতিটা মহুর্তের প্রয়োজনে?
প্রতিটা ইচ্ছের প্রয়োজনে?
ভালোবাসার সীমানা কীসে? 
দেহে? মনে? রঙ্গে? ঢঙে? টাকায়? 
ভালোবাসার বন্ধন কেমন? 
আয়নিক? সমযোজী? হাইড্রোজেন? 
ভালোবাসার দশা কেমন? 
স্থির? অস্থির? নাকি অবস্থা বুঝে...
 ৩ টি
৩ টি   +১
+১
ঢাকা ট্রিবিউন সেপ্টেম্বর 9, 2022 এর তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট ৩৬৪ জন শিক্ষার্থী মারা গেছে। তার মানে ২০২২ সালে প্রতি মাসে গড়ে ৪৫ জন শিক্ষার্থী...
 ১১ টি
১১ টি   +১
+১বুঝার বেলায় হয়তো 
আমি ছিলাম অবুঝ শত।
যেটুকু ছিল দিয়েছি তত, 
হয়তো ছিল না মানসম্মত। 
আমার আর আছে কত?
বেলা শেষে দুঃখ তোমার অবিরত,
ধুকে ধুকে মরছ হয়তো প্রতিনিয়ত।
জানি জীবন মানে ধর্মসংগত।...
 ২ টি
২ টি   +২
+২
ঘোর অমাবস্যায় 
পূর্ণিমায় চাঁদ আলোকিত হবে। 
তীব্র খরার প্রখর রোদে 
সূর্য রংধনুতে হাসবে। 
মাঘের প্রচণ্ড শীতে 
উদলা গায়ে গঙ্গায় স্নান হবে।  
আজীবনের জাতিভ্রষ্ট দেবতা 
জাতীয়তাবাদ ফিরে আনবে। 
 
সারাজনমের...
 ৭ টি
৭ টি   +২
+২ 
যদি না থাকতো প্রতিকূলতা
হয়তো শুধু থাকতো সুখের ব্যাকুলতা। 
তুমি থাকতে সারাজীবন আমার চারুলতা। 
আর তোমার সাথে জীবন যেখানে যেমন 
আমিও থাকতাম ঠিক সেখানে তেমন। 
দুঃখের ব্যাপারী হয়ে জন্মেছি মধ্যবিত্তে...
 ১১ টি
১১ টি   +৪
+৪
আজ আমি ডাকপিয়ন নয়, 
আজ আমি লেখক। 
সারা জনম কতজনের কত শত চিঠি 
পৌঁছে দিয়েছি। 
চাকরীর শেষ দিনটি রেখেছি 
শুধু আমার পারুর জন্য।
 
নিজের লেখা, প্রাণের কথা  
পৌঁছে দিব...
 ১৩ টি
১৩ টি   +৩
+৩ 
হাজার মানুষের ভীড়ে তুমি দৃষ্টির কেন্দ্র, 
তোমারি আবেশ যেন মোর রন্দ্রে রন্দ্রে, 
তোমারই সুবাসে যেন স্বস্তি দীর্ঘশ্বাসে।   
হৃদয় পুলকিত আমি পাইলাম যাহারে, 
বিধাতা যেন রাখে সাত জনমে...
 ১০ টি
১০ টি   +৩
+৩আমার সুখগুলো অন্বেষিত 
হয়তো ছিল অন্যগত 
তবে ছিল না অপরিমিত। 
জীবন হোক না দুঃস্থিত
হোক না সবচেয়ে দুরিত
যা চাও তার অনেকখানি হয় না পরিপূরিত। 
নিউটনের তৃতীয় সূত্রের উপর
আজ চাওয়াপাওয়াগুলো আহিত; 
সমান...
 ২ টি
২ টি   +১
+১ 
আজ আবার হারিয়ে যেতে চাই
ক্ষয়ে যাওয়া প্রবাহিত জীবনধারায়। 
আধুনিকতার ছোঁয়ায় যখন ছিলনা
আশা-নিরাশা, চাওয়া-পাওয়ার খেলা। 
আজ আধুনিকতার পরশে মানুষ 
আধুনিক, তবে সভ্য হতে পারে নি। 
স্বামীর ভালোবাসা পাওয়ার আগে 
বঞ্চিত...
 ২ টি
২ টি   +০
+০ 
যুগের সাথে তাল মিলিয়ে চল, 
যুগধর্ম অনুসারে হবে যত কর্ম।  
দিন যত যাবে মুছে যাবে লজ্জা;   
ধুলিশয্যা, মাটিশয্যা, ফুলশয্যা, 
সবশয্যা জুড়ে থাকুক তব অনুভূতি। 
হোক না...
 ৮ টি
৮ টি   +১
+১©somewhere in net ltd.