নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সকল পোস্টঃ

ডালিম গাছ

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৭

ডালিম গাছ
সাইফুল ইসলাম সাঈফ

একদিন একটি চারা কুড়িয়ে পাই
অবহেলা আর অযতনে জন্মেছে
চারাটি কী গাছের, অজানা ছিল
তুলে এনে লাগানো হয় আঙিনায়।
আমরা ভাড়া থাকতাম, আরো অনেকেও
নিজ বাড়িতে আমার থাকা হয়েছে কম।
ছোট একটি জায়গায়...

মন্তব্য০ টি রেটিং+০

উল্টাপাল্টা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৫

উল্টাপাল্টা
সাইফুল ইসলাম সাঈফ

সব পুরুষ একই রকম স্বভাবের হয় না, মৌলিক কিছু বিষয় একই রকম হলেও ভিন্নতা বিদ্যমান। পুরুষ ছাড়া নারী পূর্ণ না আবার নারী ছাড়া পুরুষ পূর্ণ না। একে অন্যেকে...

মন্তব্য১৩ টি রেটিং+৩

বিশ্বাস

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৩

বিশ্বাস
সাইফুল ইসলাম সাঈফ

যাকে বাবা বলি
যাকে মা বলি
দেখিনি তাদের মিলন
দেখিনি আমার জন্ম ক্ষণ।
আদরে যতনে উঠেছি বেড়ে
তারা যাইনি আমায় ছেড়ে।
এটাই সত্য প্রকৃত বিশ্বাস
মৃত্যু হলে শেষ নিঃশ্বাস!
একই বাবা-মা হতে জন্ম
বাড়ছে দিন দিন প্রজন্ম।
ওরা...

মন্তব্য৪ টি রেটিং+১

আন্দোলিত

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৯

আন্দোলিত
সাইফুল ইসলাম সাঈফ

তার সাড়া আমায় করে আন্দোলিত
তৎক্ষণাৎ হয়ে উঠি খুব আনন্দিত!
সে গুল, সে জান্নাত আলোকিত
তাকে দেখে হয়ে গেছি অভিভূত!
সে জাগায় আমায় স্নিগ্ধ প্রভাতে
সে প্রশান্তি করে প্রতি রাতে।
ভীষণ উদগ্রীব তাকে...

মন্তব্য৬ টি রেটিং+১

ডাগর ‍সুরম্য

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

ডাগর ‍সুরম্য
সাইফুল ইসলাম সাঈফ

পরিপূর্ণ আর পরিপক্ক এক তরুণী
ডাগর ‍সুরম্য চোখ, কী চাহনি!
সাহস করে প্রথম বললাম হবে
না করে দিলো, কী ভেবে?
অবেলা আমার সোনালি সময় হারিয়ে
সনাক্ত করতে পারলাম চিত্ত দিয়ে।
যন্ত্রণা হচ্ছে খুব,...

মন্তব্য২ টি রেটিং+০

কতকিছুতে প্রাপ্তি

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:০৪

কতকিছুতে প্রাপ্তি
সাইফুল ইসলাম সাঈফ

প্রতিদিন ক্ষুদ্র ক্ষুদ্র কতকিছুতে প্রাপ্তি
প্রতিদিন কত ঘটনায় আনন্দ-তৃপ্তি!
প্রতিদিন জুটে কত ধরনের খাবার
নিমিষে শেষ হয়, সৃষ্টি আবার।
অজানা কোন মাঠে, কোন দেশে
হয় উৎপাদন; কত রকম পরিবেশে।
পাখিরা ডাকে...

মন্তব্য৪ টি রেটিং+০

হও রাজি

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২২

হও রাজি
সাইফুল ইসলাম সাঈফ

এসো না, একসাথে করি উন্নতি
একে অন্যের প্রতি রাখি প্রীতি।
অতীত নিয়ে পড়ে থাকলে হবে?
মনের কথা বলে দাও তবে।
বলেছি তোমায় হৃদয় ভাবনার কথা
করো না, এই আকাঙ্ক্ষা বৃথা।
তুমি আমার কাঙ্ক্ষিত...

মন্তব্য২ টি রেটিং+১

মাতোয়ারা খুশবু

৩০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪০

মাতোয়ারা খুশবু
সাইফুল ইসলাম সাঈফ

চেহারা দেখলে যদি অপছন্দ হয়
সেজন্য কি পাচ্ছো খুব ভয়?
সরাও না মুখোশ, দেখতে উন্মুখ
দেখতে পেলে পাবো খুব সুখ!
জগত জুড়ে কতো সুন্দর রূপ
খুশি করে না, সব অপরূপ!
তোমার মাঝে পেয়েছি...

মন্তব্য১০ টি রেটিং+২

পরশে

২৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৫

পরশে
সাইফুল ইসলাম সাঈফ

প্রেম না হয়ে এখন কাঁদি
আবার হলো না সম্পদ-শাদি।
জ্বালা সকল বিষয়ে প্রিয় আছে
সোনালি সময় হারালে সব মিছে।
হাতে ধরা তোমার হলুদ ফুল
তুমি আমাকে করেছো একেবারে ব্যাকুল।
কী ভাবনায়, খেয়ালে খেয়ালে...

মন্তব্য৭ টি রেটিং+০

ঈদের দিন পালিয়েছি

২৮ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮

ঈদের দিন পালিয়েছি
সাইফুল ইসলাম সাঈফ

পড়ালেখা বন্ধ! স্কুলে আর যাওয়া লাগে না ভীষণ খুশি! সবাই ব্যস্ত আমি শুধু মুক্ত। কোনো কাজ নেই ঘুরি ফিরে ঘরে। খাই দাই আর কেবল ঘুমাই। এভাবে...

মন্তব্য৮ টি রেটিং+২

ঝলকানি

২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০১

ঝলকানি
সাইফুল ইসলাম সাঈফ

কোন ফুল দেখে হও বিহ্বল
কোন সুবাসে তুমি হও উচল?
কোন রঙে তুমি হও রাঙা
কী কারণে হৃদয় হয় চাঙা?
খেয়াল করেছো কী কামরাঙা ফুল?
কতো সুন্দর দেখতে যেমন নাকফুল।
পৃথক করা যায় বাতাসে...

মন্তব্য৭ টি রেটিং+১

সুন্দর রূপ

২৬ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৯

সুন্দর রূপ
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দর রূপ খানা দেখলাম না
মুশকিলে পড়লো আমার দিল খানা।
দেখার জন্য সৌন্দর্য করি কল্পনা
একা ভেবে আঁকি অসংখ্য আল্পনা।
সিদ্ধন্তহীনতায় ভুগছি যদি বলি ভালোবাসি
সাড়া দিয়ে উঠবে, দিবে হাসি?
তুমি যতোই সুন্দরী...

মন্তব্য১১ টি রেটিং+২

অন্ধকার

২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:২১

অন্ধকার
সাইফুল ইসলাম সাঈফ

আলোতে বসে আছি
যত দূর আলোকিত
তত দূর দেখি
তারপর অন্ধকার
ঘুটঘুটে অন্ধকার
কিছুই দেখা যায় না!
কারণ আলো সীমিত
খুব কম পৃথিবীতে দীপ্ত।
অন্ধকারে বসে আছি
আশেপাশে সবকিছু অন্ধকার
কোথাও কিছুই দেখা যায় না
কিন্তু...

মন্তব্য৮ টি রেটিং+২

আন্দাজ

২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৮

আন্দাজ
সাইফুল ইসলাম সাঈফ

নিত্যদিন কত কিছু করি আন্দাজ
কখনো মিলে যায়, বিচিত্র সমাজ।
কখনো হয় না ঠিক, অমিল
কখনো কখনো একাকার হয় দিল।
প্রতিদিন দেখি প্রকাশ্য প্রলুব্ধ অঙ্গভঙ্গি
কেউ করে ইচ্ছায় পেতে সঙ্গী।
অনুমান সবসময় হয় না...

মন্তব্য২ টি রেটিং+২

উঁচা মাটি

২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩

উঁচা মাটি
সাইফুল ইসলাম সাঈফ

এখন জায়গাটার নাম উত্তরা সেক্টর ১২। আগে আমরা জানতাম উঁচা (উঁচু) মাটি নামে। বিলের পাশে উঁচু জায়গা হওয়ায় হয়ত এর নাম উঁচা মাটি হয়েছে। বিল শুকিয়ে গেলে...

মন্তব্য১৬ টি রেটিং+৪

>> ›

full version

©somewhere in net ltd.