নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সকল পোস্টঃ

সে আসে

১৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩২



তবুতো সে এসেছিল, কীই বা করার ছিল বল,
যদি সে খুঁজে নিত না আসার ছল?
ছল তো সবাই খোঁজে আজ।
বাঁধভেঙে জনপদে ঢুকে পড়া স্রোতের মতন
প্রবল আবেগ সেও বিমুখ কোন প্রান্তরে...

মন্তব্য২ টি রেটিং+১

নারী

০৮ ই মার্চ, ২০২৩ রাত ৯:০৭


সে নারী, আধখানা চোখে দেখ,
বলো আধেক মানুষ তাকে-
সেও তো নিয়েছে প্রতিরোধহীন মেনে।
দুর্বল ,অবোধ, অবলা , স্বর্নলতা
জীবনের বাঁকে তার জন্যে
ওঁত পেতে থাকে অনন্ত অবহেলা,
তবুও অন্তরাত্মা জানে
শিকল-বরন-বশ্যতা মানা
শান্ত-স্নিগ্ধ-ছলনাময়ী...

মন্তব্য২ টি রেটিং+২

ছবির ফুল - ফুলের ছবি

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৪

আমার যত্নে ফুটে ওঠে তারা
যেমন ফোটে গভীর আঁধারে
নীলিমার বুকে মিটমিট করা তারা

১/চাঁদের দেশের পথভোলা ফুল চন্দ্রমল্লিকা

২।লিলি


৩। এডেনিয়াম-মরূগোলাপ


৪/ স্থলপদ্ম


৫। অফিসে যাবার জন্যে তৈরি হতে হতে...

মন্তব্য১৬ টি রেটিং+৪

সাপ

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৬


যখন তখন সাপটাকে দেখি আমি
এখানে সেখানে ঘুরছে, বেয়ে উঠছে
লিকলিকে জিভটাকে নাড়াচ্ছে।
আমি দেখি, সবসময় গ্রাহ্য করিনা
অনেকসময় হয়তো কেবল তাকিয়েই
দৃষ্টিটাকে সরিয়ে ফেলি অন্যদিকে
কেননা ওকে আমি দেখতে চাইনা।
ওকে আমি দেখতে চাইনা বলেই...

মন্তব্য৬ টি রেটিং+০

জাগ্রত বসন্ত

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০১


প্ররোচক বাতাস আবার নাচছে দেখ-
একটুকরো অরূপ আলো
শিমুলের লালে এসে থমকে দাঁডিয়েছে ঠায়
তার সংবৃত আভা চুইয়ে নামছে ,
ডুমুরের মত ফুল ফোটাচ্ছে অন্তরালে।

বাতাবি ঘ্রাণের পরাক্রান্ত মাদক
ছড়িয়ে পড়ছে স্বেচ্ছাচারী হাওয়ায়-
ক্ষীণ স্রোত আমাদেরও...

মন্তব্য৪ টি রেটিং+০

অন্বিষ্ট

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৫৯


ডানাতে এখনও স্বপ্ন পোড়া গন্ধ -
ছুটতে হবে আরও বহুদূর-
কী চাও? কী চেয়েছিলে?
আকাশের নীল মাথায় করে
একছুটে দেবে সবুজের পথ পাড়ি ?
পাওনি? ঘন দাঁতাল অন্ধকার ?
তবুও তোমার আকাশ আমাকে টানে,
হে...

মন্তব্য৬ টি রেটিং+১

অসনাক্ত

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৮

আমি অনেক কথা বলে দেখেছি তাদের সাথে,
এমনকি দূর্গম পথ নিমেষে পাড়ি দেবার
গোপন সূত্র আমি তুলে দিতে চেয়েছি হাতে
কিন্তু কেউ সেসবে বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি
বরং উল্টোদিকে এমনভাবে মুখ ঘুরিয়ে নিয়েছে-
যেন অন্য কোনকিছুই...

মন্তব্য২ টি রেটিং+০

রাজার জন্যে জীবন

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৫



সহজ তো নয় কোনকিছুই ,
জানতে তুমি - জানি আমি
চেষ্টা তবু সহজ পথে চলার
ঘাস- অরন্যে , ইট- পাথরে
পথের রেখা খুঁজে নিয়ে
পায়ের তালে পা মিলিয়ে যাবার।
ছকের মধ্যে পুরোটাই-
রাজার...

মন্তব্য১১ টি রেটিং+০

আকাঙ্খা

১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৩

কিছু কথা বাকী রয়ে যাবে তবু
কিছু সুর পূর্ন হবার আগে মিলিয়ে যাবে
অনন্ত মন্দ্রধ্বনির গহ্বরে -
পাখনার মাদল বাজিয়ে তবু কালো ভ্রমর
ঘুরতেই থাকবে ভ্রান্ত পুস্পকে ঘিরে
কী চেয়েছিল , কী চাওয়ার...

মন্তব্য১২ টি রেটিং+১

একলা ভেসে যায়

১২ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৯


কখনও কেউ তুমুল ভীড়ে
একলা হয়ে যায়।
উথাল পাতাল ঢেউয়ে ভাসা
একরত্তি জলের ফোঁটা -
ঢেউ মিছিলে সবার সংগে-
একলা ভেসে রয়।

গায়ের সাথে গা লেগে যায়-
এমনতর দেয়াল বিহীন বাঁচা
অষ্টেপৃষ্ঠে দমবন্ধ,একরত্তি...

মন্তব্য১০ টি রেটিং+৩

অন্তর্গত ধ্বনিসমূহ

১২ ই মে, ২০২২ রাত ৯:২৬


অনেকেই আমাকে ডেকেছিল-হেঁটে আসা
পথে , অনেকটা পথই তো পেরিয়ে এলাম-
সমুখের পথটুকুও হ্রস্ব না দীর্ঘ, উত্তাল না শান্ত,
উৎসবমুখর না বিষাদময় , কত কত আহবান
ওঁত পেতে আছে সবই তো রহস্যময়-
ক্রম প্রকাশের...

মন্তব্য১২ টি রেটিং+২

কবিতাময় মমতা

১১ ই মে, ২০২২ দুপুর ১:১০



হ্যাগো দিদি শুভ্রবসনা প্রিয় মমতা
দিক্-দিগন্ত-অন্তর্জালে ভাসে বারতা-
তাজ্জব দুহাতে তোমার কত ক্ষমতা!
হম্বা-কম্বা-অম্বা-বুম্বা তুমি লেখো যা-
নিমেষে অপরূপ অমর এক কবিতা
মগজ আন্ধারে জ্বালে আলো তা
হুড়- হুড়, মুড়- মুড় আকাদেমি হুম্বা
তব কবিতার...

মন্তব্য২৬ টি রেটিং+২

আত্মহনন

০১ লা মে, ২০২২ বিকাল ৫:২৪


বিপ্র কুমার বিপ্রতীপ আয়নায়
আত্মশক্তির সন্ধান পায়না বলে
শ্বাপদ অরণ্যে ঘুরে মরছিল ভীত সন্ত্রস্ত ,
সেখানে কোন ময়ুর নৃত্য তার চোখে পড়েনি,
গড়িয়ে চলা ভয়াল অজগরের শরীরে নিপুন নক্সা
তার চোখে পড়েনি, অন্ধকার...

মন্তব্য৮ টি রেটিং+৩

প্রস্থান

২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৫


মোড়ের কাছে ওই যে দেখ
চেকপোস্টটা আছে
ওইখানেতেই দাঁড়িয়ে ছিলাম-
একটু আড়াল রেখে
প্রখর রোদ, রুক্ষ ধুলোয় মিশছে শীষার গুঁড়ো,
গাড়ীর ধোঁয়া, অদর্শনেও চোখ জ্বলেছে বড় ।
তবু আমি নাছোড়বান্দা তাকিয়ে অপলকে
যদি দেখি অরূপ...

মন্তব্য১৮ টি রেটিং+৪

মেধাবী সময়

২২ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৯



অন্তর্নিহিত শূন্যতার গভীরে
সাঁতার কাটি,
কখনও প্রবল শৈত্যপ্রবাহে স্থবির, মৃতপ্রায়,
কখনও পুড়ছি চকবাজারের মত
অবিবেচক আগুনে ।
চলি -ফিরি যেন কক্ষচ্যুত কণামাত্র-
অনবধানে নিক্ষিপ্ত হয়েছি অতল গহ্বরে -
ডুবে যাচ্ছি- ডুবে যাচ্ছি , তবু
আলোকবর্ষ...

মন্তব্য১৮ টি রেটিং+৩

>> ›

full version

©somewhere in net ltd.