নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

সকল পোস্টঃ

ব্লগ ডে পূনর্মিলনী ও কিছু স্থিরচিত্র

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯



ব্লগ ডে পূনর্মিলনী তে উপস্থাপনা করতেছেন মডারেটর কাল্পনিক ভালোবাসা(জাদিদ ভাই)



আমি ও কাউসার ভাই



আমি ও কবি ব্লগার বিদ্রোহী ভৃগু দা



সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ছাদ কার্নিশে একা...

মন্তব্য৬৮ টি রেটিং+১৯

ভুল

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১২




আমার হয়ত কেউ ছিলো না,
দূঃখ ভোলার পানকৌড়িও না!
কবিতা লেখার বিশদ যে চারুখাতা,
তা ও না!
যে একজন প্রতিনিয়ত হৃদয় জুড়ে ফেলে গেছে কোমল চরন!
হয়তোবা,
অন্য গ্রহের আকাশ জুড়ে তার বিচরন!

আমি যার স্বপ্ন পুরুষ...

মন্তব্য১২ টি রেটিং+৫

সমর্পিত অন্তিম

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬





শত কোটি আলোক বর্ষ দূরের আলোকের নক্ষত্র বীথি!
জানান দাও অন্তহীন জিজ্ঞাসা নিশিতের,
ডুবে আছে যত ব্যবচ্ছেদহীন প্রলয় গহীনতর তিমিরে।


সব পিছুটানে সমাপ্তির দাড়ি টেনে
কখনো কোন পথিক জানান দিতে পেরেছে
ভবিতব্য প্রশান্ত...

মন্তব্য১৬ টি রেটিং+৪

ছায়া আলোক

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪



তাপে খরায় পুড়ে যায় সমস্ত অস্থি শিরা উপশিরা।
মগজ পোড়া গন্ধ ছড়িয়ে যায় নগরীর প্রতিটি কোণে কোণে!

ধ্রুব,
তোমার হাতেও কি ওসব ছাই চিরকুট হয়ে পৌছে?
বিরাম দিয়ে দিয়ে এঁকে যায় মগজ পোড়া...

মন্তব্য১৬ টি রেটিং+৪

কত!

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪




কতটা খুলে দিলে হৃদয় দুয়ার?
কত উন্মুক্ত হলে?
কত সময় পাড়ি দিলে?
কত গহীনে ডুবে গেলে?
তারে কাছে আসা কয়?


কত পুড়ে গেলে?
কত নীরবতা ছুয়ে গেলে?
কত সুর বেজে গেলে?
কত আঁধারের ডুবে গেলে?
বুক অবধি গহীন ক্ষয়?


দূরত্বই...

মন্তব্য৪ টি রেটিং+০

মোহভঙ্গ প্রণয়

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১





কেউ খোজে দেখেনি এই শহরের আদিম পত্র পল্লব,কিশলয়।
অনন্ত যাত্রায় কতটা ক্ষত ছিল বুকে!
চশমার অন্তরালে ঢাকা পড়েছিল গহীনতর ক্ষয়!
মোহ ভঙ্গ প্রণয়ের মত,
সব থেকেও ছিল না কিছু
কোন অজুহাত তাই আটকাতে পারেনি।
কোন...

মন্তব্য১০ টি রেটিং+১

অদৃশ্য আঙ্গুল

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২



তোমরা যারা এই শহরে গড়েছো আবাস,
ছড়িয়ে দিয়েছ অনুরনন!
এই বিস্তীর্ণ জলরাশির সম্মুখপানে দাড়িয়ে
সাজিয়ে নিয়েছো সুদীর্ঘ স্বপ্নের বুনন।
কোলাহল মাড়িয়ে রাতের গহীনে চন্দ্রবিলাসে মত্ত হও অবলীলায়।
কাঠ পাথর আর কংক্রীটের ব্যবচ্ছেদে ঢাকা পড়ে তোমাদের...

মন্তব্য১৮ টি রেটিং+১

প্রেম এবং পুরুষ

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৯



আমারে দিবে না হারাতে,
ঘোর নিশুতির গহীন অবগাহনে,
মৃত্তিকা আর আকাশের মধ্যসীমায়।

আমারে দিবে না বিলীন হতে
পৌষের শিশিরের মত,
মেঘে ঢাকা কুয়াশার মত
এক নিমিষে।

আমারে দিবে না হারাতে
অমাবস্যার চাঁদের মত,
নিভে যাওয়া প্রদীপের মত,
ফুরিয়ে যাওয়া...

মন্তব্য১৩ টি রেটিং+৩

পুরুষ

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩






আমি,
হয়তো কারো চোখে জোনাকপোকা হতে চেয়েছি।
হয়তো হতে চেয়েছি সন্ধ্যাতারা।

আমি হয়তো হতে চেয়েছি সোনালী রোদ্দুর
হয়তো কারো বুকের ভায়োলিন সুর।

আমি হয়তো প্রেম হতে চেয়েছি,
প্রেমিক হতে চেয়েছি,
কারো চোখের জল হতে চেয়েছি,
সুগভীর এক স্বপ্ন...

মন্তব্য১২ টি রেটিং+২

অনুভবে বনলতা সেন ও কয়েকটি অসংজ্ঞায়িত প্রশ্নোত্তর

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০১



বৃষ্টিস্নাত অন্ধকারে বোধের অনুনাদে
পথিক জানতে চেয়েছে ,
অন্তরের অন্তঃস্থে "প্রেম" মানে কি?

অনাদিকাল অনাহুত খরা তাপে দ্বগ্ধ হতে হতে,
তিমিরের তন্দ্রায় বিরাম দিয়ে জেনেছি,
অভিসার স্বভাব বৈরাগী, প্রণয় প্রায়োগিক।

প্রলুব্ধ আচ্ছন্নতার ঘোর নিশিতে...

মন্তব্য৪৩ টি রেটিং+৬

কবিতা : পথিক

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৩



আমি হয়তো তোমাকে অরণ্য ভেবে বসে আছি,
হয়তো ভেবে বসে আছি ফাগুনের মাতাল হাওয়া।
আমি হয়তো তোমাকে শরৎ বিকেল ভেবে বসে আছি,
হয়তো ভেবে বসে আছি শ্রাবণের অঝর ধারা।
আমি হয়তো তোমাকে কাশফুল ভেবে...

মন্তব্য২৪ টি রেটিং+৩

কবিতা: চাই এক স্বৈরাচারী

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৭


এই যে এত অচৈতন্য বাক,
অসংলগ্ন পায়চারি।
হৃদয়ের কোঠর ভীষন আন্দোলিত,
চাই একজন স্বৈরাচারী।
এলোমেলো সব বাক প্রতিবাদ,
যতসব হৃদয়ে ভাঙ্গচুর।
লৌহমানবী হয়ে পাকড়াও সব
করো বুকের সড়কে কারফিউ জারী।।

মন্তব্য৭ টি রেটিং+২

full version

©somewhere in net ltd.