![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধনী মেহেরপুর জেলার গাংনী থানার সিন্দুর কৌটা গ্রামে।
ছবি: ইন্টারনেট।
সন্তান দুরে আছে অসীম শূন্যতা বুকে
ভালোবাসায় ভরা সেই ঘরে তারা
তাদের প্রিয়মুখগুলো খোঁজে হতাশায়
স্মৃতির বীণায় বাজে শুধু বেদনার সুর।
জীবন বয়ে যায় আশা জেগে থাকে
একদিন সন্তান এসে ভালোবেসে পাশে বসে
মুগ্ধ...
ছবি: ইন্টারনেট।
তোকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতেই হবে
শুধু সামনে তাকাবি!
উপরে উঠতে গেলে শুধু সামনে তাকাতে হয়! শুধু সামনে।
তোর মা সামান্য পয়সা বাঁচাতে
রোজ ভোর হতে রাত্রি অবধি খেটে যায়। সেদিকে...
ছবি: ইন্টারনেট।
যে হৃদয়ে ছিল বেদনার নীল ধারা
তুমি এলে তাই সেখানে এখন শীতল ঝর্ণার কলতান
হৃদয়ের সবক’টা তারে সুরের ঝংকার
নেচে যায় আনন্দ চোখের তারায় তারায়।
তুমি এলে তাই
পথের ধারে বকুল ফুলের...
ছবি: ইন্টারনেট।
মানুষের কোলাহলে পাখির কুজন হারিয়েছে
ইটের খাঁচায় বন্দী মানুষ রাস্তায় বসে মুক্তির স্বপ্ন আঁকে
সারি সারি দালান বড় বড় বিল্ডিং বড় বড় স্বপ্ন
স্নেহ ভালবাসার বাণিজ্যকরণে মানুষের দাম স্ট্যাটাসে
স্ট্যাটাসের লড়াই...
ছবি: ইন্টারনেট।
বাংলাদেশের মানচিত্র কপালে আঁকা আসছে নতুন শিশু
আগমনে তার চারদিকে বাজছে সানাইয়ের করুণ সুর;
সেই সুরে মা একটু একটু করে ডুবে যাচ্ছে
হতাশার নিবিড় অন্ধকারে।
তবুও নতুন চাঁদের মত এক ফালি...
ছবি: ইন্টারনেট।
অভাবের কঠিন আঘাতে নরম ভালবাসার পিঠে
কর্কশ প্রতিধ্বনির ঝংকার ওঠে।
স্বপ্নের মৃত্যু ঘটাতে হতাশা র্স্পধা পায়।
অভাবের আগমনে নিভে যায় স্বর্গের বাতি
অন্ধকারে শয়তান এসে চুপিচুপি হাত ধরে ডাকে।
সে ডাকে...
ছবি: ইন্টারনেট।
মেঘনা নদী পাড়ি দিতে বসে আছি প্রতীক্ষায়
যদি তুমি থাকতে আমার সাথে
তাহলে ছোট এক স্পিডবোট নিয়ে
শান্ত নদীর তীর ঘেঁষে বয়ে চলতাম দুর দিগন্তের কাছে
এক শান্ত নির্জনে ।
ধূ-ধূ প্রান্তরে একমাত্র...
ছবি : ইন্টারনেট।
জীবনের বাঁকে হঠাৎ পরিচয়; আমরা দু’জনে ছিলাম মুগ্ধো
সময়ের টানে
জীবন নদীর দু’টি শাখা দু’টি দিকে বয়ে চলে
আমি আর তোমাকে খুঁজি নাকো সেই পুরান পথ ধরে
তুমিও খুঁজো...
ছবি: ইন্টারনেট
প্রিয়ার রূপের চেয়ে ক্ষমতার রূপ বেশি সুন্দর
এই রূপ যে একবার দেখেছে ভুলতে পারে না কিছুতেই।
ক্ষমতার লোভ কৃষ্ণ গহব্বরের মতো টেনে নিতে চাই সবকিছু।
জীবনের দামে যে আলোর রেখা ফুটে...
ছবি: ইন্টারনেট
ওরা এদেশের মানুষ চায় না, মাটি চায়
তাই পঁচিশে র্মাচের নীরব রাতের কালো আঁধার ভেঙ্গে
নিরীহ ঘুমন্ত মানুষের বুক তাক করে
অর্তকিতে গর্জে উঠেছিল পাকিস্থানী শাসকদের নিষ্ঠুর কামান।
ছাত্র, শিক্ষক, সাংবাদিক
সব পাখির...
এক গোধূলী বেলায় নিবিড় মগ্নতায়
একদিন খুঁজেছিলাম তোমাকে মাথাভাঙ্গা নদীর তীরে,
বহুদিন পরে খুঁজে পেলাম আমি সেই তোমাকে
ইট-কাঠ-পাথরের এই নিষ্প্রাণ শহরে।
মেঘের ঘোমটা তুলে
অপলক এক চাঁদ যেন জোছ্না ঢালছো।
সেই জোছ্নায় হৃদয়ের পান্ডুলিপি...
বসন্তের রাতে যে চোখ জুড়ে ছিলাম শুধু আমি
তোমার সে চোখ আজ আর আমাকে খোঁজেনা
অচেনা যুবকের গায়ে টাকার গন্ধ পেয়ে
সুখের আশায় ছুটেছিলে তুমি তার বুকে মাথা রাখতে
সেই কবেকার কথা !
তারপর তুমি...
ফুটপাতের কোল ঘেষে চুপি চুপি আঁধার এসেছে নেমে
ছন্নছাড়া মানুষগুলোকে ভালোবেসে
গভীর মমতায় অন্ধকার বুকে টেনে নিয়েছে ধীরে।
পায়ের তলায় পড়ে আছে সব নরম মাংসের শরীর
ঘুমে অচেতন;
হঠাৎ ভুলে পথচারী চলতে হোঁচট খায়।
তারা অলস...
©somewhere in net ltd.