![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
শুধু নিঃশ্বাস ছাড়া
___________
শূন্য কাটতে কাটতে আমাকেও কেটে ফেলো, ঘোরাও চাবুক
চামড়া কেটে ভেতরে ঢুকে যাক শব্দ ও আঘাত
ফালাফালা করে দিক কলিজা, হৃদপিণ্ড
ফুসফুস
অতঃপর
আবার ঘোরাও একটু উপরে অথবা একটু...
মধ্যরাত এখন আমার জানালায়
___________________
আজ আর দেহ খেলা নয়, রাত্রির সমুদ্রে যাব আঁধার বিলাসী হতে
তুমি তীরে থেকো, জল হইয়ো অথবা জলযান
জেগে ওঠা রাত্রিতে তুমি শিখাও শব্দের কাম
শূন্যতার সঙ্গম, সেইসব...
মিহি শ্যাঁওলা পাথরে ঘনরাত্রির দাগ
______________________...
কৈলাস ধুয়ে পাদদেশ ছুঁয়ে মিশে যাব ব্রহ্মপুত্রে
_____________________________...
স্বপ্নরা উড়তে শুরু করেছিলো
__________________...
জোছনা ও আমি
__________...
বারান্দাতে অস্থিরতা
_____________
উড়ে আসো শুভ্র ফুলের ঝরা পাপড়ি প্রাচীন পাতার দেহ ছুঁয়ে
কালাপাহাড়ের আদিম মাটির গন্ধমিশ্রিত
রাঙ্গিছড়ার সর্পিল পথ
বহুদূর পথ
আজ বারান্দাতে অস্থিরতা
চোখ মেলেছে নাম না জানা, মোহনিয়া কোমল আগুন
উড়ে আসো...
মসলিন আঁচলে জমিয়ে নিও মখমল মেঘ
_________________________...
জলপাখি ও ঢেউকন্যা আর আমি
____________________...
তার ছায়া, অন্য আলোকে
_________________...
©somewhere in net ltd.