![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি
একদিন তুমিও আমাকে ভুলে যাবে
তখন ছোট-খাটো কথাতে আর
অভিমানের জোয়ারে ভাসবেনা তুমি
ভাসাবেনা আমাকে।
আমার একাকী রাতের অস্থির এলোমেলো ভাবনাগুলো জানতে
ব্যাকুল হবেনা আর;
অকারণ আঁখিজল
গড়াবেনা চোখের কোণায়
আটপৌরে পোশাকের মতোই
অভ্যস্ত হয়ে যাবে...
রক্তের ঋণ
(উৎসর্গঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে)
রক্তের ঋণ কী দিয়ে শোধ দেবো, পিতা?
অন্তরে নিশিদিন জ্বলছে রাবণের চিতা
তোমার প্রয়াণে। জাতির কল্যাণে যে-দান
রেখে গেলে, শত সহস্র যুগান্তের অবসান-
হলেও, তোমার বাঙালি,...
ওরে অভিমানি কবি,
কার সাথে তোর অভিমান?
কার লাগি হাহাকার করে তোর প্রাণ?
তোর লাগি জাগে কত রাত-জাগা পাখি
আনন্দ বেদনা কত যায় ডাকি
কেনো তুই নিজেকে ভাবিস একাকী
তোর লাগি ভীড় করে কত সুরে গান!
বল...
কেউ ইট ভাঙে, কেউ পড়ে ইস্কুলে
ভেবে দেখ দুজনেই আমাদেরই ছেলে
দুজনের মাঝেই আছে একই শিশু-প্রাণ
তাদেরকে আমরাই রাখিনি সমান
কারো হাতে বই-খাতা, কাউকে হাতুড়ি
আমরাই দিয়েছি তো তুলে।।
চোখদুটো ঘুমে ভরা, করে ঢুলুঢুলু
চায়ে-ভরা কাপ হাতে,...
প্রাপ্তিটুকু কমই থাকুক, চাওয়া পাওয়ার
প্রত্যাশাটা পূর্ণ থাক।
মন সাগরের বালুতটে রাশি রাশি আশার
ঝিনুক ঝিলিক ছড়াক।
বৈরী-মেঘে ঝড় না উঠে, দখিন-হাওয়া
শরীর-মনে দিক দোলা,
দুঃখ-ব্যথায় মন না ডুবে, সুখে-গাওয়া
সুরের তালে মন ভোলা
হোক...
মৌলবাদ আমাদের অস্থি-মজ্জায় বদ্ধমূল হয়ে গেঁথে গেছে। আমরা অনেকেই নিজেদেরকে ভদ্র, সুশীল, প্রগতিশীল, আধুনিক, ধর্মরিপেক্ষ, অসাম্প্রদায়িক, মুক্তচিন্তা কিংবা মুক্তমনা বলে দাবি করি। আমরা যে আসলে অসাম্প্রদায়িক চিন্তা-চেতনায় বিশ্বাসী, এ কথা...
কী নিদারুণ-সত্য লিখে দিলে অকপটে, বন্ধু।
মাত্র দুটি ছত্র। অথচ গভীরতায় সুবিশাল সিন্ধু
যেনো সে কথার অর্থ। পৃথিবীতে শুধু স্বার্থের-
জন্য মানুষ হাসে, কাঁদে, কাঁদায়। নশ্বর-মর্তের
মানুষেরা স্বার্থের বাইরে কষ্টও দিতে চায়না আর
আজকাল। সুখতো...
আপন সত্ত্বা দ্বন্দ্বে বিভোর
হাজারো অজুহাত
নিজের সাথে যুদ্ধ করি
থামেনা সংঘাত।।
কোন্টা মিথ্যে, কোন্টাই বা সত্য
চুলচেরা-ব্যবচ্ছেদে এ সকল তথ্য-
না হয় বাদই দিলাম, মেনেই নিলাম
কোনোভাবে খোয়া যায়নি কয়লা;
কয়লা ধুয়েই তবে এতো ময়লা
কী করে কমে গেলো সিস্টেম লসে!
দুদক ‘ত’-সহ দন্ত খোঁজে বসে বসে
মাঝে...
অমিল
আমার নিঃসঙ্গ দিন রাত্রিগুলো
যখন কাটে বিষাদে, হতাশায়
দিন বদলের ভাবনায়
তখন তোমার সময় কাটে
ল্যাপটপে বা ট্যাবলেটে
ফেইসবুকে স্ট্যাটাস লিখে
নাহয় অলস-বিকেল দেখে
স্মার্টফোনে সেলফি তুলে
ফেসবুকে পোস্ট করে, খেলে
কম্পিউটার-গেমস্। নতুবা
টুইটারে টুইট করে...
অবুঝ-হৃদয় শুধায় ডেকে
ওরে আমার ভালোবাসা, আজো কি তুই বেঁচে আছিস?
এখনো কি প্রিয়ার লাগি নতুন গানের ছন্দ রচিস?
এখনো কি তার হেলাতে বুকের ভেতর কষ্ট বাজে?
তাহার কথা ভেবে কি...
পথে পথে নিরুদ্দেশ-যাত্রায়
রূঢ়-বাস্তবতা থেকে পালিয়ে বেড়াই,
জানিনা পথের সঠিক সন্ধান।
অনটন
পিছু টানে সর্বক্ষণ।
দু’ পা এগিয়ে পথে এক পা পিছুই,
নগন্য অর্জন, সঞ্চয় নেইকো কিছুই
ভবিষ্যতের জন্য।
প্রত্যাশারা সঙ্গ ছেড়ে চলে গেছে
অনেক...
সেই চৈত্রে দেখা দিয়েছিলে!
বোশেখেও এসেছিলে দু একবার।
তোমার তো আসার কথা ছিলো আষাঢ়ে-শ্রাবণে।
জ্যৈষ্ঠ আমার কাটলো খরতাপে,
আষাঢ় গেলো তোমার পথপানে চেয়ে,
শ্রাবণের শুষ্ক ধূলো তোমার পদস্পর্শ মাগে।
আদিগন্ত-বিস্তৃত পতিত-জমিন
প্রতীক্ষার পথ চেয়ে আছে...
কথা না বলেও কত কথা বলা যায়!
না, অবাক হবার নয়
সালাম, শফিক, বরকত, জব্বার
এরা কত কথা কয়।
শুনতে কি পাও কভূ?
এরা তো নয় মাত্র হাতে গোণা
বিশ কোটিরও বেশি লোকের
হৃদয়ে...
©somewhere in net ltd.