![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........
চিত্ত দিয়ে চিত্ত জয় ,
বিত্তরে কর পরাজয় ।
বিত্তের মাঝে সুখ থাকেনা
বিত্তেরা উচ্ছৃংখল,কোনো আইন মানেনা ।
জীবনের মানে যদি চাও খুঁজতে ,
চিত্তরে চিত্ত দিয়েই তবে যাও বুঝতে ।
নগ্ন পায়ে বিত্ত বড়ই...
তুমি বুনো ,
নওকো তুমি ঘরকুনো ।
কৃত্রিমতার ভীরে হয়ত তুমি নাজুক ,
প্রতিবাদের বাঁশি বাজে তোমার বুকের গহীনে,বাজুক ।
হও যতই বুনো ,
তবু তুমি লক্ষ কোটি সামাজিকের মুখে ছেটাও থুথু ।
মায়া মমতায় হিয়া...
তোমার প্রশংসাগুলো মিথ্যে ছিল ,
সত্যটাকে ঢাকা দিয়ে গাঢ় অন্ধকারে
চুইয়ে চুইয়ে তোমার বলা মিথ্যেই ঢুকতো
আমার কর্ণ গহ্বরে ।
তখন বুঝিনিি সেগুলো মিথ্যে ছিল ,
যখন ভালবাসায় বুদ হয়ে
আমার চোখে চোখ রেখে...
তোকে আমি খুঁজি ,\
সেই ১৫ নভেম্বর থেকে তোরেই শুধু খুঁজি ।\
সবটুকু না বুঝলেও তোকে অনেকটুকু বুঝি ,\
তাইতো তোকে খুঁজি ।\
তুই আমার ছোট্ট বাবার ছবি ,\
সেই বাবাকেই খুঁজি ।\
খুঁজি তোকেই খুঁজি...
না বললে হ্যা কে অস্বিকার করা হয়,\
তাইতো না বলনি ।\
হ্যা বললে অতীতকে হারাতে হয,\
তাইতো হ্যা বলনি ।\
এই না আর হ্যা এর মাঝে\
অতীতকে ঝুলিয়ে রেখে নির্বাক থেকেছো ,\
তুমি কথা রাখনি ।\
হ্যা...
তোমাকে দেখলে ইচ্ছে করে
তোমার বুকে ঝাপিয়ে পড়ি ,
দু'হাত দিয়ে জড়িয়ে গলা...
কাল রাতের ঝড়ে সামনের লাউমাচাটা পড়ে গেছে । আর এমন ভাবে পড়েছে যে , দেখে মনে হচ্ছে মাটিকে সে কতদিন ধরে কাছে পায় না । তাই তো অসীম মায়াময় ভালবাসা,প্রেম...
ভাবতে অবাক লাগে আমাদের অনুভুতিগুলো দিনদিন যেন আমরা হারিয়ে ফেলছি এটা ভেবে । কেউ অসুস্থ হলে আগের মত আর ছুটে যাই না তাকে দেখতে ! কারো বিপদে আমরা তার পাশে...
আজ বিকেলে প্রিয় বারান্দার এক কোনে বসে আকাশ দেখতে দেখতে পাভেলের চোখ দুটো নিজের অজান্তেই অশ্রুতে ভরে যায় । আকাশটা ঝাপসা হয়ে আসে চোখের সামনে । বাঁধ মানে না চোখের...
অনেকদিন ধরে মনের মধ্যে একটা গোপন ইচ্ছে ছিল ব্লগে আমার লেখা প্রকাশ করার । যদিও আমি লেখক নই । নিজেকে একজন লেখক হিসেবে জাহির করব ওরে বাবা সেই র্ধৃষ্টতাও আমি...
এখনও তোমার ছবিগুলো যত্ন করে মুছি,
এখনও তোমার দেয়া স্বপ্নগুলো হাত বাড়িয়ে খুঁজি ।
আজ কাল আমি পাইনা খুঁজে কোন কাজের তাল,...
গোধূলী লগ্নে পাখিরা যখন আপন নীড়ে ফেরার পায়তারা করে,
তখন এ মনটা তোমাকে নিয়ে দূর অজানায়
হারিয়ে যাওয়ার ভুল স্বপ্নে বিভোর থাকে ।...
©somewhere in net ltd.