নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনেক কথা হারিয়ে যায় কথার মাঝে নেশা ধরানো অন্ধকারে,
আমার অনেক কথা বলার থাকে
চোখের দিকে তাকিয়ে তারা চমকে উঠে অচেনা ভয়ে,...
মন কে বলি অনেক হলো এবার তুমি ঘুমাতে পারো
এবার আমি একলা হব, একলা হব নিজের মতো
এবার আমি আমার পথে...
এখানে বৃষ্টি নেই সমুদ্র ও যায় শুকিয়ে
তৃষ্ণিত বৃক্ষের মতো চেয়ে থাকে ধূলি বালি ক্ষয়িষ্ণু পাথর
এখানে সব ই টিকে আছে নিয়ে সহস্র বছরের ক্ষত...
আমার তো মরে যাবার কথা ছিলো
কংসের জলে ভাসিয়ে দেবার কথা ছিলো লাশ,
নিজেকে লুকাবার কথা ছিলো না এ কোলাহলে...
তুমি জানো কি কথা লুকানো মনে
কেন এ অসংলগ্নতা
কোন সে ব্যকুলতা প্রকাশ পেয়ে ও পাইনি চোখে...
জলে কার ছায়া কার ছায়া জলে
মাঝ দড়িয়ায় উথাল পাথাল মন কার কথা বলে
কার মুখ আঁকা থাকে জলের অন্তরে ?...
তুমি জানো এই নগরের এই উৎসবে কেন আমি একা হয়ে যায়
কেন তোমাদের এই সব গল্প হাসি আড্ডা ছোঁয়াছুয়ি এই ছলচাতুরী আমার নয়
কেন ভনিতার পরিবর্তে বেছে নিয়েছি নিরবতা...
যখন আমি দুই কি তিন মাস পেরিয়েছি
তখন থেকেই স্বার্থবাদী
তখন থেকেই খাঁমচে ধরা মায়ের আঁচল...
কোন এক জ্যোত্স্নাহীন রাতে খুব সহজে অহংকার ভুলে যাবো
ভাবি ভুলে যাবো
ভুলে যাবো খুব সহজে...
এ পৃথিবীতে কবিতা এসেছে বিরহ আর বিষন্নতার হাত ধরে
প্রেমের হাত ধরে নয়,
প্রেমের ওপাড়ে কবিতার জন্ম...
আমাদের শহরের ধারের নদী টাকে আমি কখনো পূর্ণ যৌবনা দেখিনি, কখনো নয়
না কৈশরে না শৈশবে;
সব সময় একটা শান্ত ভাব নিয়ে থেকেছে সে...
এই হাত দুটি তোমার চাই ?
ঠিক ভেবে দেখো,
এই হাত ছুঁতে চেয়েছিলো কত জন এর আগে...
আমি তোমাকে দিতে চাই একশো ফানুস
নক্ষত্র দেবার ক্ষমতা নেই আমি এক মিছে মানুষ
............................................................................
কখনো কখনো ভাবি ঢেকে যাক সব গাঢ় অন্ধকারে
সব নক্ষত্ররা ঔজ্জ্বল্য হারাক
মুছে যাক সব আলোক শিখা প্রজ্জ্বলনের আগেই...
©somewhere in net ltd.