নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রেমের কবিতা ছাড়া অন্য কোন কবিতা লিখতে পারিনি
আমার পংক্তির প্রথম শব্দ ছিলো "তুমি"
দ্বিতীয় পংক্তির পুরোটা জুড়েও তাই,...
বালু চরে ধূলোর সাগর তার ই মাঝে নিরব পাখি,
পাখি আমার একলা পাখি
অচিন গাঙ্গের কোন গাঁয়ে তুই থাকিস ?...
জলের উপর ভেসে যাওয়া ছিন্নমূল তৃণের মত
ভেসে গেছি একলা একা,
গন্তব্য কি? কেউ জানে না,...
আমি বড় দুঃখে আছি দুঃখে আছি দুঃখে আছি
এটাই বড় আমার কাছে,
আমার সব কবিতা পালিয়ে গেছে...
আমি বসে থাকতে পারি এই এখানে ঘাসের উপর
পাখিদের সাথে বলতে পারি কথা
দেখতে পারি ধান শালিকের ঘর সংসার...
আমরা এই নদীর ধারে হাত ধরেছি
এই ঘাসে বিছিয়েছি স্বপ্নাবলি
নিসর্গ জ্যোত্স্নায় ধুয়েছি শরীর...
দাড়িয়ে রয়েছি সেই কবে থেকে দখলদার সেনা র মতন
তবে দখলে নেই ঘর
স্বপ্নেরা আজো বন্ধকি চোখ দখলে রেখেছে পর,...
যদি এক বার প্রসন্ন দৃষ্টি দাও
এক যুগের দাসত্ব কাটিয়ে আমিও তরুণ হব
ফুলকে প্রিয়তমা ভেবে বুকে নেব সুবাস...
বেড়িয়ে ছিলাম যখন আকাশে তখন খট খটে রোদ
উদ্দেশ্য শাহবাগ থেকে কাঁটাবন
পথে জহিরের সাথে দেখা...
সবাই কবি হবার জন্য কবিতা লিখেছে,
আমি কবিতার জন্য কবি হই
কবিতার জন্য প্রেমে পড়ি...
আমি এখনো বলি কবিতার আসেনি সময়
আমায় কে বলে দেবে, কে জানে -
কখন তা আসে...
আছি বলে ই যেহেতু ভুলে যাও
এতোটা অনাদর অবহেলা,
কিছুটা সময় না হয় ঘুরে আসি...
আমি যে বড় বেশি মাত্রায় অসামাজিক
দোষ দিওনা তাতে পুরো টা আমায়,
যতবার গুছিয়ে হতে গেছি তোমাদের মত...
এই শহরের ভালোবাসার ইতিহাসে আমার কোন জায়গা ছিলো না
অথচ কফি হাউজ রেস্তরা পাড়ার গলি পথ সব ছিলো ভালোবাসায় চিত্রিত,
আমি একা হেঁটে গেছি শহরের বাতিস্তম্ভের নিচ দিয়ে...
মাঝে মাঝে মনে হয় গভীরে যাই
সাঁতার না জেনেই চোখ কান বুঁজে ঝাঁপ দিই অতলে
নিজস্ব যে নদীতে রেখে এসেছিলাম নিজের প্রতিকৃতি...
©somewhere in net ltd.