নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমায় জ্বালাবে যদি জ্বালাতে পারো,
দেখি কেমন জ্বলতে পারে এ দাহ্য হৃদয়
কেমন তুমি জ্বালিয়ে করো নিখাঁদ সোনা...
তুমি সমুদ্রের দিকে যাও
খোলা হাওয়ায় উড়াও খোঁপার চুল
শাড়ির রঙ্গিন আঁচল,...
আমার শত্রুদের মধ্যে সব থেকে প্রিয় ছিলে তুমি,
সব থেকে আপন ছিলো অশ্রু,
সব থেকে ধারালো ছিলো প্রেম;...
দুপুরে ভাত ঘুমে ঘুমিয়ে পড়ে এখানের অর্ধেক পৃথিবী
হালকা হাওয়ায় গাছের পাতা নড়ে খসখস
তখনো নিস্তরঙ্গ নদীতে শামুকের খোঁজে পা ভেজায় অক্লান্ত বালিহাঁস...
প্রিয়তমা, এভাবে অন্যের ঘুমের হন্তা হয়ে
আর ঘুমিয়ে থেকো না,
জান্তব অসুখে ভয়াবহ ব্যাধিগ্রস্ত আজ সমগ্র ভূগোল,...
প্রায়ই আমার দুঃখের পাশে নতুন কোন দুঃখ এসে বসে,
সুখের পাশে সুখ রাখতে গেলেই সবাই মিলে পঁচে।...
আমি ভোরের অপেক্ষায় থেকেছি
অথচ প্রসন্ন ভোরের বদলে এসেছে আগ্রাসী দুপুর,
একলা তৃণের মত আমি শিশিরের অপেক্ষায় থেকেছি সারাটি রাত...
এই সব কবি রা যুগযুগ ধরে যেসব কবিতা লিখেছে
পৃষ্ঠা ভরে রমনীর সুখ দুঃখ ব্যথা,
তুমি ওসব পড়োনা মেয়ে...
একবার শঙ্খচিল হয়েছিলাম আকাশের
একবার নদী তীর ছেয়ে উঠা কাশফুলে এলোমেলো ঝড়
একবার কদমের ডালে কাক হয়ে ভিজেছি সারাটি প্রহর,...
১.
কিছুটা শূণ্যতা আমি রেখেছি এখানে
ওরা বলে হৃদয় টা আসলে পাঁজরের ই মাঝে.....
আমি তোমার দু চোখ থেকে সরিয়ে নিয়েছি আমার দু চোখ
তবু আমার চোখের কাছাকাছি দেখি আরো দু'টি চোখ,
আরো দু'টি চোখ জেগে থাকে আমার সাথে...
কবিতার আসরে স্টেজে তখনো আলো
গ্যালারি অন্ধকার নিস্তব্ধ কুয়াশায় ঢাকা
আমি জানি শ্রোতা রা ঘুমিয়ে গেছে অনেকে...
কুকুর কিংবা কাকের মতো ই আমি সর্বভূক
তোমাদের পরিত্যাক্ত সব ভাগার আমার চেনা, সকল নালা নর্দমা।
তোমরা ফোঁটাও বিপুল পরিচর্যায় বসরার গোলাপ বিলেতি উঠোনের বাগান বিলাশ...
চিঠি দিয়ো যেন প্রতিটি সকালে নতুন করে বেঁচে উঠি একটি চিঠির প্রতিক্ষায়,
চিঠি দিয়ো, দিয়ো অলস দুপুরের নীলে উড়ে যাওয়া একা চিল
হলুদ পাতা ঝরা বিকেল,...
কথা ছিল শেষ হবে রক্ত প্রহর একদিন
একদিন রাইফেল ফেলে গিঁটার কাঁধে চলে যাবো অরণ্যের কাছে,
প্রতিটি ভোর রাঙ্গা হবে রক্তের বদলে সূর্যের উষ্ণ আভায়,...
©somewhere in net ltd.