নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ঘরে মুখোমুখি বসে
কত ঝড় ভেঙ্গে পড়েছে জানালার কপাটে
কত বৃষ্টি ধুঁয়েছে ওটার কাঁচে...
এভাবেও ফিরে আসা যায়
তুমি যেভাবে ফিরে এলে গর্বিত পায় !
প্রতারনার সব খেলা তুমি আমায় নিয়ে এককালে খেলেছো...
তোমার থেকে যখন ফিরেছি
হাত ধরিনি ঠোঁট ছুঁইনি তবু মন ছুঁয়েছি
এমন কোন বুক ভরা সুখ নিয়ে...
চারদিকে এত জল্পনা কল্পনা চাপা উত্তেজনার মাঝেও যখন তুমি আস
পাড়ার বকাটেদের সিটি দলীয় নব্য সন্ত্রাসীর লোলুভ দৃষ্টি অগ্রাহ্য করে
পথের আগ্লেয়াস্ত্র মারনাস্ত্রের সংঘাতের ভয় পায়ে পিষে...
তুমি আকাশ দেখে বলো -সুন্দর
আমি দেখি শূণ্যতা
তুমি পাখিদের ডাক শুনে বলো -সুন্দর...
তুমি আসবে বলে তাসের আড্ডা ভেঙ্গে দেই
উল্টিয়ে দেই জিতে যাওয়া দাবার বোর্ড
ছুড়ে ফেলে সদ্য জ্বালানো সিগারেট ছুটে যাই সেলুনে...
আমি শুধু আমিই হব
রোদ বৃষ্টি খরতাপে পুশবো সন্ন্যাস
বাউন্ডুলে হয়ে ঘুরবো পথে পথে অচেনা রোদে...
আর একবার না হয় পেছনে যাব
হৃদয়ের সে দাগ তো এখনো আমার আছে,
ওটা কি তোমার কাছেও পাব ?...
আর কত চোখ কান বন্ধ করে এড়িয়ে চলবে
দেওয়ালের টিকটিকি টা যে মরে গেছে
ক্যালেন্ডারে পাতা যে সব ঝরে গেছে.. সেই কবে;...
আমি কখনই বোঝাতে পারিনি নিজেকে
আমার কথা গুলো বরাবর ই বর্বর শুনিয়েছে
আমার কখনই বন্ধু ছিলো না...
ইচ্ছে ছিলো তোমার কাছে আর এক বার যাবো
একবার নয় দু বার নয় বাব বার প্রত্যাখাত হব,
ইচ্ছে ছিলো হতাশ করে মুখের উপরে...
তুমি আমায় বলেছিলে, "প্রতীক্ষায় থেকো
মিশনারি স্কুলের মাঠের কোণে
কোন এক বিকাল চার টায় আবার দেখা হবে...
পৃথিবীর যে প্রান্তেই থাকি জেনো দেখা হবে
হ্মণিকের জন্য হলেও দেখা হবে,
হয়তো চলন্ত বাসে অথবা দু'টি ভিন্নমূখী ট্রেনের সমান্তরালে একে অন্যের অতিক্রমের ফাঁকে.......
কেন আমায় আচর দিলে ই মাংস ছেড়ে হাড়ের মাঝে দাগ কেটে যায়
কেন সেখানে নখ বসে যায়
ঘায়ের হ্মত হবার আগেই এত জ্বালায় |...
©somewhere in net ltd.