নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
আজ অনেক দিন পর এখানে আসা। কি এক টানে আসলাম জানিনা, তবে পুরাতন এক ভালবাসার টানে এসেছি এটা ঠিক। এই ভালবাসা সামহোয়্যারইন এর প্রতি এবং এখানে যারা লেখেন তাদের প্রতি।...
১। আমরা কত কিছুই না করি
আমরা কত কিছুই না ভাবি
এই যেমন আকাশটা নীল?
মেঘেরা যায় কার বাড়ী?
বৃষ্টির পর রঙধনুটা কার শাড়ী?
আমরা কত কিছুই না করি
ভাবনায় ওড়ে কত পরী
বালিতে রোদ নদীর...
১। দিন শেষে
আর কি হবে বিলাসী বৃষ্টি
দৌঁড়ঝাপ রাস্তায়--- স্কুল ছুটি
আবারও কি হবে নীরব নির্বাসন
কুলকুল নদী, আম্রমুকুল
কিংশুক বিথীকায় ভ্রমরের গুঞ্জরন।
কত দিন দেখিনা তোমায়
বিবর্তনের কষ্টফাঁস এঁটে
দুয়ার...
১। এক আততায়ী বিকেল
এক আততায়ী বিকেলে দেখা হয়ে গেল...
©somewhere in net ltd.