![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ আমি,ভালোবাসি বই পড়তে,রবীন্দ্রসঙ্গীত আর কবিতা আবৃত্তি শোনতে।
দূরন্ত গতীতে ছুটে চলা সময়ের সাথে
পাল্লা দিতে গিয়ে ভূল করে কত্তবার ভেবেছি-
ঝাপটে ধরে থামিয়ে দেবো।
সে কথা দিয়েছিলো আমায়,
সাথে নিয়েই ছুটবে যেখানে খুশি।
অথচ দিব্যি সে এগিয়েই চলছে,
আমার দিকে ফিরে তাকানোর যেন
কোন...
কতদিন দেখা হয়না মুখখানা তোর,
পাসওয়ার্ড লক করা গ্যালারীতে-
কোন বদল হয়েছি কি তোর চাঁদমুখে?
বলতে পারিস ভুলে যাওয়ার মতোই দূরত্ব
দেয়াল হয়েছে হৃৎপিন্ডকে আলাদা করে,
ব্যস্ততা সেখানে অজুহাত মাত্র!
সত্যিই তোকে কখনো পাওয়া হবে কি...
অতঃপর ইহাই সত্যি-
আমি ভালোবেসেছি তোমায়।
বুড়ো বয়সে ভীমরতি ধরেছে কিংবা
উন্মাদের মলাট সেঁটে দিতে পারো গায়,
বলেছি তবু আবার বলবো-
আমি ভালোবেসেছি তোমায়।
পাওয়া না পাওয়ার হিসেব নেই কোন
কে মেনেছে কি মানবেনা কখনো
না\'হয় একটু গা...
চিকনী চামেলি,
তোমার কপালে টিপ পড়াবো বলে,চাঁদের দিকে হাত বাড়িয়েছিলাম।তোমাতেই মগ্ন আমি ভুলেই গিয়েছিলাম,বামনদের চাঁদ ছোয়ার অধিকার নেই।তাই তোমাকে আর টিপ পড়ানো হয়নি আমার।বিদায়ী বসন্তের পড়ন্ত সুর্য্যের আবছা আলোয় মুখোমুখি দু'জনে...
বসন্ত এলো কবে
আবার নাকি যাচ্ছেও চলে,
আমি কেন বুঝিনি তবে
যাচ্ছে সময় কেমন ছলে।
আবার তুমি আসবে যখন
জানিয়ে দিও আগে থেকেই,
সাঁজবো তোমার মনের মতন
পথ চাইবো সেই আশাতেই।
বসন্ত এলো কবে
আবার নাকি যাচ্ছেও চলে,
আমি কেন বুঝিনি তবে
যাচ্ছে সময় কেমন ছলে।
আবার তুমি আসবে যখন
জানিয়ে দিও আগে থেকেই,
সাঁজবো তোমার মনের মতন
মাঝরাতে চোখ যখন ঘুমের জন্য জ্বালা করে
অথচ ঘুম নির্দয়ের মতো বিদায় নেয়
তার দায় অবশ্যই তোমার নয়।...
কেউ বলে ভাই সাধু আমায়
কেউ বা বলে চোর,
এসব সবি অসম খেলা...
আজ কোন দুঃখ নেই আমার-
নেই কোন হাহাকার,
এই বেশ ভালো আছি ভালোই আছি-...
হঠাৎ করে বৃষ্টি বাবুর দমকা হানা,
তুমি আমি ভিজবো দুজন নেইতো মানা।
সারাদিনের ভ্যাপসা গরম অবশেষে,...
শুধু তোমাকেই দেখবো বলে কত্ত বাহানা করেছি -
আজ হেঁটেছি কত মাইলের পর মাইল,
বৃষ্টি মাথায় করে উদ্ভ্রান্ত ছুটেছি অনন্তের দিকে।...
কেন কাঁদিস মা নিভৃতে বল,
বিচার পাসনি বলে-
আমরা মানুষ নই'যে রে মা-...
©somewhere in net ltd.