নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

সকল পোস্টঃ

না পাওয়ার অঙ্ক

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩১

আমার কি যেন কি নেই,
হাত হাতড়ে পা\'টা খুঁজি
দু\'চোখ বুজি,
আমার কি যেন কি নেই।



নিশ্বাসতো ঝরছে ভিষণ,
তাকেইতো বলে জীবন\'
শুধু বুকের মধ্যে কাঁপন ধরায় যেটি
নাম দিয়েছে কেউ একজন হৃদয়\' বলে সেটি!

আমার...

মন্তব্য৬ টি রেটিং+২

বেলাশেষের কাব্য!

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

`কি খবর,কেমন আছিস?(ছেলে)
-`আমার খবর কি আর রাখিস!(মেয়ে)
-`তোর মেলেছে ডানা, (ছেলে)
হয়েছে নীড় বুনা,
আপনজনা নিয়েই সুখে আছিস!\'



-`নারে,পর আপন হয়না,(মেয়ে)
আপন হয়যে পর
সে এখন অচিন পাখি,
করেছি যার ঘর!
-বল্লি নাতো,তোর কি খবর?\'

\'\'আমিতো ভাই...

মন্তব্য৬ টি রেটিং+০

হৃদয় নগরীর পতন!

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১২:৪৮

তোমায় নিয়ে স্বপ্ন দেখবো বলে
আমি কতবার হয়েছি `মরফিয়াস\',
তুমি আসনি তবুও,
আমার ঘুমের স্বপ্ন রাজ্যে।


ফিরিয়ে দিয়েছি কত-জ্ঞান,মান,সম্পদ;
আমি প‌্যারিস\' তুমি হেলেন\' হবে বলে!




আজ চেয়ে দেখো:
এই মর্ত্য মানবের চোখে ঘুম নেই,
জল নেই-কাঁদার মতো!

আজ চেয়ে...

মন্তব্য২ টি রেটিং+১

নিভৃতে প্রেম

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১:২৬

দরজা কত কাল বন্ধ গো তোমার,
কড়া নাড়লাম,খুললে না;
আঘাত করলাম,তাও খুললে না;
সজোরে আঘাত করে ভাঙ্গলাম,
ভেঙ্গে গেল তোমার মন!

আমি ঢুকার অধিকার পেলাম না।


অতঃপর,তুমি আবার দরজা জোড়ালে,
আবার আটকালে হুঁক,
আমি এখন আর তোমার...

মন্তব্য২ টি রেটিং+১

হৃদয়াঞ্জলী!

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৮

আমি কারে ভাবি মগ্ন,
কার চোখে খুঁজি দিশা
আমি কার মনে বুনি স্বপ্ন,
কার বুকে ঢালি শিষা?!



আমি কার ঠোঁটে ফোটাই পদ্ম,
কার তিলে আঁকি ছবি
আমি কার কেশে ছুঁই মেঘ,
কার প্রেমে হই কবি?!

আমি...

মন্তব্য১০ টি রেটিং+২

মহাকালের যাত্রা!

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৫

এখানে সসীম জীবনের মানুষগুলো
অসীমের পথে হাঁটে,
এখানে হাতে হাত ছুঁয়ে পাশা-পাশি চলা,
তবু একলা জীবন কাটে!



এখানে মনে মনে হয় স্বপ্ন বুনা ,
জনে জনে বাঁধে ঘর!
এখানে বাবুই স্বপ্ন ভিজে বরষায়,
ঘরে...

মন্তব্য৬ টি রেটিং+৩

মা এখনো কাঁদে

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩০

আমার মা\' এখনো কাঁদে;
ঐ যে পূবের ধূলো ভরা পথ,যে পথের ধূলো উড়ে-উড়ে হারিয়ে যায় অন্তরালে,
সে পথে কার পদ ধ্বনি থেমে গেছে কালে,
কে জানে?!

ঐ রাঙ্গা পলাশের ডাল,
লাল ফুল ফুটে...

মন্তব্য৬ টি রেটিং+০

জল রঙ বসন্ত!

২০ শে জুলাই, ২০১৭ রাত ২:৪১


///////////////////////
অপেক্ষায় বেলা বাড়ে,
ঘড়ির কাটা সহস্রক্রোশ ঘুরেও বৃদ্ধ হয় না,
সূর্যটা দিক হারায় না বলে বুঝানো যায় না,গত হওয়া আর অনাগত দিনের তফাৎ!
আহ্নিকের চাকায় ভর করে বসন্ত এখানে আসে বার বার,
...

মন্তব্য৪ টি রেটিং+০

আমার আমি

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫



আমি আকাশ কাঁদলে দুঃখ পাই,
বাতাস বইলে মুখ লুকাই
ঝরে যদি সবুজপাতা চোখের জল ঝরাই!


আমি ফুল ফুটলে হাসি,
ঝরলে সে ফুল কাঁদি,
আমি শরৎ মেঘের দুঃখ নিয়ে,
আকাশে ঘর বাঁধি!

আমি রাতের দুঃখে নিরব...

মন্তব্য৮ টি রেটিং+১

আত্নার প্রেম!

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৫

ভাবিস না তুই আঁড়ালেতেই থাকি;
আমি তোর সব খবরই রাখি!



মনের দরজা বন্ধ কিসের ভুলে?
তবু কার জন্য,ও\'দরজাটা খুলে??
ভাবিস না তুই ভুলে গেসি,
হয়তো মনের ভুলে!

এখন কেনরে কাজল দিস ঐ চোখে?
তাকায় কি...

মন্তব্য৪ টি রেটিং+১

সরীসৃপ প্রেম!

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩২


ও\'রে আমি ঘাড় বাকা বলে ডাকতাম!ওর ঘাড়ের দিকটা কিছুটা মাংসল বলে নয়,হঠাৎই রেগে যাবার স্বভাব ছিল ওর।আট দশটা মেয়ের মত ওর মনভাব বুঝাটা আামার জন্য কঠিনই ছিল,তবে ওর...

মন্তব্য৯ টি রেটিং+১

প্রজাপতি দিন!

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৩

তোমার আমার কুঁড়ি-পঁচিশ,
বন্দী ছিল কিছু দিন,
ওড়ে গেছে মুক্ত হয়ে;
প্রজাপতি দিন আজো রঙ্গীন!



সিআরবি আর সমুদ্রতট,
ডিসি হিলের ভর দুপুর,
কাপ্তাই লেক,কর্ণফুলি,
দিন গুলা কি নয় মধুর!?

সানমারের ঐ ফুড কর্ণার,
দুই কামরার ছোট্ট...

মন্তব্য৩৮ টি রেটিং+৮

ভোগ!

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

তুমি আমায় অতি তুচ্ছ করো,
আবার কভু দেবতাজ্ঞানে ফুল দাও চরণে,
তুমি আমায় মন থেকে দাও মুছে,
আবার কভু লুকাও মনের গহীণে!



সাধ হলে পোড়াও কভু ,
দু’চোখের দহনে’
আবার কভু জল করে নাও,
ব্যাথা এলে...

মন্তব্য৮ টি রেটিং+৪

প্রতীক্ষার চিঠিগুলো!

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৯

আমি অনেক চিঠি লিখেছি-
সময়ের কাছে,
ফিরিয়ে দিতে মোরে \'১৯\' এর বসন্ত;
পলাশের পাঁপড়ি ঝরা শেষ বিকেল,
রাঙ্গামাটির রাঙ্গাপথ!



আমি লিখেছি চিঠি-আকাশের কাছে,
আবারও ঝরাতে সে শাওনের জল,
ফুটাতে জোৎসনা,
বেগুনি-নীলের চাদর সাজাতে আরেকবার!

আমি লিখেছি চিঠি-পবনের কাছে,
আবার...

মন্তব্য৮ টি রেটিং+৩

ভালোবাসার সুখ!

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:০১

তোমায় কাছে পাব বলে-তাড়িয়ে দিয়েছি ভোরের রঙ,
দিগন্ত মেলেছে সামিয়ানা,
সূর্য ঝরালো আলো হিজলের পটে,
শিশির গড়ালো জল হরিৎ চটে!
আসবে ভেবে তুমি:
প্রহরী হৃদয় আকাশের সাথে জুড়েছে সীমানা!



সাধ হয়;
নয়নে নয়ন রাখি,
খুঁজি :এমোন কিসের...

মন্তব্য৮ টি রেটিং+১

১০

full version

©somewhere in net ltd.