![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ফু দিয়ে সব ভালোবাসা দিলাম বন্ধু উড়িয়ে,
ধরো বন্ধু - নিয়ো বন্ধু, মনটারে আজ জুড়িয়ে;
আলতো করে ধরো বুকে, প্রেম নিয়ো গো কুঁড়িয়ে,
মনে যত বিষাদ ব্যথা, ভেঙ্গে দিয়ো গুঁড়িয়ে।
কোথায় আছো...
গাছ লাগাবো বাড়ী জুড়ে
কোনো কোণা বাদ রাখবো না,
লেগে থাকবো গাছের পিছে,
বসে আমি আর থাকবো না।
তোমার কথা শুনবো নাকো
গাছে গাছে ভরবো বাড়ী;
গাছের নামে বদনাম বললে
তোমার সাথে দেব আঁড়ি।
ফুলে ফুলে...
দিবানিশি মোহ মন্ত্র গাঁথা জীবন
চোখে স্বপ্নঘোর, আধা জেগে আধা ডুবে
আধা ঘুমে কেটে যায় ছন্নছাড়া সময়।
ছাই পাশ স্বপ্ন চোখের কিনারে বসে নিথর
গভীর ঘুম টুটে যায়, অথচ বেভোলা মন
কোন সে স্বপ্নে...
তোমরা যখন আড্ডায় ব্যস্ত, আমি লিখতে থাকি,
এ আমার দিনলিপি;
দিনের দীর্ঘশ্বাস, রাতের ক্ষয়িঞ্চু নিঃশ্বাস
লিখি আত্মদহন কথা, লিখে ফেলি মায়াবী জীবন।
কত কিছুই চলে যায় আঙ্গুলের ফাঁকে
সময় তো নিরব ঘাতক, সে...
ব্যস্ততার কাঁধে চড়েছি, সে নিয়ে যায় বিকেলের বাড়ী
মূল্যবান সময়টুকু কাজের কাছে বিকিয়ে দিয়েছি,
দিন ফুরিয়ে রাত, নিজের জন্য হয় না আর সময় পাওয়া
কর্মের নদীতে ভাসিয়ে দিয়েছি ইচ্ছেগুলো তাই।
অবহেলা অবজ্ঞা কেবল...
গুনে জ্ঞানে ধৈর্যের সীমানা পেরিয়ে নারী শ্রেষ্ট দুনিয়ায়
নারী তোমার সংসার বেঁধে রেখেছে অসীম মায়ায়;
তুমি বিছানায় বসে খাচ্ছো, ধুচ্ছো না ভাতের থালা;
তবে কেন নারীকে নিয়ে বলতে, ঠোঁটে তোমার তালা।
পুরুষ...
পাঁচ মিশালী দুঃখ, দশ মিশালী সুখ
এসব ছেড়ে ছুঁড়ে একদিন নিখোঁজ হবো,
দু\'দন্ড ক্ষণ নিজস্ব করে নিতেই
আমি নিখোঁজ হবো।
নিখোঁজ হবো ব্যস্ততার ভিড় হতে,
একদিন এক সোনা ঝরা রোদ্দুর প্রাতে
এখানে যত অবহেলা,...
একটি ডালে তুমি আমি, ফুল হয়ে যে ফুটি,
গল্পচ্ছলে নিই দু’জনা, সুখ মুগ্ধতা লুটি
বললে আমি শুনো তুমি, রাখো সকল বায়না,
হবে নাকি তুমি আমার, ভালো থাকার আয়না?
তুমি আমি এক বিকেলে, ফুলের...
ফাঁকি বাজি আর কত শুনি, আর কত নামাজ যাবে এড়িয়ে?
সারাদিন কাজের পাহাড় মাথায় নিয়ে ঘুরো,
ব্যস্ততার ফাঁকে আবার কোথাও কোথাও আসো বেড়িয়ে,
নামাজের বেলা আসলেই কাজ যায় বেড়ে,
আর নামাজের সময় পাও...
কতকাল একসাথে বসিনি, কতকাল হয়নি গল্প
এই তোদের কী সময় হবে অল্প?
চলে আয় আমার খোলা দাওয়ায়
চা খাবো বসে এক সাথে মিহি হাওয়ায়।
কত দুঃখ জমে আছে বুকে, শুনতে চাস?
ব্যথার...
বসে থাকি অপেক্ষাতে
মন পাখিরে আসলি না তুই?
রাখিস পাখি উপেক্ষাতে
বল্ না কেন আমায় নিতুই?
শরত গেল আষাঢ় গেল
কোথায় আছিস কোন সে ঘোরে?
মন যে আমার এলোমেলো
একলা আছি আলোর ভোরে।
বসে আছি পাখিরে...
তোমার কর্ম যতটুকু, দুনিয়াতে ততটুকুরই পাবে ফল,
সু কর্মগুলোর সু ফল আখেরাত অথবা অনন্তকালই পাবে,
সে কর্মফল হবে না জল,
তুমি কাউকে অবহেলা করলে, করলে তুচ্ছতাচ্ছিল্যদ,
তুমিও হারাবে একদা প্রিয়জন হতে...
ফুরিয়ে যাওয়া সময়গুলো স্মৃতির বোয়ামে রাখি বন্দি;
যদি কোনোদিন জরায় হই কাতর;
সেদিন বোতলের ঢাকনা খুলতে- মনে রাখি ফন্দি
যেদিন সময় হবে অয়োময় পাথর।
চামড়ার ভাঁজে তুলে রাখি সময়ের আয়না,
চোখের আয়নায় রাখি...
জীবনের চেয়েও বেশি কী সময়ের মূল্য,
সময়কে পিছনে ফেলে আগাতে হবে...
প্রয়োজন যা তা কি হীরের তুল্য!
সম্মুখে বিপদের বাজে বাঁশি,
তবুও কি ইচ্ছেতে গলায় পরতে হবে মৃত্যুর ফাঁসি!
চলছে গাড়ী দ্রুত, তবুও...
শরত আমার বড় প্রিয়,
শুভ্রতার কী খেলা,
পথের ধারে নদীর পারে
কাশ ফুলেরই মেলা!
আকাশ জুড়ে মেঘের ভেলা,
রাতে পূর্ণ শশি,
ইচ্ছে হলে চাঁদের আলোয়
চুপটি করে বসি!
পবিত্রতার চিহ্ন যেনো
শরত কালে উড়ে,
দমকা হাওয়া এলে বাজে
পাতার বাঁশি...
©somewhere in net ltd.