নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

সকল পোস্টঃ

তুমি আমার প্রানসখী

১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৪১


তুমি আমার প্রানসখী
আমার হ্নদয় রাগিনী
তুমি আমার প্রানসখী
আমার প্রেমের রজনী।

আপন করে খুঁজি তোরে
জনম জনম সাধনায়
মনের ঘরে রাখি তোরে
জীবন-মরন যাতনায়।

এমন করে ভালোবেসে
চাই যে তোমায় বারে বার
মনের পাখি...

মন্তব্য১ টি রেটিং+০

এই বাংলা

০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:১৪


এই বাংলার কলাপাতা সবুজে আমি হেঁটেছি প্রাণ ছুটিয়ে
বাংলার ঝিরিঝিরি বাতাসে সেরেছি সময়ের দীর্ঘ রুপালি স্নান
বাংলা আমার কৃষাণি মায়ের নাম
বাংলা আমার সন্তানের নাভীমূলের নাম
শত বছরের হৃদয় আর্তি ছেকে এই বাংলা আমায়...

মন্তব্য২ টি রেটিং+১

কবর

২৪ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪


দুনিয়ার সমস্ত উত্তাপ উৎসব সমস্ত আয়োজন সাঙ্গ করে আমার শেষ আশ্রয় হয়েছিলো কুটিপাড়ার কবরস্থানের ওই শান্ত স্নিগ্ধ নরম মাটিতে।
দিন শেষে তবু এই কবরটা ছিলো।

দুনিয়ার সমস্ত হাসি-কান্না,পাপ-পূণ্য,
যুদ্ধ -সংগ্রামের দৈনন্দিন পাট চুকিয়ে...

মন্তব্য৬ টি রেটিং+১

আজ কেউ আসবে

১৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩


আজ কোন বক্তৃতা দেবো না আপনাদের সামনে
মাউথপিসের পেট থেকে আজ কথার কোন আগুন ঝরবে না
অফুরান কথার মালা গাঁথতে যাওয়াটা আজ শুধুই বোকামি হবে।
আজ শুধু স্বল্পদৈর্ঘ্য কথা হবে
শুধু কবিতার ভাষায়...

মন্তব্য৪ টি রেটিং+১

অভ্যেসটা এখনো রপ্ত করা হয়ে ওঠে নি

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৪


হুটহাট অন্যের ইনবক্সে ঝুঁকে পড়ার অভ্যেসটা এখনো রপ্ত করা হয়ে ওঠে নি
চাঁপা-চামিলীর গন্ধমাখা গোধূলি কখন যে বিদায় নিয়েছে!
আমি এখনো হৃদয়ের গোপন ভাষা বুঝি না
আমি তো নিষ্ঠুর অবহেলা হজম করতেই ব্যস্ত...

মন্তব্য১০ টি রেটিং+৩

সব নাও মন‌ যা চায়

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৭


আরো কিছু লাগবে তোমাদের?
আর কি চাই!
এলিসি প্রাসাদ?
কয়েক হাজার নিরাপত্তাপ্রহরী?
দুনিয়ার সবচেয়ে দামী পান্না?
সব নাও তোমাদের মন যা চায়
সব নাও।

আমার যা আছে তোমরা সবটা নিয়ে যাও
যশ,খ্যাতি,প্রতিপত্তি
যদি কিছু থেকে থাকে সব...

মন্তব্য১২ টি রেটিং+১

সব প্রশ্নের উত্তর দিতে নেই

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩২


শব্দ দুষণে কান ঝালাপালা হয়ে গেছে?
চার দেয়ালে জীবনটা জাহান্নাম হয়ে গেছে?
নিজেকে কেবলই আগাছা মনে হচ্ছে?
তাহলে বেড়িয়ে পড়ুন দু চোখ যেদিকে যায়
মানুষের আবার মানচিত্র কীসের ?
কাউকে না বলে হঠাৎ দূরে কোথাও...

মন্তব্য৩ টি রেটিং+১

হেরে যাচ্ছি কিন্তু থেমে যাচ্ছি না

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৩


সফলতার গল্প নেই তাই আমার কাছে মানুষের ভীড়ও নেই,
সফল হওয়া মানুষগুলোর বাঁকা হাঁসি ভালো করেই হজম করেছি।
সমস্যা নেই
আক্ষেপ পুষে না রেখে চায়ের কাপের ধোঁয়ার সাথে চাপা কষ্টগুলো উড়িয়ে দিয়েছি,
সমস্যা নেই
হয়তো...

মন্তব্য১১ টি রেটিং+৬

আমাকে কী তোমার ভালো লাগবে?

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৮


আমি ঘুমাই দু:খ ভোলার জন্য
আমি তামাটে রোদে পুড়ি পাপ মোছার জন্য
আমি যে মঞ্চ নাটকে বাস করি
টানাপোড়েন, শোষণ, বেঁচে থাকার লড়াই
এ সব কিছু ই সে নাটকের শেষ কথা।
শেষ পর্যন্ত আমাকে...

মন্তব্য৭ টি রেটিং+৪

আমার একটা নদী থাকুক

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৩


পৃথিবীর কোন এক ছোট্ট কোণায় আমাকে একটু থাকতে দেওয়া হোক।
স্বর্গের আইন ভংগ করে আমাকে দেবতাদের প্রাসাদ এনে দিতে হবে না
আমার লাগবে না কোন বড় মঞ্চ
লাগবে না আনুষ্ঠানিকতার ঢাক ঢোল
আমার কেবল...

মন্তব্য১৫ টি রেটিং+৫

মন্দ কীসে?

২৮ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৫৮


জীবন তো একটাই
অন্যায্য অসাম্যের পদতলে পৃষ্ট না হয়ে
ভাংগা হাড়ে ব্যান্ডেজ লাগিয়ে হলেও
সূর্যমুখীর মত আবার মাথা তুলে উঁকি দিলে মন্দ কীসে?

যৌবন তো একটাই
ধূলোময় শব্দজটের এই গুমোট নগরীতে...

মন্তব্য২ টি রেটিং+১

জীবনে একটি ফুলের আগমন হোক

২১ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৫৯


জীবনে একটি ফুলের আগমন হোক
সুবাসে সুবাসে সুস্থ হোক জখমের প্রতিটি মোহনা
বিচ্ছিন্নতার উজান উপেক্ষা করে
সুবাস হোক সবল স্বতঃস্ফূর্ত স্বতপ্রণোদিত।

জীবনে একটি সত্যের আগমন হোক
ক্রোধে ক্রোধে প্রকম্পিত চোখগুলো সত্যের ছোঁয়ায় শীতল...

মন্তব্য৭ টি রেটিং+১

তবে কী আমি ই ভুল ছিলাম

১৩ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৫


সব সৃজনে সব লালনে
অভাব অভিযোগ অভিমানে
ছিলাম তোমার সবটা জুড়ে বহুবার বারবার,
শেষ পর্যন্ত বুঝলাম আমাকে শুধু পরিচিত একজন ভেবেছিলে ঘনিষ্ঠ ভাবো নি।
তবে কী আমি ই ভুল ছিলাম?

সব অভিব্যক্তি সব সংলাপে
কথা...

মন্তব্য৮ টি রেটিং+১

আমাদের ধূসর গল্পগাথা

০৭ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৩১


আমাদের কষ্টগুলোর পিছনে কোন আবহ সংগীত থাকে না
আমাদের গল্পগুলোর কোন মিমাংসিত অধ্যায় থাকে না
থাকে নিরাশার দোলায় ভেঙে যাওয়া অসম্পূর্ণ স্বপ্নের দলিল।

ছেঁড়া কাঁথার এই সংসারে আমাদেরও একদিন প্রেম আসে...

মন্তব্য৩ টি রেটিং+০

চাই না তোমাকে ঘিরে

৩১ শে জুলাই, ২০২৫ রাত ১০:৩৯


চাই না তোমাকে ঘিরে জমে উঠুক
বেশি কথা, বেশি কোলাহল।
কোন কথা নয় শুধুই ইন্দ্রিয়গুলো মেলে ধরো,
মুখোমুখি বসে
চুপচাপ শুধু আমায় অনুভব করো।

চাই না তোমাকে ঘিরে জমে উঠুক
কোন কিংবদন্তী, লোক উৎসব, লোকশ্রুতি।
কোন...

মন্তব্য৪ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.