নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

সকল পোস্টঃ

ভালোবাসা দূর থেকেই সুন্দর

১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:০৮


চাঁদ দূর থেকেই সুন্দর
হাত বাড়িয়ে এগিয়ে গেলেই ছাই রংগা মাটি দেখে হতাশ হতে হয়।
বাগানের ফুল দূর থেকেই দর্শনীয়
আবেগের ছটফটানিতে ফুল ছিঁড়ে শিল্পকলা বানাতে গেলেই দুর্গন্ধে পচে যেতে হয়।
কষ্টের...

মন্তব্য২ টি রেটিং+০

এই দেশ আমার না

২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৪


যে সমাজে সম্পর্কের মুল্য স্বার্থের বাটখারায় মাপা হয়
যে সমাজে পয়সাই সব কিছুর শেষ কথা
সেই সমাজ আমি চিনি না
এ সমাজ আমার না।

যে মধ্যবিত্ত শিড়দাড়া বেঁচে দিয়ে
যে মধ্যবিত্ত আবেগ বেঁচে দিয়ে...

মন্তব্য৩ টি রেটিং+০

তোমাদের ক্ষমা নেই

২১ শে মার্চ, ২০২৫ রাত ১:৩২


তোমরা সামান্য হেসে নাও হে শয়তানের পুত্রগণ!
সামনেই তোমাদের কৃতকর্ম অপেক্ষা করছে।
ভেবেছো গাজার অবুঝ শিশুর লাশের স্তুপের উপর দিয়ে
শান্তিময় তেল আবিব গড়ে তুলবে?
কখনো নয় !
যে আগুন জ্বালিয়েছো জায়নামাজ আর মসজিদ...

মন্তব্য২ টি রেটিং+০

দিন বদল

১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫২


দক্ষিণা বাতাসে বসন্ত আসে এখনো
এখনো ফাগুনের আকাশে নাক ফুলের মতন বিন্দু বিন্দু তারা জ্বলে
সবই হয় কিন্তু এখন আর এক সাথে চাঁদ দেখা হয় না।

সেই পথ সেই দৃপ্ত পদচ্ছাপ জেগে আছে...

মন্তব্য৬ টি রেটিং+২

এই আমি আর থাকবো না

০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৮


একদিন এই আগুনের নদীও পার হয়ে যাবে
সেদিনের সেই মাঝি হয়তো আর থাকবে না
একদিন এই বন্ধুর গিরিপথও শেষ হয়ে যাবে
সেদিনের সেই দু:সাহসিক দ্বিধাহীন মুসাফির হয়তো আর থাকবে না
একদিন এই...

মন্তব্য৬ টি রেটিং+০

ঘরে ফেরা

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৭


ভালোবেসে
এক সময়ের কাঁচা বয়স টগবগে আবেগ চকচকে ক্রেডিট কার্ড সব তুলে দিয়েছি
এই দেহের সমস্ত আলো শুষে নিতে দিয়েছি বিনা পাসওয়ার্ডে
সুখ স্বপ্ন সংসার সব তুলে দিয়েছি
আমি দ্বিতীয় কোন বিকল্প...

মন্তব্য২ টি রেটিং+০

শব্দহীন শেরপা

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৩


অনেক মানুষের ভীড়ে নিজেকে স্টোর রুমের পরিত্যক্ত জুতো মনে হলে
এসো ভীড় হতে আড়াল হই
এসো শব্দহীন এক শেরপা হই।

যে সফলতার ফিনিশিং লাইন নেই
পিঠ চাপরানো সেই বিশ্রী সফলতা থেকে
বের হয়ে
এসো...

মন্তব্য৮ টি রেটিং+২

খুব করে যত্ন নিও

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১২


ঘাড়ের কাছে সন্দেহ যতই নি:শ্বাস ফেলুক
পূর্ব হতে পশ্চিম হতে যতই হিংসা আঁছড়ে পড়ুক
চন্দ্র হতে সূর্য হতে রাগ ক্ষোভ ঘৃণা যতই নিংড়ে পড়ুক
যুক্তিতর্ক ছাড়িয়ে ১০০ শতাংশ দিয়ে নিজেকে ভালোবেসো।

অবিশ্বাসের ফাঁক...

মন্তব্য৪ টি রেটিং+১

কেউ বোঝে নি

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩২


নীল চোখের খোঁজে নেমে
ভুল মানুষের রাডারে ধরা পড়েছি
তবু চেয়েছি সম্পর্কের বোঝাপড়াটা ঝুলে না পড়ুক
কেবল সম্পর্ক নয় সংযুক্তিও চেয়েছি
যাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেছি সেই আমাকে গুরুত্বহীন করে চলে গেছে।
এক আকাশ...

মন্তব্য৬ টি রেটিং+২

কথা ছিল কথা রাখার

৩০ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৭


জনৈক মোটিভেশনাল চিন্ময়ী পুরুষ
পিঠ চাপড়ে দিয়ে নির্দ্বিধায় বলে গেলো
ভালোসতে হয় স্রোতের মতো
ভালবাসতে হয় পাগলের মত
ভদ্রলোক সকালে ভালোবাসি বলে বিকেলেই চলে গেলো।

জনৈক জনদরদী নেতা
প্রতিশ্রুতি পূরণের বড় বড় আইকনিক শব্দের...

মন্তব্য৬ টি রেটিং+২

একদিন ভালো থাকবো বলে

২৩ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৮


প্রভাব প্রতিপত্তি প্রত্যাশা সব রাফ খাতার মতন নিলামে বেঁচে দিয়েছি
সব ভার কাঁধ থেকে নামিয়েছি
একদিন ডানা ঝাপটিয়ে হালকা হবো বলে।

বুকের খাঁজে বারংবার হাতুড়ি মেরেছি
যত বেশি ধাক্কা খেয়েছি তত বেশি নিজেকে...

মন্তব্য৬ টি রেটিং+২

দেরি করে হলেও ভিড়ুক

১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৫


আমার ভালো থাকাটা কেড়ে নিয়ে যদি কেউ ভালো থাকতে চায়
ভালো থাকুক
অনেক আয়োজন করে মানুষ ঠকিয়ে কেউ যদি
শান্তি পায়
পাক।

মোমবাতির মত পুড়ে পুড়ে যদি আলোর বাণ আনতে হয়...

মন্তব্য৪ টি রেটিং+২

স্মৃতির দাবদাহ

০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫


জল জমি জংগল
সব হাত ছাড়া হয়ে গেছে
আর কিছু নেই অবশিষ্ট
শুধু কাউকে পাওয়ার ধ্রুপদী পিপাসাটাই রয়ে গেছে।

ভেতরে ভেতরে
ভাংগন ধরে সব নি:শ্বেষ হয়ে গেছে
আর কিছু নেই অবশিষ্ট...

মন্তব্য৪ টি রেটিং+০

এ লগ্ন সবুজ প্রজন্ম ফলানোর

০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:১১


হয়তো আজকের সন্ধ্যাটা গাঢ় হবে
হয়তো সন্ধ্যাটা পেকে রাত হবে
ভয় কি তাতে?
হিসহিস করে ওঠা সাপের কুন্ডলী পাকতেই থাকুক
শয়তানের দোসররা এক হতেই থাকুক
ছাড় কেনো তাতে?
৫৬ ইঞ্চি সিনা ফুলিয়ে যা করার করে যাও।

প্রেম...

মন্তব্য২ টি রেটিং+১

সুলুক সন্ধানে

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৪


মানুষ চিরদিন ই গল্প শুনতে চেয়েছে
আজ আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো,
আমি ছাপান্ন হাজার বর্গমাইলের সুলুক সন্ধানের গল্প বলবো
বলবো শিকল দিয়ে শিকল ভাঙার গল্প।

শব্দের বিবরে ধ্বনির সম্মোহনে এই গল্প মোমগলা...

মন্তব্য২ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.