নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
কার্তিকের আকাশে দেখি আজও ফণাতোলা মেঘ
দুপুর গড়িয়ে বিকেল, রাত - ছোবল মারে বৃষ্টি...
পথ, ঘাট, মাঠ আর নবান্নের সাথে
ভিজে একসা তোমার মুখ;
অথচ, একটা পরিকল্পনা ছিল আমার
নৈরাজ্যের হাটে এখনো পড়ে...
আমার নির্ধারিত কবিতাটি আজ বাদ দিলাম
কারণ, প্রায় আট মাস পর কিছু কলম
আবার ভাষা পাবে জেনে
আমিও আজ সাদা মেঘে উড়ন্ত বলাকা...
যদিও আকাশে এখন মেঘ । বৃষ্টি হচ্ছে । হোক
এক\'শ একটা...
ফুটফুটে জ্যোৎস্নার গায়ে কি কোন রঙ লাগানো যায় ?
চাঁদেরও তবু অমাবস্যা আছে, কিছু কলংকও;
যদিও ভরা পূর্ণিমাতেই তাকে বেশী পাওয়া যায়
আর সূর্য, সেতো শুধুই দিনের আলো নয়
তোমাকে পরিপূর্ণ দেখার একটা...
সাদা বকের পাখায় সাধারনত কোন কাদা লাগেনা
অথচ তারা কাদার ভেতরে মাছ ধরে
পোকা কেঁচোসহ আরো অনেক কিছু খুঁটে খুঁটে খায়
অগ্রহায়ণ মাসে গমের জমিতে সেচ দেওয়ার সময়
এবং চৈত্র মাসে খাল...
১//
কিছু মৃত্যু এমনিতেই বেওয়ারিশ
হাতের মুষ্ঠি শক্ত হলে
কেউ একজন দেখিয়ে দেয়
লাশকাটা ঘর
তোমার চোখে তবু গণতান্ত্রিক অধিকার
মিটিং মিছিল সভা সমাবেশ...
অথচ তুমি বুঝনা পঞ্চাশ রাউন্ড গুলির পর
কিভাবে নিজের গায়েও একটা লাগাতে হয়
২//
ঈশ্বর...
কাজের সুবাদেই একটা সময় অনেক জায়গায় ঘুরেছি; জেলা শহর থেকে শুরু করে উপজেলা, তারপর গ্রাম থেকে গ্রামে । কথা বলেছি বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে । সেটাও আজকের কথা নয়...
অনেক দিন পর কাওরান বাজার রাস্তার উপর দেখা
ময়লা একটা কোর্টফাইল হাতে
হেঁটে যাচ্ছিল সে,
একেবারে নুন আর পান্তার মত মুখ
সেটাও আজকের কথা নয়
মনে পড়ে পাশের একটা ঝুপরি চায়ের দোকানে বসেছিলাম...
সময় কি আসলেই চলে যায় ? নাকি
তাকে আমরা পার করে দিই অবহেলায় ?
যদিও চল্লিশ-এর আগে অনেকেরই চোখ থাকে রসগোল্লায়
কেউ কেউ তো হাতে পাওয়ার আগেই তার স্বাদ নিতে চায়
কেউ কেউ...
আমার অবস্থানকে পদদলিত করার খুব প্রয়োজন ছিল তার
তা না হলে ও নিজেকে কিছুতেই মেলে ধরতে পারছিল না, কারণ
আমি নাকি একাই এক\'শটা বোলতা হয়ে ওকে হুল ফুটাচ্ছিলাম
ও চেয়ার থেকে...
হাইরাইজ বিল্ডিং এর দিকে তাকিয়ে রাস্তা পার হওয়া খুব বিপদজনক
জেনেও লোকটি খেয়াল করেনি নতুন ব্র্যান্ডের গাড়িটিকে
যেটি প্রচন্ড গতিতে ধেয়ে আসছে তার দিকে
যদিও বৈধ-অবৈধের সাথে গতির কোন সম্পর্ক নেই
আরে,...
সত্যের মত একটা প্যারাসিটামল ট্যাবলেট
খাওয়ার আধা ঘন্টা পরই নিশ্চিন্ত ঘুম,
চলছে মিটিং, মিছিল, বক্তৃতা, স্লোগান
আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না দেব না...
কতক্ষণ আর এভাবে ঘুমানো যায় সুজন ?
প্যারাসিটামল...
ইদানিং তুমি আমাকে খুব করে বাঁচিয়ে রাখতে চাও
সবুজ গাছের ফাঁক গলিয়ে মুখের উপর হঠাৎ সূর্যের উত্তাপ এসে পড়লে
তুমি বলো - ঘরে যাও সোনা
সূর্যের উত্তাপ তোমার একদম সহ্য হবে না
অথচ...
ছোট বেলা থেকেই অংকে কাঁচা আমি, কী করে যে
ইকোনোমিক্স-এ ভর্তি হওয়ার সাহস পেয়েছিলাম,
তা ভাবলে এখনো অবাক হই !
অথচ ব্যবসা করার জন্যে ইকোনোমিক্স পড়াটা মোটেই জরুরী না
কারণ সে সময় যেসব...
বন্ধুর জন্য এখনো আমার খুব মায়া হয়; তোমরা তো জানোনা
যেদিন আমার কোন আশ্রয় ছিলনা, শরনার্থী হয়েছিলাম; সেদিন
ও আমাকে থাকতে দিয়েছিল, খেতে দিয়েছিল, হাগা-মুতের জায়গা দিয়েছিল...
অথচ আজ অবধি সেভাবে...
কেউ কোথাও কোন আগুন জ্বালেনি
কিংবা পুড়িয়ে ছারখার করে দেয়নি কোন জনপদ
তবু একজন বার্তা দিয়ে বলে গেল -
পুড়ে যাচ্ছে এই শহর, গ্রাম, নদী, বন্দর, খেয়াঘাট...
তারপর সবাই চিৎকার করে বাইরে বেরিয়ে...
©somewhere in net ltd.