![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তুমি ভালবাস আমায়
শুধু এ কারণে পালাতে চাই
তোমার যোগ্য আমি নই
তাই ভয় যদি পেয়েও হারাই
পালাতে চাই....
তোমার কাছ থেকে আরও দূরে
পালাতে চাই
বাঁধতে চাইনা তোমায় এই সুরে
পালাতে চাই ।।
জড়াতে আমায় কেন চাও
হৃদয়টা...
এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে০
সে কথা কি কোনদিন
কখনো কারো মনে পড়ে।।
তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়।
ভাবেনা তো কেউ তারে
চায় কি না চায়।
ফুলের প্রাণে পাখির গানে
কত না আশা রয়...
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার ।।
কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আসি বারেবার
ফেরারী...
প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায়
হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই,
হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই।।
রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়,
আনন্দ হাসিমুখ, চেনা চেনা...
কখনো জানতে চেওনা
কী আমার সুখ, কী আমার বেদনা
তুমি কখনো দাওনি মালা
…কেন দাও কাঁটার জ্বালা
ঢেউ গুনি তীরে বসে বসে আমি
আজ স্মৃতির ঘাটে একেলা
তুমি কখনো রোদেলা নীলাকাশ হয়ে যাও
কখনো শ্রাবণ মেঘলা
কখনো জানতে...
অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবি-দাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া
মুহূর্ত যায় জন্মের মত, অন্ধ জাতিস্মর
গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি, বিস্মৃত অক্ষর
ছেঁড়া তালপাতা, পুঁথির পাতায় নি:শ্বাস ফেলে হাওয়া
এই নশ্বর...
লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম
ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে, দেখে
সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
স্কুল বাসে...
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুচরে
ঢেউয়ের সাথে নেচেছি
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে...
আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়।।
সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন
কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন
দিন...
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবি দেখি তা না-না-না।।
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে,
কি জাত হবা যাবার কালে
সে কথা ভেবে বল না।।
ব্রাহ্মণ...
ওরে ছেড়ে দিলে সোনার গৌর
খেপা ছেড়ে দিলে সোনার গৌর
আমার আর পাব না, আর পাব না
তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দিব না (২)
ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
খেপা ছেড়ে...
দৃষ্টি প্রদীপ জ্বেলে
খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো
মনে পড়ে যায় ।।
এ জীবনে তুমি ছাড়া
আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে ফেতে চায় ।
কেটেছে বিনিদ্র রাত একা একা
বেদনার বালুচরে মেলেএক্ছি পাখা
তুমি হীনা এ জীবন...
এ জীবন হারিয়ে যায়
কত হতাশার ছায়ায়,
কষ্টের কোলাহলে
দিন এভাবে কেটে যায়।।
শুধু বলেছি ফিরে এসো
ভেবে নিয়েছি হৃদয়ে তুমি আছো।।
এ জীবন হারিয়ে যায়
কত হতাশার ছায়ায়…..
জানবেনা বুঝবেনা তুমি
একার ভিরে এই আমি,
ক্ষমার পর থাকবে না...
সে তাঁরা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
তুমিতো বলেছ শুধু
তোমার সুখের কথা।
আমি অনেক পথ ঘুরে
ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে
তোমার পথের দেখা পেয়েছি
আর হৃদয়ের মাঝে
তোমায় কাছে আমি চেয়েছি
আজও হলোনা বলা
আমার না বলা...
এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে
সকাল বিকেল বেলা
কত পুরোনো নতুন পরিচিত গান
গাইতাম খুলে গলা ।।
কত এলোমেলো পথ হেঁটেছি দু’জন
হাত ছিল না তো হাতে
ছিল যে যার জীবনে দু’টো মন ছিল
জড়াজড়ি একসাথে ।।
কত...
©somewhere in net ltd.