![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
অবকাশ লগ্নে বসে ভাবি নিরালায়
শূন্যে বেঁচে রয় নারীকুল এ ধরায়।
পূর্ব পশ্চিম দশ দিক ঘুরে
আপন আবাস তার পাবেনা খুঁজে।
জন্ম লগ্নে কত শত কালো মুখ তার তরে
সে হতেই অবহেলায়...
হে বলবান হও তুফান
ঝটপটে যাও ময়দানে,
দুশমনের শির চিন্হ কর
মানব মুক্তির প্রয়োজনে।
__________হাফেজ_আহমেদ।
মায়ামোহ অহরহ স্বার্থের ভুবনে
নাহি মিলে ঢের কভু মহাচরাচরে
সংখ্যা ক্ষয়িষ্ণু হয় তার জননী বিনে
বাকি আছে যত মায়া টের বরাবরে।
মাতৃ নীড়ে উষ্ণ ভীড়ে ভোরের স্বপনে
নিশিতে নিন্দ্রায় শিশু নহে দরাদরে
মোমের...
লোহার শিকড়ে বেঁধে এ মুক্ত পাখনা
বক্ষ বেঁধে ঐ উদ্দাম রজ্জুর বাঁধনে
কক্ষে রুদ্ধ কপাট নয়ন ও মহনা
স্বাধীনতা দেবে নাকি কর্জের কাপনে।
পাপী হাসে, সতী ফাঁসে, রোদনে নয়না
দেখেছি রুধিতে সাধু...
পৃথিবীতে ভালোবাসা আছে
আমি চিনেছি তাকে চিনেছি,
আমি পেয়েছি তাকে পেয়েছি
আমি এঁকেছি মনে তার ছবি এঁকেছি।
সে আমায় পাগল করেছে
সে আমায় আদর করেছে,
আমাকে আপন করে নিয়েছে
মায়ার বাঁধনে বেঁধেছে
স্বপ্ন দেখেছে, গর্ব...
চেয়েছি মা তোর বুকে থাকতে
পারিনি মা পারিনি,
সুখের খোঁজে প্রভাসে আমি
দুঃখ আজও ছাড়েনি মা ছাড়েনি।
তুমি আমার স্বর্গ "মা"
তুমি তো কাছে নেই,
স্বর্গ বিনে রয় কি কোথাও
শ্রেষ্ঠ সুখের ঠাঁই?
বাবু তোর আরামে ঘুমোয়
বুকে আর...
হে মানব..! কিসের এত বড়াই..?
এই বাড়ী তোর নয়,
আয়ু তোর ক্ষয় হয়,
দুনিয়ার বুকে তোর নেই ঠাই, নেই ঠাই।
নিত্য কত ধান্দায় কত রোজগার,
গড়লি কত অন্ধমায়ার বেড়াজাল,
সব-ই তো হয়ে যাবে বেহাল,
যেমন ছিল...
জনম দুঃখিনী মাগো আমার
তোমায় মনে পড়ে,
তোমার কথা ভাবতে আমার
বক্ষ, ধমনি নড়ে।
তোমার কোলে, শৈশব ফুলে
যে সুখ তুমি দিলে,
দুনিয়ার যত মায়া মাগো
তোমার মায়া অতলে।
প্রানবাজির সেই সাহস মাগো
কে দিল তোমায়?
এত মায়া, এত...
সপ্তরথী স্বপ্নের সোনালী ছোঁয়ায়
উত্তাল হৃদয়ের উন্মাদনায়
জেগেছে আজ নব আহলাদের ঢেউ,
হৃদয় গুন্ডির প্রতিটি নিঃশ্বাসে
চলছে তার ছলছলানি।
কৃষ্ণচূড়ার ডালে পাখিদের গুঞ্জনে
রং তরঙ্গের সাথে ঝরনার মিতালিতে,
উড়ো উড়ো বাতাসে আজ
উড়িয়ে দিলাম সেই রং।
সাজের বেলায়, রবির...
হৃদয় তোরণদ্বারের প্রতিটি
পরতে পরতে ঘেরা
তোমার অনুরাগের সিক্ত আবরণে,
যেখানে নেই কোন যুক্তি কিংবা
বাস্তবতার স্পর্শকাতর।
চারিদিক জুড়ে শুধু তারকারাজি আর
পুষ্পকলির পুষ্পিত রূপেরঘটার
প্রকম্পনে কম্পিত উন্মাদনার মাঝে
ভেসে উঠে ঝলমলে একটি ছবি।
তোমার মিতালিতে কানায়...
দেহ বল, আত্মার বল
মনোবল শ্রেষ্ঠ বল
শতদল নহে বল
নিজ বল সম্বল
অদল-বদলে কোন্দল।
জলধির জল, ঝরনার জল
ভিন্ন ধারার জল
বৃষ্টির জল, অমৃতফল
আঁখির জল, বেদনার জল।
ফুল ফলের বল
বৃক্ষ ফুলের বল
জল বৃক্ষর বল
সাগর জলের বল
হে সাগরের...
অাজকের পৃথিবীতে আমরা যা কিছুই ভোগ করছি না কেন, তার প্রতিটি জিনিসই কারো না কারো অতি শ্রমের বা ঘাম ঝরানো কষ্টের ফসল।
প্রতিদিন সকালে আমি বা আপনি ঘুম থেকে উঠে...
আমি কত শত পথ জমিয়েছি পাড়ি
জীবনের প্রয়োজনে,
বসে নেই আজও
থেমে নেই মম হিয়া।
যাচ্ছে ক্ষয়ে মোর পাওনা
জীবন ঘণ্টাঘর অকাতরে,
এগোচ্ছি কালজয়ী সত্যের তরে।
বক্ষ দগ্ধ হয়ে আজ ভস্ম হয়ে যায়,
শিহরণ কম্পিত হয়ে উঠে ভাবনায়।
মিছে...
©somewhere in net ltd.