![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“স্তব্ধ সময়”
......................
কোথা থেকে হঠাৎ এসে
আলতো করে মিষ্টি হেসে
... বললে তুমি কি যে,
... বুঝতে পারিনি যে!
কি যেন এক মোহন টানে
ফ্যালফ্যালিয়ে তোমার পানে
... চেয়ে থেকেছি যে,
... বুঝতে পারিনি যে!
কেমন যেন খেই...
“চিরকুমার বচন”
......................
ভাবনা আমার মনের কোনে
উথালপাথাল ঢেউ,
কেমন করে মুক্তি পাবো
বলবে নাকি কেউ?
কত মানুষ বিয়ে করে
একের পরে হালি,
তারপরেও ঘুরে বেড়ায়
নিয়ে পরের শালি!
ডেটিং করে সেটিং করে
কাঠ বাদামও খায়,
কখন আবার এদিক ওদিক
কোথায়...
“ফুল বালিকা”
......................
ফুলের মত ফুল বালিকা
ফুলের গোছা হাতে,
পথের ধারে ছুটে বেড়ায়
সকাল দুপুর রাতে।
তুমি যখন পড়বে জ্যামে
গাড়ি সারি সারি,
দেখবে তারে কেমন করে
ছুটছে তাড়া-তাড়ি।
একটি...
“জুড়ে থাকো প্রিয়া”
......................
ওগো মোর প্রিয়া,
শোন মন দিয়া।
দূরে নয় জুড়ে থাকো,
হৃদয়ের কাছে ডাকো।
ছেড়ে নয় গেড়ে থাকো,
হাতে হাতে হাত রাখো।
পাছে নয় কাছে থাকো,
ভুল বুঝে ভুলো নাকো।
তবে তো ভালোবাসা
হয়ে যাবে টাইট,
এলেবেলে কথাতে...
“চোখে চোখে প্রেম”
......................
আমি তো লুট হয়েই গেছি
দুটি চোখের মাঝে,
এখন আমার মন বসে না
অন্য কোন কাজে।
যখন আমি যেথায় থাকি
যেদিক পানে চাই যে,
অমনি সে চোখ...
“তবুও মায়ের মুখ”
......................
বুকের মাঝে ঘাই মেরেছে
বিঁধে আছে তিরের ফলা,
ফিনকি দিয়ে রক্ত ঝরে
ব্যথার কথা যায় না বলা।
আজকে কেন বারে বারে
পড়ছে মনে মায়ের কথা,
কেমন করে গোপন করি
আমার বুকের কষ্ট ব্যথা।
সুদূর গাঁয়ে...
“আমার বিশ্বকাপ কাসুন্দি”
......................
পত-পত করে উড়িছে পতাকা
আমিও আছি সাথে,
আরামের ঘুম কামাই করিয়া
দেখছি খেলা রাতে।
সকালে অফিসে মাথা দুলাইয়া
খুব ঝিমাইতে থাকি,
হেলিয়া দুলিয়া নানান কাজে
দিচ্ছি দিয়ে...
"বনফুল ও টব"
... ... ... ...
ও বনফুল
নাম কিগো তোর
আছিস কেমন বল?
এঁদো পথে
থাকবি কেন
আমার সাথে চল।
থাকবি সেথা টবের পরে
খুব যতনে আমার ঘরে
... শীতল ছায়ার মাঝে।
ঝড় বৃষ্টি রৌদ্র...
“ধন্য তুমি নারী”
......................
মায়ের মায়া
শীতল ছায়া
আবেগ ভরা ভারি,
ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি নারী।
বোনের আদর
দারুণ কদর
নেয়যে হৃদয় কাড়ি,
ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি নারী।
প্রিয়ার চোখে
স্বপ্ন এঁকে
দেই...
বই এর নামঃ প্রেম, প্রকৃতি এবং ..।
লেখকঃ আবদুল্লাহ আল মামুন
ধরণঃ কাব্যগ্রন্থ
স্টল নম্বরঃ ৫৮১, ৫৮২, ৫৮৩
“পাগলী মা”
......................
আলো ছায়া দেখে দেখে,
গভীর রাতে থেকে থেকে,
... কুত্তা ডাকে ঘেউ।
পাগলীটা আজ মা হয়েছে বাপ হয়নি কেউ।
কুত্তা কি যে খাচ্ছে চেটে,
রাতের আঁধার কেটে কেটে,
... যাচ্ছে শোনা ভেউ।
পাগলীটা...
যখন আমি মূর্খ ছিলাম
করে যেতাম সকল কাজ,
বিদ্যা পেটে ঢোকার পরে
বেড়ে গেছে অনেক লাজ।
এখন আমি হয়ে গেছি, অনেক বড় শিক্ষিত,
তাইতো এখন বিনয় করে, বলি...
“চেতনা-চেতনা হরেক চেতনা
চেতনা হয়েছে বাসি,
চেতনার কথা বলব কি ভাই
খুক খুকিয়ে কাশি।
অলিতে গলিতে চলিতে চলিতে
চেতনা হয়েছে বেশ,
চেতনা দিয়ে যাতনা পেয়ে
যাচ্ছি হয়ে শেষ।
ওরে আমার চেতনাধারী
তোর চেতনা থামা,
না হয় দেখিস মুখের উপর
ঘসেই...
“সন্ধ্যা যখন আসছে নেমে,
দৃষ্টি আমার যাচ্ছে থেমে,
আকাশ পানে চেয়ে।
মেঘের দেশে রঙের মেলা,
সাঁঝ আকাশে করছে খেলা,
রঙের ছটা পেয়ে।
নাও ভাসিয়ে নদীর...
"রাত হয়েছে অনেক বেশি
ডাকছে নাকো পাখি,
কেমন করে এমনি ভাবে
একলা জেগে থাকি।
মনের ঘরে দিচ্ছে উকি
মনের মলিন কথা,
গহিন কোনে স্বজতনে
দিচ্ছে মৃদু ব্যথা।
কি করেছি, কি করিনি
ভাবনাগুলো এসে,
যাচ্ছে নিয়ে মনটাকে আজ
অনেক দূরের দেশে।
সুখের স্মৃতি-দুখের...
©somewhere in net ltd.