নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

সকল পোস্টঃ

মোনাজাত

০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১১:০৭



শূন্য হস্তে নত শিরে তুলেছি দু\'হাত
প্রভু তোমার পানে
তুমি অন্তর্যামী, শূন্য হৃদয় পূর্ণ করে দাও।

চাই করুণা তোমার
এ পাপী যেন আমরণ
তোমার জিকিরে থাকে অবিচল।

যে ধনে নেই নূর তোমার
তা যেন না ছোঁয়...

মন্তব্য৪ টি রেটিং+২

আমার অবসর কবে, কোথায়?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭


ছবি- নেট।

আমার স্বপ্ন-শখের গাছগুলির পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে
সবুজ সমুদ্রে, চারিদিকে সবুজের ঢেউ
শুধু আমার নাম অঙ্কিত গাছটির বেলা অস্তমিতের পথে
তবে কি সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি?
অথচ সহস্র স্বপ্ন-শখ অপূরণ...

মন্তব্য৩ টি রেটিং+১

তুই যদি--

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩০


(ছবি-নেট)

তুই যদি বৃষ্টি বিলাসে এভাবে হারিয়ে যাস
আমি তবে মেঘ হবো
বৃষ্টির বিন্দু হয়ে নামবো ধরায়, তোকে ভিজিয়ে দিতে।

তুই যদি রোজ সকালে শিশির বিন্দুতে তোর হাতের আলতো ছোঁয়া দিস
আমি তবে...

মন্তব্য৪ টি রেটিং+০

তোমার সাথে

২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০২




ছবি-নেট।

হারিয়ে যেতে ইচ্ছে করে- তোমার সাথে
ঠিকানাবিহীন এক অচিন পুরে।

সেখানে সবুজ বনের পাহাড় থাকবে
পাহাড়ের বুক চিরে বয়ে চলবে নদী
শেষ প্রান্তে এসে সৃষ্টি হবে অপরুপ এক ঝর্ণা।
পাহাড়ের মুগ্ধতা শেষে দেখা...

মন্তব্য৩ টি রেটিং+২

আল কোরআনের পথে

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫৫


(ছবি-নেট)

আল কোরআনের কথা যারা শুনবে
আল কোরআনের কথা যারা মানবে
আল কোরআনের আলোয় যারা জীবনটাকে গড়বে
রাসূল তাদের দিদার দিবে রোজ হাশরে
রাসূল তাদের জামিন হবে শেষ বিচারে।।

নবীন তুমি আর থেকো না ঘুমে
আল...

মন্তব্য০ টি রেটিং+১

এক ডজন কলম

২৬ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৪০


(নেট থেকে)

আর কখনো মা বলবে না-
"খোকা বের হচ্ছিস?
দশটার আগেই আজ ফিরবি
তোর বাবা তোর প্রিয় রুই এনেছে
এক সাথে খেতে বসবি"

ছোট বোন নীরুমা আর কখনো বলবে না
"ভাইয়া, আসার সময় কলম এনো
একটি...

মন্তব্য০ টি রেটিং+১

সমাজতন্ত্র ও গণতন্ত্র!!

১৪ ই জুলাই, ২০২৪ সকাল ৭:০১


(ছবি, নেট)


আজকাল প্রচন্ড বিপ্লবী হতে ইচ্ছে করে
একজন খাঁটি সমাজন্ত্রের সৈনিক হয়ে রাজপথে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করে
অধিকার চাই, ভাতের অধিকার।
প্রতিদিন ছিন্ন পোশাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করা বৃদ্ধকে দেখে, ইচ্ছে...

মন্তব্য১ টি রেটিং+০

স্মৃতিগুলো একদিন মেঘ হয়ে

১২ ই জুলাই, ২০২৪ সকাল ৯:০৫



(ছবি- নেট থেকে)

স্মৃতিগুলো একদিন মেঘ হয়ে
তোমার মনের আকাশে ভিড় জমাবে
তুমি চাইলেও পারবে না মেঘ সরাতে
বৃষ্টি হয়ে তোমাকে ভিজাবে।

স্মৃতির চাপা কষ্টে আজ আমি বড় ক্লান্ত
একাকী এ বিরহ যন্ত্রনা আর...

মন্তব্য৮ টি রেটিং+২

জোয়ার এসেছে

২০ শে জুন, ২০২১ সকাল ১১:৪০


ছবিটি সেন্টমার্টিনের হুমায়ূন আহমেদের সমুদ্র বিলাস এরিয়া।

ব্লগে প্রতিযোগিতার আয়োজন দেখে সত্যিই নাচতে ইচ্ছে হচ্ছিল তাই দেরি না করে নাচতে চলে এলাম।
প্রতিযোগিতা সব সময় চমৎকার কিছু প্রাপ্তি যোগ করে আমার বিশ্বাস...

মন্তব্য১ টি রেটিং+২

রঙ্গ

১২ ই জুন, ২০২১ সকাল ৮:২৫


ছবি, গুগল।

এ এক আজব জায়গা
রঙ্গ রসে ভরা
সাহস করে কেউ চোর ধরিলে
সাধুর বেশে সবাই!
এদিক ওদিক একটু দেখে
আস্তে বলে- বেশ করছো ভাই!
ফের যখনি নামবে তুমি
সঙ্গে নিবে আমায়।

দুইদিন যেতেই চিত্র?
পাল্টে হল...

মন্তব্য২ টি রেটিং+১

যদি ভুল করি

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪২


ছবি, মধুসিং নাটকের একটি দৃশ্য।


যদি ভুল করি
ফুল দিয়ে ভেঙ্গে দিবো তোমার অভিমান
গান গেয়ে মুছে দিবো, তোমার চোখের কোণে জমা জল।

নীল শাড়ি দিবো এনে, নীল টিপ দিও কপালে
হাতে দিও রেশমি...

মন্তব্য৭ টি রেটিং+২

জ্যোতিষীর মুখোমুখি একদিন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৮




দিন দশেক আগে এক হাফ সেলিব্রিটির একটি লেখা পড়েছিলাম, তিনি সেই লেখায় বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছিলেন নিজের জীবনে প্রমাণিত কিছু ঘঠনার, বলছি জ্যোতির্বিদ্যার কথা! তিনি নাকি দেশ-বিদেশের বেশ...

মন্তব্য১৬ টি রেটিং+১

আর কতকাল চলবে এমন?

০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৯



তোমরা যখন করছো হিসেব
এই টাকাতে-
চলবে ক\'দিন?
দু\'মাস, নাকি-
আরো কিছুদিন?

আমি তখন জানালা ধরে
তাকিয়ে দেখি-
অদূর ঐ বালুর মাঠে
একটি নারী একটি পুরুষ
কি যেন কি তুলছে তারা
আপন মনে।

জানি,
তুলছে তারা বুনোশাক
হলে বেশি...

মন্তব্য৪ টি রেটিং+১

গল্প: সড়ক

০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৮




শাহপুর কেন্দ্রীয় মসজিদ থেকে ফজরের আযান ভেসে আসছে \'আসসালাতুল খইরুম মিনার নাউম\' (ঘুম থেকে সালাত উত্তম), অনেক মুরব্বি মুসল্লি ইতিমধ্যে মসজিদে চলে এসেছে, অনেকে ওযু করছে, কেউ কেউ...

মন্তব্য৪ টি রেটিং+৩

গল্প: এক‌টি নীল শাড়ি

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৭




বিথী, আজ তোর কি একটু সময় হবে, কথা ছিল। ক্লাস শেষে বের হতে হতে শফিক কথাগুলো বলে বিথীকে।
- কতক্ষণ?
-- এই ধর, ঘন্টা দুয়েক।
- দুই ঘন্টা! এত সময় ধরে...

মন্তব্য৪ টি রেটিং+৩

full version

©somewhere in net ltd.