![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে জীবন অনাহুতের তাতে ক্ষনিকের চাকচিক্য
আজীবন আয়নাঘর।
খুচরো হিসেবের খাতায় তুলে রাখি বুকের ক্ষত,
চোখের প্রেম।
রুদ্র ঝলমল দিনে যে দেওড়িতে ঝড় তোলো
সে বাতাস হাহাকারের।
আধেক প্রণয় নাহয় হতো
তবু...
বাঁধন টা আরও একটু শক্ত করে বেঁধে দাও
যেনো মৃত্যু এসেও ছুঁয়ে যেতে না পারে।
প্রিয়জন হারানোর আর কোনো ব্যাথা আমি নিতে চাই না।।...
••••••
(এটুক অন্ধকারে যদি আলো ছুঁতে না পারো
তবে কেনো শুধু শুধু এক রাত্রির...
আলো ভয় পাই বলেইতো
এই অন্ধকারটা আমার..
বুকে ভর দুপুরের শূন্যতা...
.
সুখ পাথরে হৃদয় কেনো পোড়াও
মন ভেজাও গহীন অরণ্যে...
আরেকটা দীর্ঘ দুঃস্বপ্ন
কুয়াশার বুকে ছোট ছোট আয়নাঘর
মাদুরে রাখা মুগ্ধতার জলছবি...
শ..
সন্ধা নামার আগে তোমার নিঃশব্দে চলে
যাওয়া মনে করিয়ে দিতো...
ফিকে ছাই রং স্বপ্ন ধূলো উড়িয়ে যায়
বাতাসে ভাসে মাদকতা
এই নাগরিক জীবন আয়নার ওপারে নিস্তেজ দাড়িয়ে থাকে,...
এমন অনেক হিসেব আছে যেগুলো সহজেই মিলে যায় আবার কিছু হিসেব মিলাতে গিয়ে খুব অবহেলায় জীবন থেকে সুন্দর সময়গুলো হারিয়ে যায়|
খারাপ অধ্যায় টা ঘর বাঁধতে শুরু করে জীবনের...
যদি মরে যাই আসছে শীতে,
তুমি কী একা জেগে কাটিয়ে দেবে এমন দীর্ঘ রাত ?
পরপারে একসাথে যাবার মিথ্যে দিব্যি ভুলিয়ে দেবে না তো...
গল্প গুলো জমে জমে মস্ত এক দেয়াল হয়ে গেছে,
এপারে কবিতা ওপারে তুমি!
ভুল উচ্চারণে না হয় কবিতার ভাজ খোলা যায়...
ক্ষমা করো হে ঘুম দেবী আরো কিছুক্ষণ জেগে থাকতে দাও, আমি অনন্ত কাল জেগে থাকতে চাই..
দু চোখে তৃষ্ণা নিয়ে বসে থাকতে চাই মৃত্যুর ওপারে! আমায় কি দিয়ে ভুলাবে, ফেরাবে...
তখনো রোদ ছিল বৃষ্টির অপেক্ষায়
তুমি আমি বিপরীত পাশাপাশি।
একদা হেঁটে চলে গেল পড়ন্ত বিকেল...
আঁধারের একটা মায়াময় রূপ আছে, নিতান্তই সাদামাটা।
হাজার মুগ্ধতায় জড়ানো নিবিড়তা,
যা তার একান্তই নিজের।...
বদলে যেতে চেয়েও বদলাতে পারিনা আমার আমিত্ব কে!
হয়ত বহু বছর আগেই শেকল ভাঙ্গার গানে লুকিয়ে ছিল
পাঁজর ভাঙ্গার শব্দ।।...
©somewhere in net ltd.