নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই খুঁজিয়া ফিরি নিজেকে ততই শূন্যতা।

বাউলা সন্ন্যাসী

বলিব কি? নিজেরেই চিনিনা নিজেকে।।।

সকল পোস্টঃ

তুমি আছো নীরবে

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:২২




আমার কল্পনায় আজো তোমার বসবাস,
কালোরাঙা শাড়ি
তাতে নীলের ছোপ কাটা বাহারি ফুলের বাস;
তোমার দুধে আলতায় রাঙানো শরীরে বেশ মানিয়ে যাবে।

আমার নিউরনের প্রতিটি অনুরণনে তুমি আজও অনুরণিত
তোমার লাজুক হাসি
এখনো আমার...

মন্তব্য৭ টি রেটিং+০

পরাস্ত প্রেমিক

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৩




সময়, অনেকটাই চলে গেছে
সে এখন বৃদ্ধ, অতিশয়
হয়তো তার চুল দাঁড়িতে পাক ধরেছে,
কখনো কখনো তাকে আমি রবি ঠাকুরের মত দেখি
আবার কখনো কখনো শরৎ বাবু;
সবই কল্পনায় দেখি।

বৃদ্ধ সময় যখন আসে স্বপ্নও...

মন্তব্য৩ টি রেটিং+০

অসামাপ্ত পত্র

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪১




এখন তুমি কেমন আছো কোথায় আছো?
ভালো আছো নিশ্চয়?
দিনগুলি যায় মাস গুলি যায় দুঃখ কেটে বছর পার
আমার খবর কেউ রাখেনা আর

কেউ বলেনা অশ্রু কেন দুচোখ ঝরে পড়ছে বেয়ে
কেউ জানেনা একলা ঘড়ে...

মন্তব্য১ টি রেটিং+০

অনুনয়

২৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৬




আমি আর একটিবার তোমার মুখোমুখি দাঁড়াতে চাই,
ফেলে আসা সব পঁচে যাওয়া স্মৃতি মুছে
আর একটিবার মেয়ে তোমায় খুব ভালবাসতে চাই;
সময় হবে কি তোমার আরও একটিবার?

কত কিছুইতো ঘটে আমাদের অজান্তে
যান্ত্রিকতার ব্যস্ত...

মন্তব্য৩ টি রেটিং+৩

ভালবাসা বিক্রয় হবে

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:১১



এইতো আর কিছুকাল পরেই
দেয়াল লিখনে বা সাইনবোর্ডে লেখা থাকবে,
"আপনার সাধ্যের মধ্যে ভালবাসা বিক্রয় হয়।"
নতুবা বড় করে লেখা থাকবে,
"এখানে স্বল্প মূল্যে ভালবাসা ভাড়া দেয়া হয়। "।
ভাল-বাসা নয় কিন্তু
শুধুই ভালবাসা।
চমকে গেছেন...

মন্তব্য৪ টি রেটিং+০

বালিকা আমার সর্বনাশ

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১৯




আমি আজ নষ্টদের ভিড়ে ভিড় করেছি
নিজের নামের শেষে লিখেছি অভাগা,
বালিকা, তোমার প্রেমে পড়াটাই ছিল আমার বড় সর্বনাশ।

এখানে, এই বিভৎস সব মানুষেদের মাঝে
আমি আর গান গাইতে পারিনা
আমি আর আমার প্রেমের...

মন্তব্য১৭ টি রেটিং+৩

জাগো বাঙালী জাগো

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৫২




আমি কখনো ভাবতে পারিনি বাঙালী কাঁদতে জানে
আমি কখনো দেখিনি বাঙালী কাপুরুষের মত পলাতে জানে,
বাঙালী জন্মেছ একখণ্ড অগ্নিকান্ড হৃদয়ে ধারণ করে
তিতুমীরের রক্তে জন্মেছ তুমি
ক্ষুদিরামের খুন শিরায় উপশিরায় নিয়ে।

জন্মেই তুমি বড় হয়েছ...

মন্তব্য৯ টি রেটিং+২

কাব্যাচি

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৩





...

মন্তব্য০ টি রেটিং+১

অতলস্পর্শী দিঘী

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৬





আহ! কি অসম্ভব সুন্দর ও চোখ দুটো তোমার মেয়ে;
যেন স্বচ্ছ জলের অতলস্পর্শী দিঘী,
বড্ড চেয়ে থাকতে মন চায়
মুগ্ধতায় মুগ্ধতায় অপূর্ব সব মুগ্ধতায়।

পৃথিবীর সব মায়া যেন শুষে নিয়েছে
বড়ই মায়াবী যাদুতে ভরা!
কি আছে...

মন্তব্য৬ টি রেটিং+১

প্রীতিলতার জন্য কান্না

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৪



প্রীতিলতা,
এখন তুমি কেমন আছো?
যে মানুষটাকে খুব গভীর ভাবে ভালবেসেছিলে
তাকে ভুলে ভালো থাকতে পারছো?
ভিতরের সব হাহাকার আজ আমার
গুমরে ওঠে, ভিতরেই তার দাফন।

প্রীতিলতা,
তুমি কি জানো, গত দেড়টি বছর আমার কেটেছে কিভাবে?
আমার...

মন্তব্য০ টি রেটিং+০

কে তুই ঘাতক পিশাচ?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৭



আমার মুখের গ্রাস কেড়ে
ক্ষুধায় অন্ন জোগাস কেরে,
কে তুই ঘাতক পিশাচ
ভাগ বসাস, আমারই স্বাধীন মানচিত্রে;
কে তুই ঘাতক পিশাচ
ভাগ বসাস, আমারই খাবার থালিতে?

উত্থিত শিশ্নের জোয়ারে
ক্ষত বিক্ষত হয় কুমারীর সুখ;
লজ্জায় অবনত প্রিয়ার মুখ,
কে...

মন্তব্য৩ টি রেটিং+০

অন্ধ চোখে রক্ত জ্বলে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭



কেউ বলেনি কেউ বলেনি রক্ত লেগেছে কিসে,
শুধু আমিই দেখেছি অন্ধ চোখে
রক্ত লেগেছে বুকে
রক্ত লেগেছে মায়ের জঠরে, প্রিয়ার যোনীতে
হারামীর বাচ্চা চোখ খুলে দ্যাখ
রক্ত লেগেছে মানবের অন্তরে।
জাতপাত সব নেড়ে নেড়ে গন্ধ...

মন্তব্য৭ টি রেটিং+২

অভিষাপ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৯



আমি একটি শিশুর হাত ধরে হাটছি সূর্য সন্তানের মত
ঐ দিগন্তরেখা ছুঁয়ে যাব তাই,
শিশুটির দুষ্ট-মিষ্ট হাসিতে এতই মায়া;
স্বর্গের হৃদয় মাখনের চেয়ে অধিকতর কমল হয়ে যায়।
হঠাত আমি খেয়াল ফেলে দেখি
দিগন্তরেখা ছুঁয়ে ফেলেছি,
আমার...

মন্তব্য১ টি রেটিং+১

প্রশান্তির গল্প বলো

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৫



একটা গল্প বলবে আমায় সুকন্যা?
বলোনা প্লিজ,
ঐ যে হারিয়ে যাওয়া সুন্দর সোনালী দিনের গল্প
বা মেঘ রোদ্দুর এক চিমটি বৃষ্টির।
আচ্ছা থাক, বেশ কষ্ট যদি হয় তবে,
তবে সহজিয়া কোন হাসি খুশির গল্প
সুর বাঁধানো...

মন্তব্য১০ টি রেটিং+১

ব্যাকুলতা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৩



অনেক সাধ করে মেহেদি পাতাগুলো তুলেছিলাম
তোমার হাতে আল্পনা আঁকব বলে,
অনেক সখে এই লাল বেনারশি কিনেছিলাম
তন্নতন্ন করে পা দুটো অবিশ্রান্ত ছুটিয়ে;
তোমায় সাজাবো মনের মত করে,
মেহেদি পাতা সব শুকিয়ে গেছে
ও বেনারশি আজও...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.