নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম! কবিতা বিদ্বেষীরা দূরে থাকুন!

মোঃ সুমন রানা

অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!

সকল পোস্টঃ

আড়ালে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

যতই করি না ভুল
ভাঙি অঙ্গীকার অগোচরে,
তুমি আমার কম্পিত হৃদ স্পন্দন
বলো, হৃদয় ছাড়া কি কেউ বাঁচতে পারে?

যতই হই আমি আড়াল
খেলে যাই অভিমানের লুকোচুরি,
তুমি প্রিয় পুষ্পের বুকে জমানো মধু
বলো, মধু ছাড়া কি...

মন্তব্য০ টি রেটিং+০

সুখ খুঁজি

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮

তোমরা যখন হাসো,আমিও তখন হাসি!
ওই হাসির মাঝে এই হাসি হয় লীন,
ক্ষতি কি বলো? এই তো সুখের
কাটুক না হয় এমন বন্দনায় মোর দিন।

আমি ঘুরি, এখানে-ওখানে,পথের বাঁকে বাঁকে
দেখি তোমাদের সুখের কেনা-বেচা,
সুখ! সে...

মন্তব্য১ টি রেটিং+০

আমাকে খুঁজি

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৩৪

আমাকে খুঁজি আমি কুয়াশার ভিড়ে
প্রভাতের রাঙা রবি,কাক ডাকা ভোরে,
খুঁজে ফিরি সন্ধ্যার আলোকের মায়ায়
নিশীথের গহীন আঁধার নির্জনতায়।

আমি দেখি আমাকে,ভাবি অতীত
কি ছিল হবার,আর কি হচ্ছে এখন!
এমন করে বদলে যাবো ভাবি নি
এখন আমি...

মন্তব্য৫ টি রেটিং+০

নিবেদন

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩২

ছিনিয়ে নাও সেই অধিকার
তোমাকে ভালোবাসি বলে ডাকার,
আমি এই শব্দটির দাবি পূরণে অক্ষম
তাই চুপিসারে পালিয়ে যাওয়াটাই ভেবেছি মোক্ষম।

ছিনিয়ে নাও সব বর
আছে যা কিছু স্থাবর-অস্থাবর,
আমি চাঁদের কলঙ্কের কালিমা কালো
তোমায় ভুলে ঘুরবো পথে...

মন্তব্য১০ টি রেটিং+১

চামচিকা

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮

পথে যেতে চামচিকা লাথি মারে পায়
পিছু ফিরে চাই শুধু,মৃদু স্বরে হাসি
সোজা পথে ফিরতে পা মেলে হাঁটি
চামচিকা নাচে সুখে,জয় গীতি গায়।

চামচিকা বুঝবে না করুনা কোথায়?
দেখে সব হই চুপ,কেন ক্ষেপি না?
প্রতিবাদের ঝড়...

মন্তব্য৪ টি রেটিং+০

অচিন আমি

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪২

হৃদয় খাঁচা রহস্যপুরী
এই ভেবে তাই দ্বিধায় ভুগি,
এক মনেতে কত সত্তা!
কত রঙে কোথায় পুষি?

তিলে তিলে মারছে কেহ
পাপের বানে দুবায় তরী,
কেহ আবার হাত বাড়িয়ে
তীরের সোপান দিচ্ছে খুঁজি!

কেহ চপল সাজায় ভোরে
কেহ পাপী ভরদুপুরে,
সাঁঝের...

মন্তব্য১ টি রেটিং+০

বেলা

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

এখন থামার সময় এসে গেছে
অনেক উড়েছি,অনেক দিয়েছি দোলা
শান্ত পবনে কিংবা অশান্ত হাওয়ায়
ভুলে গিয়েছি বক্ষে গাঁথা মোর সুতা

মেঘের গায়ে দিয়েছি প্রণয় ছোয়া
অনেক লুকোচুরি হলো তো রবির সাথে!
বিহঙ্গদল ধরলো কত যে দোস্তি
ভুলে...

মন্তব্য১ টি রেটিং+০

যশ বাবু

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৯

ধরণীর যশ বাবু কয় পিছু ডেকে
ধর মোরে পার যদি ধরা দেবো না রে,
দূর হতে দেবো দেখা কাছে পাবি নাতো
ফুল ভেবে খাবি হুল এঁকে দেবো ক্ষত।

বাহু ডোরে চাবি যবে আঁধারে হারাব
দিবালোকে...

মন্তব্য৪ টি রেটিং+০

হজরত

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১:১৩

বলিলেন ধরা কুল শিরোমণি হজরত,
শোন শোন হে সকল প্রিয় মোর উম্মত,
তোমার কর্ম,আমার কর্মে যত হবে কাছাকাছি
শত বিপদ আর কষ্ট তোমার সাথী রবে পাশাপাশি,
জীবন হবে কয়েদখানা,অভাব রাজপথ
কণ্টকময় হবে গো সখা জীবনের...

মন্তব্য৩ টি রেটিং+১

লোকটা আমি

১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৭

লোকটা আমি ভীষণ বোকা
নিজের ভালো বুঝিই না,
পথটা বরে সবার তরে
আপন আবাস খুঁজিই না।

লোকটা আমি ভীষণ বোকা
তিক্ত কোথায় রাগিই না,
কুটিল মুখের টিটকারীতায়
হেসে কর্ণ পাতিই না।

লোকটা আমি ভীষণ বোকা
নকল হাসি হাসিই না,
সুখের...

মন্তব্য১ টি রেটিং+১

অব্যাক্ত ভালোবাসা

০৯ ই মার্চ, ২০১৭ রাত ২:০৯

এ কেমন ভালোবাসা?
হে প্রেমিক,ঝরা বৃক্ষের পত্র পিপাসায়!
কেন খুঁজ নি\'ক তারে হেমন্তের ধান গন্ধে?
কেন স্মরণী শীতের ভরা পূর্ণিমায়?

আমি খুঁজেছি গো তারে আলোক-আধাঁরে
আমি খুঁজেছি তারে ভাদ্রের অঝোর ধারায়,
অবেলায় যবে পেয়েছিনু তারে ঘটে
পর...

মন্তব্য৪ টি রেটিং+২

কাব্য

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৪

কাব্য,তুমিও বিদায় দিলে আমায়!
শুধু তোমায় নিয়েই তো বাঁচতে চেয়েছিলাম।
সবাই যখন চলে যাচ্ছিল এক এক করে
আমিতো তোমার কাঁধেই মাথা সপেছিলাম,
তুমি আলতো করে মাথায় হাত বুলিয়ে বলেছিলে,
আমিতো আছি,যাব নাকো কভু দূরে।

কাব্য,তুমি জানো?
শুধু...

মন্তব্য৪ টি রেটিং+০

চন্দ্রাবতী

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১৬

হে চন্দ্রাবতী,
আজকের এ রাত শুধুই তোমার-আমার
আর কেউ যেন না থাকে এ প্রাতে,
আমি দেখব তোমায় বিভোর হয়ে
লাজ ভুলে শুধুই চেয়ে থেকে অপলকে।

আমি ভুলে যাব সব খেলা
স্বার্থের আছে যত শত মোহ মেলা,
আমি...

মন্তব্য১ টি রেটিং+১

রোমন্থন

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৬

আমি পারিনা মানতে কভূ কোন ক্ষনে
তুমি নেই প্রিয়, তুমি নেই,
শ্বাসরোধে হাহাকার,প্রাণে তোলে ঝংকার
তুমি নেই প্রিয়,তুমি নেই।
মনে পরে প্রিয় হারানো অতীত
কত ক্ষনের কত কথা,
তোমাতে আমাতে শত দ্বন্দ্ব
দিগন্তে ছুটে চলা।
কথায় কথায় কথা...

মন্তব্য০ টি রেটিং+০

মুসলিম

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

ইসলাম মোর প্রাণের স্পন্দন
কোরআন মোর সই,
মুসলিম আমি,আল্লাহর দাস
তাগুদের সাথী নই।

নাই কভু কোন আপোষ বাতিলে
নাই কভু পাপে সন্ধি,
আসলে আস শান্তির ছায়ে
নেব বুকে ভুলে দ্বন্দী

দেব সপেঁ প্রাণ,শ্বাশত পথে
ধ্বংসে আনিব তাজ,
বিজয় কেতন উড়াবো...

মন্তব্য০ টি রেটিং+২

full version

©somewhere in net ltd.