নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

সকল পোস্টঃ

গল্প: "গল্পের গল্প"

০৯ ই মে, ২০১৭ রাত ৩:৩৯



- এই শুনছো, শোন না।
রাহা খুব আদুরে গলায় সামিকে ডাকল।

আজ ছুটির দিন। এক কাপ কফি হাতে সে টেবিলে ল্যাপটপ নিয়ে বসেছে। চারপাশে গাদা গাদা বই খাতা স্তুপ করা।...

মন্তব্য৬২ টি রেটিং+১৪

মিথ্যেবাদী মন

২৫ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৪২



সেদিন যখন তুমি প্রশ্ন করলে \'কেমন আছ?\'
আমার ভেতরটা চিৎকার করে বলল \'আমি ভালো নেই, ভালো নেই, ভালো নেই।\'
তবু ঠোঁটে মিষ্টি হাসি এঁকে বললাম \'এইতো আছি বেশ।\'
তুমি একবার আমার চোখের...

মন্তব্য৬০ টি রেটিং+১১

স্রোতস্বিনী নদী আমার

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩১




মন আমার নদীর স্রোত, বয়ে চলে নীরবে
আলোড়নহীন, নিরবধি
তাতে পিনপতন নীরবতা, চরাচর স্তব্ধ।

তুমি সুমুখে দাঁড়ালে ঘটে যায় মহাপ্রলয়
শান্ত স্রোত রূপ নেয় সাগরের বিশাল ঢেউয়ে
তলদেশে ঘূর্ণিঝড় বয়
প্রাণঘাতী সুনামির সৃষ্টি হয়
তীরের সবকিছু...

মন্তব্য৭১ টি রেটিং+৭

হয়তো আবার দেখা হবে

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৩:৪৫



হয়তো আবার একদিন দেখা হবে তোমার আমার
হয়তো তখন আমরা শেষ বয়সে, দিন গুনছি চলে যাবার।
হয়তো শেষ সময়ে পার করছো ক্লান্ত বিকেল
হয়তো সব হারিয়ে ভাবছো মনে একাল সেকাল।
হয়তো ফুটপাতের ধার...

মন্তব্য৬০ টি রেটিং+৭

\'That\'s All I Wanted\'

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৩



It is not like that I cannot travel alone,
I just wanted you to sit beside me and
Accompany me on the ride.
It is not that I cannot cross the...

মন্তব্য৪৮ টি রেটিং+৯

নব্বই এর আনুষঙ্গিক (স্মৃতির পাতা থেকে)

১২ ই মার্চ, ২০১৭ সকাল ৭:০৩



যখন আধো বোলে কথা বলতে শিখি তখন মা ক্যাসেট রেকর্ডারে আমার ভয়েস রেকর্ড করে বাবাকে পাঠাত। সে অনেক অনেক আগের কথা। আজকালকার ছেলেমেয়েরা অবাক হয়ে চোখ বড় বড় করে...

মন্তব্য৩০ টি রেটিং+৭

গল্প: "তবুও ভালোবাসি"

০২ রা মার্চ, ২০১৭ রাত ২:১১




দূর থেকে নীলা হেঁটে আসছে। লম্বা ছিপছিপে দেহ, গায়ে একটা ধূসর রঙের কুর্তি। মেয়েটার গায়ের রঙ শ্যামলা তবুও এই রং ভালই মানিয়েছে। সব গল্প-উপন্যাসের নায়িকা হয় স্বর্গের হুরের...

মন্তব্য৬০ টি রেটিং+৮

পরের জন্ম

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪০



পরের জন্ম বলে যদি কিছু থাকে
সে জন্মে আমি তোকে চাইনা
ঘুনাক্ষরেও না।
আমি মন থেকে বলছি
তোর দিব্যি করে বলছি
আমি সত্যি তোকে চাইনা।

সে জন্মে আমি তোর ছায়া মাড়াবোনা
তোকেও দেবনা কাছে...

মন্তব্য৬৫ টি রেটিং+৬

সাম্য খুঁজে ফিরি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০১



কী করে আমি প্রেমের কবি হলাম!
আমি তো লিখতে চেয়েছিলাম সাম্যের কথা।
ইরাকী সভ্যতার নির্মম ধ্বংসস্তুপ,
ফিলিস্তিনের রিফিউজির আতংকিত মুখ
সিরিয়ার ভিটাছাড়া মানুষের দিশাহারা চোখ
আর হিরোশিমার কংকালসার বালকের কথা।
ধর্ষিতা তনুর...

মন্তব্য৫৫ টি রেটিং+৪

তবে কেন এলে!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২



ঈশ্বর বুঝিবা তোমায় সৃষ্টি করেননি
শুধুমাত্র আমার জন্য।
তবে কেন মিছে জীবনে এলে
কেন সব উলটপালট করে দিলে
আমিতো বেশ ছিলাম একা একা।
কোন কষ্ট ছিলনা, ছিলনা বিরহ যাতনা
ছিল শুধু অল্পবিস্তর একাকীত্ব।
তুমি সে...

মন্তব্য৪০ টি রেটিং+১

ডায়েরীবন্দী অনুভূতি

৩১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৩২


অনুভূতিগুলো কবিতা হয়ে
খাতার পাতায় ভেসে বেড়ায়
ইচ্ছেগুলোও তুচ্ছ শব্দ হয়ে
ছোটাছুটি করে পাতায় পাতায়
তারা আজ ডায়েরীবন্দী।

আবেগগুলো পথ খোলা পায়না
সুমুখে তাকাবার
স্বপ্নেরা আর ঠাঁই পায়না
দু\'চোখে বারবার
তারা আজ করেছে সন্ধি।

ব্যথারা এখন মাথা উঁচু...

মন্তব্য২৩ টি রেটিং+৪

মা জননী (স্মৃতির পাতা থেকে)

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০



১৯ জানুয়ারি (২০১৫) রাত ৮টায় মাকে অপারেশান থিয়েটারে নিয়ে যায়। গলব্লাডারে ছোট ছোট অনেকগুলো পাথর। ইমেডিয়েট অপারেশান করতে হবে। যখন মাকে হসপিটাল গাউন পরিয়ে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছিল আমার...

মন্তব্য২৩ টি রেটিং+২

বৃষ্টি ও জোছনার গল্প

১২ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৭



দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায়না। যখন খুব ছোট ছিলাম, গ্রামে থাকতাম। সন্ধ্যা হলে ইলেকট্রিসিটি চলে যেতেই চাঁদের আলোয় বাড়ির সব বাচ্চাকাচ্ছা মিলে লুকোচুরি খেলতাম, দৌড়াদৌড়ি করতাম। তখন মনে হত...

মন্তব্য৫২ টি রেটিং+৮

নস্টালজিয়া

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৭


মরনে ভয় নেই, এ তো অবশ্যম্ভাবী, সবচেয়ে স্বাভাবিক
বাকি সব তো ক্ষণিকের মায়া
তবু লোকে ভয়ে মরে, ছাড়তে নারাজ মায়ার দুনিয়া।

আর ফুটপাতের চায়ের টঙে শীতের সন্ধ্যা জমবেনা
লেকপাড়ে বন্ধুরা মিলে হবেনা চুটিয়ে আড্ডা...

মন্তব্য১৫ টি রেটিং+৩

টিক টক টিক টক

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ ভোর ৫:২৪



আমার হৃদয় ঘড়ি থমকে আছে
বহু দিন ধরে।
সেদিন আবার তোমায় দেখলাম
মাঝে কত শত দিন কেটে গেল।
হেঁটে যাচ্ছিলে দ্রুতপদে
একগাদা ফাইল হাতে।
দোপাট্টায় তোমার মুখ ছিল ঢাকা
দেখেছি শুধু চোখ দুটো
টানা টানা কাজল আঁকা,
গভীর...

মন্তব্য২৭ টি রেটিং+২

full version

©somewhere in net ltd.