![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আবৃত্তির লিং-https://youtu.be/RtV9I4XEUeM
কবিতা একটা চিন্তার জায়গা
যেমন মাঠ ছাড়া সফল হয় না
তেমন ভাবনা ছাড়া কবিতার
রূপ লাবণ্য ছোঁয়া যায় না;
কবিতার নিখুঁত চক চকে
একটা অস্ত্র আছে যেটা দ্বারা
খুনও হয়- খুন থেকে বাঁচাও যায়-
ন্যায়...
আবৃত্তির লিং- https://youtu.be/_CKAOBYzq0w
অনুভব মরণের পরে প্রজাতন্ত্রে
বুঝি ঘাসেরাই খুব খেলা করে;
রোদ দুপুর নাই-দর্শক ঘাস ফড়িংরাই!
ঘরে ঘরে কেমন করে ছুটে বেড়ায়।
চাঁদের প্রেমে গণতন্ত্র বেশ- তারা রাই
ভাল বুঝে, কত ধানে- কত চাল;
তবুও...
আবৃত্তির লিং - https://youtu.be/eOCut2mLGS8
সেদিন গভীর উপলব্ধি করলাম-
মেঘের কাছাকাছি থেকে আর
কিছু ধুলি বালি ঘাসের সাথেও-
তারা মৃত্যুকে খুব ভয় পায়;
মৃত্যুর আহা জারি শুনে কোন
কর্ণপাত করে না কারণ রক্তে
ভেজা ক্লান্ত মন নাকি তাদের-
কর্ণপাত...
মাটি আছে- দেহ নেই
ফসল আছে- মাঠ নেই
ডোল আছে -ধান নেই
জ্ঞান আছে- ব্যবহার নেই;
চোখ আছে- বলেই অন্ধ
ঠোঁট আছে- বর্ণমালা বন্ধ
মুখ আছে- বলেই শুধু গন্ধ!
দেখো শূন্য -মেঘে উড়ন্ত;
প্রণয় আছে- বলে অভিনয়
জীবন মানেই-...
আবৃত্তির লিং-https://youtu.be/JlMX3g2Y3KU
সময়ের ট্রেন খুব দ্রুত চলছে
মানুষ মানুষের গন্ধটা ভারি হচ্ছে-
স্কুল কলেজ বন্ধ! নৈতিকতা
মেলার দুর্গন্ধ নেই শুধু নিষ্পাপ জ্বালা
ধন্যবাদ নাকি অনুরাগ; বুঝা বড় মুশকিল।
অথচ এভাবে বছর পর বছর চলছে
সময়কে আর...
আবৃত্তির লিং- https://youtu.be/6IZe9HuzvVM
আকাশ বরাবর মিছিলে কৃষ্ণচূড়ার ছড়াছড়ি;
প্রতিটা সময় জানি মাহেন্দ্রক্ষণ মনে হয়েছিল!
রঙকরা তুলের আচড়ে দেয়ালে দেয়াল লেখন
জেনো স্নিগ্ধময় স্মৃতিমাখার সবুজ পট- এখনও
ভেসে যায়- জলছুট মেঘের মোহনায়- মোহনায়।
দুমোঠ কথাও হয়নি শুধু...
আবৃত্তির লিং- https://youtu.be/4uLpkiWp_pI
উঠনের জমি
কতটুকু বা চাষ আবাদ করেছে “সে”?
রঙিন আকাশে সখের ঘুড়ি খুব উড়াছে “সে”
ফসলি জমির
ভাবনা কতটুকু বা ভেবেছিল কি “সে”?
কথা ফুরে...
আবৃত্তির লিং- https://youtu.be/TRrK7i6jbSs
এক মাঠ সরিষা ফুল দেখে দেখে
মনের খুসি কেমনে উড়াই!
উচ্ছলায় সরিষা তেল-মন্দা রাখি ভার;
হলুদ পাখিরা সবে গান শুনায়!
চিৎকার করে বলে রাজা ফিঙে-
কাউন চাষের জমি গেলো কথাই
অথচ মন্দার চোখে তিলের...
আবৃত্তির লিং- https://youtu.be/6JAv9P3FKVA
আকাশ মুখি প্রেম আমার
সেতো চাঁদ ছোঁয়া আঁধার নয় কি!
তবু কতটুকু কাছাকাছি-
এই স্পর্শ ছুঁয়া আমার;
অথচ কেউ দেখে না- না
উড়ে যাচ্ছি চোখের সামনে
তারপরও আমাকে ছুঁইতে পারে না
ঐ তারা খুব কাছের...
আবৃত্তির লিং-https://youtu.be/ZrI4hOhclSk
মাঘের গায়ে ভয়ঙ্কর
শীত উষ্ণ মনোভাব!
তবু কি- কাটবে না যত সব
আতঙ্ক- ধর যেমন করোনা,
ওমিক্রন আর কত কি?
ধরণীর মৃত্তিকা ধৈর্য ধর
শীতে কেপো না হাঁড় কাপানো শীত।
কল্পনার বাতিঘর রেখো না
ভয়ঙ্কর...
আবৃত্তির লিং- https://youtu.be/7itmPZi97zI
আদর্শ একটা ছায়া মাটির
ঘাস গুলো শাসন মুখি বল;
অথচ ছন্নছাড়া শাসন নাকি
পুতুল- হু হাত পিচলে দূর
দুরন্ত চলে যায় তো যায়-
স্বপ্ন মিছিল পাড়ায় বাসর
ঘরে কত না শাসন আদর্শ
রাত ফুরালেই স্নানরত...
আবৃত্তির লিং- https://youtu.be/zxoaPLsTLUg
এখন কার সময় বড় যন্ত্রনা দায়ক
কখন বলে বসে তুমি মাটি হও
ঘাসের সাথে খেলা কর নিত্যক্ষণ;
সময়ের সাথে সাথে স্নিগ্ধময় ভোরের
সূর্য তাপ যেনো ঘাসফড়িংর উজ্জ্বলময় দেহ-
কারণ সময়ে যত সব ঘটনাই...
করোনা তোমাকে স্যালুট জানাই
কারণ বিশেষ বিশেষ জায়গায় ছাড়া,
খেটে খাওয়া মানুষে যত সব আক্রমন কর;
বিশেষ জায়গায় কবে ধরবা করোনা?
নাকি তুমি আতঙ্কের খেলার পুতুল
যে ভাবে...
আবৃত্তির লিং- https://youtu.be/_p6L5tY5IIM
প্রতিনিয়ত এক সন্ত্রাসীর
মুখোমুখি পরতে হচ্ছে-
জানি না কি সম্পদ সম্পত্তি আছে
বা রাজনৈতিক দলের কর্মও নই।
কেন এই সন্ত্রাসী কার্যক্রম?
কখনো কখনো বাকরুদ্ধ হয়ে যাই;
চোখে অপছা অপছা দেখি,
বমি বমি মনে হয় অথচ...
আবৃত্তির লিং-https://youtu.be/-MEIPJB2usk
পৃথিবীর শরীরে অসুখ ধরেছে
গাছপালা লতা পাতা ভয়ে আতঙ্ক;
এভাবে চলছে কয়েক বছর-
জানি না আর কত কাল, কত বছর
কিংবা যুগের পর যুগ চলবে?
কত ফুলের গন্ধ অচিনা হচ্ছে
নতুন ফুল ফুটছে আর বয়সের...
©somewhere in net ltd.