নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

সকল পোস্টঃ

সুখি হবে

২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪০



আবৃত্তির লিং -https://youtu.be/hjjxoTJdToo

গোলাপ কিংবা বকুল ফুল
গন্ধ ছড়াবে পাপড়ি ঝরবে-
আর অজানা পথে নিরুদেশ হবে;
হতে হয় কিন্তু পায়ের গোড়ালিতে
শিকল বেঁধে রাখলে কি হবে?
সত্যকারে যখন ঝরে মাটিতে লুটাবে
তখন কি করবে? এভাবে সন্দেহের
চোখে রাখা...

মন্তব্য৬ টি রেটিং+১

ভেজাল

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১১



আবৃত্তির লিং - https://youtu.be/Tuyam-sBhs0


ভাবনার বেড়া জালে
ঠোঁট হাসে সত্যের!
অথচ বুকে হাত-
ভয়ে কাপে দুনিয়া;
হুমকি ধুমকি দৃশ্যপট
তবু ঠোঁট বেঁকে যায়
সত্য বলার কষ্টে-
বাকরুদ্ধ বোবা হয়ে যাই;
সময়ের ওলিতে গণিতে
সত্যের ভেজাল পাই!
আর কতদিন এভাবে থাকবে
দেহের বৃন্দবনে...

মন্তব্য৪ টি রেটিং+১

নাম

২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৬



আবৃত্তির লিং- https://youtu.be/X0GNgIfIAzU


এক গলা মিথ্যা বলে বলে-
ভুলেই গেছি মিথ্যা বলার ভাবনা;
সত্যের সাহস দেখাতে দেখাতে
কখন ভীরু কাপুরুষ হয়ে গেছি!
এই আলো বাতাস প্রকৃতিই যেনো
দাঁড়িয়ে আছে, তার স্বাক্ষী;
এখন দেখছি শুধু প্রকৃতির
গায়ে গায়ে...

মন্তব্য১৪ টি রেটিং+১

মৃত্যুর সাথে খেলছি

২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৯



আবৃত্তির লিং - https://youtu.be/3N3W8E2sKBw

আমি রোজ রোজ মৃত্যুর সাথে
খেলা করি! তুমি কি করো?
আমি বয়সের ভারে লোনা ধরা
দেহ কে ভাবি! তুমি কি ভাবো?
আমার ব্যর্থটাকে শত রঙে সাজাই-
তুমি কি সাজাও? সদা উত্তরগুলো
দজ্জাল ভাবনায়...

মন্তব্য৬ টি রেটিং+১

মাওলানা ভাসানী

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪০


বিনম্র শ্রদ্ধা ও লাল স্যালুট জানাই
আবৃত্তির লিং- https://youtu.be/N5838Gv_vfk


হাজার লক্ষ কোটি ধ্বনিত করতে চাই-
একটি নাম! চাওয়াটা অদ্ভুত কিছু নয়;
যে নামের মহিমায়, চাঁদ হাসতো-
আনন্দ মুখর তারারা ছুটে যেতো
দিক হারা পথিক ছুটে...

মন্তব্য১৩ টি রেটিং+২

রক্তাক্ত মন পাঁজর

১৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৬



আবৃত্তির লিং- https://youtu.be/rJvow0_0EUw

প্রেম বিরহের একই কণ্ঠে
গান শোনে শোনে কেটে যায় বেলা;
প্রভাত ফেরিতে হাজার
ফুলেল স্পর্শের ঘ্রাণ নিঃশেষ আহত খেলা!
গানের ভাবনা খুবই পুরাতন
কুঠি পাথরে ঘষা মাঞ্জা শীল পাটা কণ্ঠ সুর;
শত উপমায় বুঝানোর...

মন্তব্য৮ টি রেটিং+১

বোবা আয়না

১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৬



আবৃত্তির লিংঃ https://youtu.be/G6lc2Gc568M

এমন আহত দু’চোখ দেখতো
অচেতন হয়ে যেতো এই জীবন সংসার
এমন রক্তক্ষরণ যদি বুঝতো
বালুচরে কান ফাটা স্রোতের শব্দ বয়ে যেতো
অথচ ভাবি না দূরের মাটির
ঘাস ফুল শুধু মনে বিদ্বেষ রোজ...

মন্তব্য৬ টি রেটিং+২

কেমন হবে

১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৩



আবৃত্তির লিংঃ - https://youtu.be/4tL-vpd5y5Q

আকাশের দিকে তাকালে
মনে হয় সমস্ত কিছু উল্টাপাল্টা!
যেমনটি ঘুমানোর বিছানা;
স্নান করা নদীর দিকে তাকালে
মনে হয় শীতল ঢেউ বুকের মাঝে বয়!
অথচ বৈ কালি ন খেলাধূলা
ভুলে গেছি উন্মাদ পাগল...

মন্তব্য১২ টি রেটিং+১

মিষ্টি রাত

১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৬



https://youtu.be/1kFzs0LzWJo আবৃত্তির লিং

মিষ্টি রাতে বিমুখ স্বপ্নগুলো
ঝরে যাচ্ছিল-আউশ ধানের গন্ধমুখর
ভোরের স্নান যেনো স্নিগ্ধময়;
তবুও এই শহরে ইয়াজিদের বসবাস
প্রতিদিন কিয়ামত ঘটাচ্ছে!
অথচ বুঝার মতো কেউ নাই...

মন্তব্য৬ টি রেটিং+০

এভাবে সব

১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৯

https://youtu.be/72AgRVQmahI

ঐ নদীর কাঁন্না বুকের ভিতর
নদ বুঝতে পাই চাঁদের মতো!
রক্তাক্ত ঢেউ দেখেছো কখনো-
নদের সাথে বসবাস কর রোজ
তবুও রক্তাক্ত বুঝো না নদী?
তোমার সসীচীন ভাবনাগুলো-
প্রশংসা দাবিদার আকাশ সমূহ
শস্যময় সোনালি ক্ষেত; নদী
বুঝতেই...

মন্তব্য৬ টি রেটিং+০

আলিঙ্গন

১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৯



নৈশব্দ রাতের ভাবনা স্রোতের জল
গড়ে গড়ে কোথায় যাচ্ছে জানি না?
কিছু বর্ণের আলিঙ্গন ঝাঁঝাল পূর্ণিমায়-
বেদনা গুলো পাপড়ির মতো ঝরে পরছে;
লোনা ধরা প্রতিটি ক্ষণ তারার মতো খসে যাচ্ছে-
তো যাচ্ছে- মাটির বুকে তাজা...

মন্তব্য৬ টি রেটিং+০

বিভীষিকা

১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৮



সময়ের স্রোতে দু’চোখে এখন বিভীষিকাময়!
রাত নেই দুপুর নেই সব ক্ষেত্রেই মন জঙ্গল ভরা
তবু ক্ষণে ক্ষণে পথ চলা হাজার বছর পর
স্বপ্নে দেখা পৃথিবী আমার রূপ লাবণ্য যেনো ধূসর ময়
আতঙ্কিত সোনালি ভোরের...

মন্তব্য৪ টি রেটিং+০

মশা রক্ত খাচ্ছে

০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১১



এক গন্ধহীন ফুলের রক্ত নাই
তবুও মশা রক্ত খাচ্ছে বেশ;
মৌমাছিদের কি হবে এই গভীর রাত!
তারা খসে যাচ্ছে জানি না কার উঠনে
বাতাসের বুকে নিঃশ্বাসের ছুঁয়া নাই-
অথচ ফুল সুবাস দিচ্ছে- দক্ষিণা জানালায়
আশা টুকু...

মন্তব্য৬ টি রেটিং+০

লাঞ্ছনা

০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২২



নির্বোধ ভাবনাগুলো
মেলেছে রক্তের ডানা;
স্বপ্নগুলো জঙ্গিবাদ নিরাশা-
অথচ দেয়ালের ইতিহাস
নির্বোধ বাসনা! রাতের দৃষ্টিপাত-
চলছে খারা দুপুর আয়না
তবুও ভাঙ্গার সাহসটুকু গঞ্জনা-
অথচ ঢেউ তোলা থামে না...

মন্তব্য৬ টি রেটিং+০

তাই হাসেন

০৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৭



রৌদ্রোজ্জ্বল আজ কবিতার হাসি
পাচ্ছে- কারণ মাটির খোলস খুলে গেছে!
কিছু দুর্গন্ধ পাচ্ছে বাতাস- তবে
আকাশে মেঘলা মেঘলা বৃষ্টির ছড়াছড়ি;
এক কবিতার হাসি পাচ্ছে! সত্যই
পেট ভরে হাঁস, মুরগী, গরু, ছাগল হাসছে।
আমি কিন্তু মুচকি হাসছি...

মন্তব্য৪ টি রেটিং+০

৫২৫৩৫৪৫৫৫৬৫৭৫৮৫৯৬০৬১৬২>> ›

full version

©somewhere in net ltd.