নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
এখানে কোন সাবমেরিন কেবল নেই,
কোন ওয়াই ফাই সংযোগও নেই,
ইথারে কোন কন্ঠ ভেসে আসবে না-
বার্তা বিনিময়ের কোন সুযোগ নেই!
তবে আছে বার্তা প্রেরণের একমুখী পথ,
প্রেরক থাকবে...
কু... ঝিক ঝিক!
ছোটবেলার সেই বাষ্পচালিত কালো কয়লার রেল ইঞ্জিন!
তারপরে এলো কানাডা থেকে হলুদ রঙের ডিজেল ইঞ্জিন।
এর পর হলো কত রূপান্তর, তবুও কমেনি রেলের...
মন-
কখনো প্রফুল্ল পুলকিত,
কখনো বিষন্ন ব্যথিত,
দুটোই কবিতার প্রসূতি।
চোখ-
কখনো সুদূর প্রসারিত,
কখনো একান্তে নিদ্রিত,
দুটোতেই কবিতার স্থিতি।
ঢাকা
২৫ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
দূর আকাশের ঐ সোনালী মেঘে তুমি,
মাথার উপর সাদা মেঘের পেঁজায় তুমি,
ফেনিল সাগরের ঢেউয়ে ঢেউয়ে তুমি,
লাস্যময়ী ফুলের মাঝে তুমি।
সুউচ্চ ঐ পাহাড়ে, রঙিন পাতাবাহারে,
ফড়িং এর বর্ণিল ডানায়,
প্রজাপতির ঝলমলে পাখায়,...
ঘুম থেকে উঠে দেখি, তুমি চলে গেছো।
বিদায় বেলায় দেখা হলোনা!
সম্ভাষণহীন চলে গেলে,
কিছু বলে গেলেনা,
মনটা ভারী হয়ে এলো।
আজ দুপুরে একা একাই গান শুনবো,
আজ গান...
তুমি হাসলে ভুবন হাসে,
তুমি কাঁদলে বৃষ্টি আসে।
তোমার চোখে ঘুম পেলে
আমার গানের কন্ঠ খোলে।
তুমি ঘুমালে আমার বুকে
স্বপ্ন দেখি পরম সুখে।
ঘুমের মাঝে তোমার হাসি
দেখতে পেয়ে আমিও হাসি।
তুমি যখন...
দিনের শুরু হয় চোখ মেলে তোমাকে দেখে,
কখনো তোমার বিশ্বস্ত উচ্চারণে আশ্বস্ত হয়ে
পুনর্বার চোখ বুঁজে আলস্য উপভোগ করি।
আবার কখনো ধড়ফড়িয়ে উঠে ত্রস্তব্যস্ত হই।
তুমি ধীর লয়ে এগিয়ে চলো, চলতেই থাকো;
কখনো তোমার...
আমার পাশেই বসেছিল লোরা লী,
হারিয়েছিল তার চোখে আমার দৃষ্টি।
কেবল ভাবাচ্ছিল আমাকে বারবার,
দেখলাম কি সঙ্কেত কোন ইশারার?
নাকি আমার চোখে সত্যিই কিছু পড়েছিল,
আর তাই চোখ দুটো শুধু পিটপিট করছিল?
কি যে এক বাতিক...
ফযরের আযান শুনে নীলার ঘুম ভাংলো। উঠি উঠি করেও অভ্যেস বশতঃ কিছুক্ষণ বিছানায় শুয়েই এপাশ ওপাশ করলো। তারপর গা ঝারা দিয়ে উঠে সে বিছানার পাশে দখিনের জানালার পর্দাটা সরিয়ে দিয়ে...
করোটির ভেতরে রয়েছে এক বিষাদাশ্রম,
সেখানে গুমরে কাঁদে কত সব বিষাদের ছায়া।
অথচ মুখে আঁকা থাকে প্রসন্নতার সৌম্য ছবি
নিরন্তর বেদনার মাঝেও জ্বলে হাসির রবি।...
(আধুনিক বাংলা ভাষার বিংশ শতাব্দীর অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশ এর আজ ৬২তম প্রয়াণ দিবস। দু\'বছর আগে আমি তাঁকে স্মরণ করে এ কবিতাটি লিখেছিলাম।)
কতটা যন্ত্রণা ছিলো তোমার বুকে, হে কবি?
কতটা...
আজকের এই শারদীয় পূর্ণিমা দেখার প্রকৃষ্ট সময়
ঠিক মধ্যরাতের পর, একান্তে, নিরিবিলি নীরবতায়।
কিন্তু কোথায়? মাঠ ঘাট, উন্মুক্ত প্রান্তর কিংবা
তরুতলে নয়, গৃহছাদ কিংবা বারান্দার রেলিঙে নয়,
রূপোলী নদীবক্ষে নয়,...
কত পাখি ডাকে আকুলি বিকুলি, তার সাথীরে-
কত ভালবেসে, কত ভিন সুরে!
কোকিলের কুহুতান,
কিংবা বিরহিণী ডাহুকের কোয়াক কোয়াক,
অথবা অদূর জলাশয়ে জলের কাক
পানকৌড়ির ডানা ঝাপটানো ডাক,
সবই পরিচিত ভাষায়...
হে সুভাষিণী, তোমাদের হৃদয় যখন প্রেমাচ্ছন্ন থাকে,
প্রেমের জোয়ার উথলে এসে যেন কন্ঠেও ভাসে।
সাধারণ বাক্যালাপও তখন সঙ্গীতসম কানে বাজে,
কোকিলের কুহুতান শুনি কন্ঠের সকল কারুকাজে।
বিরাগী হলে তোমাদের...
বেড়াল কুকুর পোষা-
আমি কস্মিনকালেও পছন্দ করিনি।
একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি,
কোথাকার কোন একটা বেড়াল ঘুরঘুর করছে,
এদিকে সেদিকে মিউ মিউ করছে।
যেই না একটু মায়ার দৃষ্টিতে তাকালাম,
অমনি সে পায়ের কাছে...
©somewhere in net ltd.