নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

সকল পোস্টঃ

তুমি থাকো হৃদ মাঝারে পরম পূজনীয় প্রতিমা হয়ে

০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৬



তুমি নেই প্রিয়তমা।
কতদিন কতরাত গত হলো।
তব স্মৃতিকাতরতায়, তোমার প্রতিমা গড়ি
আমার হৃদ মন্দিরে।
পূজা প্রার্থনায় রাখি সকাল সাঁঝে।

প্রাথমিক দুঃখ, যাতনা,হতাশা,মান অভিমান কাটিয়ে...

মন্তব্য২২ টি রেটিং+৩

চেয়ে চেয়ে দেখি ঘুমন্ত প্রিয়ার মুখ

০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৭


রাত গভীরে দর্মার বেড়ার ফাঁক চুইয়ে,
উড়ে এসে জুড়ে বসলো
এক টুকরো পূর্ণ চাঁদের আলো,
আমার প্রিয়তমার মুখে।

কি অপরূপ! কি অপরূপ!!
আহা!!মরি মরি।

আমি একবার...

মন্তব্য২৮ টি রেটিং+৬

একদিন ঠিক পৌঁছে যাবো তোমারও দ্বারে

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১৮


চলে যাবে বলেছিলে কোন একদিন।
অকস্মাৎ ত্র্যহস্পর্শের কালে গেলে অজ্ঞাতবাসে।
সত্যি সত্যি আর ফিরবেনা, তাতো বলোনি।
কে জানে কেন তুমি স্বেচ্ছা নির্বাসনে গেলে?
এদিকে এখন আমি...

মন্তব্য২৬ টি রেটিং+৭

আকাশের ক্যানভাসে আঁকা এক ছবি

২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৭


শেষ বিকেলের মিষ্টি নরম আলোয়,
চঞ্চল মেঘের দল আবির মেখে লাল।
সেই রূপবতী মেঘ দেখে হঠাৎ আমার ইচ্ছে হলো
এবার আঁকবো আমার স্বপ্নগুলো আকাশের ক্যানভাসে।
এই ভাবনার সাথে একাত্মতা ঘোষণা...

মন্তব্য১৪ টি রেটিং+৪

ভালো থেকো পরিযায়ী পাখি

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৯


সময়ান্তে দূর আকাশে ডানা মেলে উড়ে চলে,
এক ঝাঁক পরিযায়ী পাখি।

কেমনে তাদের করবো আপন?
কেমনে তাদের পরাবো রাখি?
কেমনে বাঁধবো বাহুডোরে তাদের ?

কি করে ছুটবো পিছু পিছু
...

মন্তব্য২২ টি রেটিং+৪

মনমহুয়া

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৩


তোমার কাছে আসার আকুলতা আমায় পাগল করে দেয়।
মনমহুয়া কেন মনে হয়
এ পৃথিবীতে তুমি আমার সব চাইতে আপন?

তোমায় নিজের করে পাবার ভাবনায়,
সহস্র উৎকন্ঠা এসে ভীড় করে...

মন্তব্য৩৩ টি রেটিং+৫

চাল কুমড়ার বড়ি

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৭



শীত আসতে না আসতেই যশোহরের গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি ঘরে কলাই আর চাল কুমড়া দিয়ে বড়ি বানানোর ধুম পড়ে যায়।
এটি বেশ শ্রমসাধ্য কাজ।সময়ও লাগে...

মন্তব্য৬১ টি রেটিং+৮

চাঁদের পাহাড় =বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় [উপন্যাস]

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩১



০১. চাঁদের পাহাড়

শঙ্কর একেবারে অজ পাড়াগাঁয়ের ছেলে। এইবার সে সবে এফ.এ. পাশ দিয়ে গ্রামে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধুবান্ধবদের বাড়িতে গিয়ে...

মন্তব্য২৩ টি রেটিং+৫

#রম্যছড়া= ধোকায় পড়ে বোকা

১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০



ফিরে ফিরে তাকাও কেন এতো?
পছন্দ করো? বললেই তো হতো।

আবার,
ফিরে তাকালেই বাঁকা চোখে চাও,এটা কিছু হলো?
চিন্তারা শুধু শুধু জট পাকিয়ে হয়...

মন্তব্য২০ টি রেটিং+৩

মধুরিমাঃ সাধ

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৯




প্রিয়তমা,
সহস্র শতাব্দীর সাধ আমার।
আননখানি তব করতলে ধরি,
গভীর বাহুবন্ধনে আবদ্ধ করি তোমায়।
অপার্থিব সুখে ও মুখপানে চেয়ে থাকি অবিরত।
তৃষ্ণিত চোখে চোখ রাখি তৃষ্ণার্ত এই আমি।
অতপর.....

তোমার মৌন অধরে,
সশব্দে অঙ্কন...

মন্তব্য১৪ টি রেটিং+২

ছবি ব্লগঃ স্থান যশোর সদর

০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪১





পথ চলতে চলতে কত কিছুই না চোখে পড়ে। যে সব ছবি বা দৃশ্য নজর কাড়ে, যে কোন মানুষই দ্বিতীয়বার সেই দিকে ফিরে তাকায়। আসলে প্রতিটি মানুষই সৌন্দর্যের পূজারী।...

মন্তব্য৩২ টি রেটিং+৭

শুধু ভালোবাসাবাসি

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৩


"তোমার সদ্য ফোটা রূপ দেখে আমি মুগ্ধ,
মাতাল প্রেমের আগুনের তাপে আমি দ্গ্ধ!!"

তুমি বললে, এতো ভালোবাসা! সাবধান,আমি নীলোৎপল।
আমি বললাম, ভালোবাসি তোমায়।
-কতটুকু?
-যতটুকু ভালোবাসে একটি নিবেদিন প্রাণ...

মন্তব্য১৮ টি রেটিং+২

কার্তিক বন্দনা

০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৯:১৫



কার্তিকের আকাশে মেঘের উঁকিঝুকি
সাদা কালো রুপালীর নানা আঁকিবুঁকি।

রৌদ্র ছায়ায় নাচে ফড়িংয়ের দল,
ভাব প্রকাশে তাদের নানান কৌশল।

বিহঙ্গ গায় গীত সুখ, দুঃখ ভুলে,
সেই সুরে ময়ূর...

মন্তব্য১০ টি রেটিং+৩

কিছু কথা

০২ রা নভেম্বর, ২০২০ রাত ১০:০৯


আমার ডাক নাম অপূর্ব। আমার নানাজান রেখেছিলেন।তিনি আমায় আদর করে অপূর্ব কুমার ডাকতেন। তো কিছুদিন আগে সেই নামে আমার একটা ফেসবুক আইডি খুলতেই অনেকে আমাকে বলেছেন।
-আপনি কি হিন্দু?এরকম হিন্দুয়ানী...

মন্তব্য১৯ টি রেটিং+৬

উড়ে যেতে চায় মন

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৯



ঝরা পালকের মতো বাতাসে ভেসে
উড়ে চলে যেতে চায় মন।
আকাশ,মেঘের কাছে গিয়ে বলতে ইচ্ছে করে অব্যক্ত কথন।

সোনালি রোদ গায়ে মেখে।
কামিনীর সুবাসে...

মন্তব্য২৬ টি রেটিং+৬

১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭>> ›

full version

©somewhere in net ltd.