নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

সকল পোস্টঃ

মধুরিমাঃঠিকানাবিহীন

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৯


-সেই তুমি এলে!
এতো দিন পরে? কেমন আছো প্রিয়তমা?
ওহ! চিনেছো তো আমায়?
আমি......নামটা নিশ্চয় বলে দেওয়া লাগবেনা।
নাকি মন থেকে মুছে ফেলেছো,ভালো থাকার আশায়।
-আমি চিনেছি অপূর্ব। উপহাস করছো?...

মন্তব্য২১ টি রেটিং+৫

অভিসার হোক চাই না আরেকবার

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৮


এতোটা কাল পরে? পড়লো তোমার মনে?
শোক জানাতে এলে নিভৃত আলাপনে।

কি কথা আর তোমার সনে কবো,
মিছেমিছি দুঃখী আবার হবো।

যেমন যাচ্ছে যাক,তার চেয়ে বরং এই ভালো,
তোমায় ছাড়াতো কত দিন/রাত্রি...

মন্তব্য১২ টি রেটিং+০

থাকো তুমি বুকের মাঝে

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৬


তোমায় নিয়ে দেয়ালিকা লিখবো,
কিন্তু দেখাবো না কাউকে।

তোমার ছবি আঁকবো বেদনার নীল ক্যানভাসে,
কিন্তু প্রদর্শিত করবো না কোথাও।

তোমার স্মৃতি বুকে আঁকড়ে রাখবো,
কিন্তু প্রকাশ করবো না কখনো,
থাকো তুমি বুকের মাঝেই,
তুমি যে একান্তই...

মন্তব্য১৪ টি রেটিং+৩

মিষ্টি খাবো

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৮


"মিষ্টি খাবো,মণ্ডা খাবো"
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর বড্ড জ্বালাস
তোর যে দাঁতে পোকা।"

খোকা বলে,"কোথায় পোকা?
দেখি নাতো চোখে।"
মাঝে মাঝে ব্যাথা তবে
ওঠে থেকে থেকে।"

"খাস তো খুব। দাঁত মাজিস?
মানিস নিয়ম কিছু?
তাইতো ব্যধি সুযোগ বুঝে...

মন্তব্য১৬ টি রেটিং+৪

ইরাবতীঃ আমারে তুমি গ্রহণ করো

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৭


আর কত রূপে দেখাবে তোমার
ত্রিকোনাকৃতি অভিমান।

বন্ধ দ্বার কেবলই
উদোম করে খুলে দেখতে মন চায়।

ইচ্ছামতির তীব্র আলোর লন্ঠন হয়ে,
প্রজ্জ্বলিত করতে মন চায়
তোমার আতলান্তিক ভূবন।

আবর্তিত স্রোতের মতো...

মন্তব্য৪ টি রেটিং+০

বিষাক্ত ভালোবাসা

১১ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৩



তোমায় যখন ভালো লেগেছিল
তখন ভাবিনি,
তোমার বিষাক্ত নখের আঁচড় খেতে হবে একদিন।

তোমায় যখন ভালোবেসেছিলাম
তখন ভাবিনি
তোমার কারণে,
অন্ধ কুঠুরিতে থাকতে হবে আমায় একদিন।

তোমায় যখন খুব করে চেয়ে,
গোলাপভেবে ঠোঁটে ঠোঁট...

মন্তব্য১৬ টি রেটিং+৫

শিরোনামহীন কবিতা -৭

০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০১


সময় অন্তে যখন দম ফুরাবে
আমায় কি তখন পড়বে মনে?
থাকবে যখন লাশ খাটিয়ায়,
অশ্রু কি জমবে চোখের কোনে?

হয়তো না বুঝে বলেছি কত কথা,
সয়েছো কত অসংলগ্ন বাচালতা।
অযাচিত ভুল জীবনের বাঁকে...

মন্তব্য১০ টি রেটিং+০

কঠিন পাথরের মূর্তি হলাম

০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৫



তোমার ছোঁয়ায় উষ্ণতা খুঁজতে গিয়ে,
নিজেকে হারিয়ে ফেলেছি আমি।

তোমার ঠোঁটে লাল গোলাপ রহস্য,
খুঁজতে গিয়ে,
নিজেকে সঁপে দিয়েছি আমি।

পৌষালী রোদে তোমায় আমি খুঁজতে খুঁজতে,
নগ্ন হয়েছি কখন যেন।

আদরের মোহে আমি, মগ্ন হয়েছি
কখন...

মন্তব্য৩২ টি রেটিং+৫

বীর প্রতীক তারামন বিবি

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:১৯


প্রারম্ভিক জীবন
*************
১৯৭১ সাল। ১৬ ডিসেম্বর। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ। বিশ্বের বুকে রচিত হয় এক নতুন ইতিহাস। নতুন এক মানচিত্র। আর এই জয় ছিনিয়ে আনতে...

মন্তব্য২৫ টি রেটিং+৪

শিরোনামহীন কবিতা -৬

০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:৩৩


কত হাসি, কত ব্যথা,স্মৃতি বিজড়িত ক্ষণ।
প্রতি পলের ভাঁজে ভাঁজে জীবনের সাতকাহন।

হঠাৎ উঠলো ঝড়, সাঙ্গ হলো খেলা।
চোখ মেলে তাকিয়ে দেখি, শূন্য বালুকাবেলা।

এমন দিন আসবে...

মন্তব্য৩২ টি রেটিং+৬

কৌতুহল

৩০ শে জুন, ২০২০ বিকাল ৩:৩১


মেঘ যদি বলতো কথা, আমি শুধাতাম তারে।
কিসের ব্যস্ততায় তুমি ছুটে বেড়াও, নীল অম্বরে?

ফুল যদি বলতো কথা, আমি বলতাম তারে।
কোথায় পাও এমন সৌন্দর্য , বলোতো আমারে?

পাখির ভাষা...

মন্তব্য১৬ টি রেটিং+৩

ইরাবতীঃ অভিমান

৩০ শে জুন, ২০২০ ভোর ৬:১৮


এতো গাঢ় করে কাজল পরেছো কেন সখী?
কেমন যেন অবিন্যস্ত!

কেন আলুথালু কেশ?
কেন পরোনি আলতা পায়ে,
কিসের দুঃখ অনিঃশেষ?

হাতের কাঁকন, পায়ের নুপূর,
কেন ফেলেছো খুলে?

এইতো এসেছি আমি,
এই যে, চাও ফিরে প্রিয়তমা...

মন্তব্য১০ টি রেটিং+১

লাটিম

২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৩১


বনবন ঘুরছে লাটিম সুতোর বাঁধন খুলে।
ঘুরতে ঘুরতে নাচছে দেখো দিব্যি হেলে দুলে।

ব্যস্ত খোকা ন্যস্ত কাজে হাজারটা রকম।
হঠাৎ তাকে ডাংগুলির গুটি করলো ভীষণ জখম।

মা বকলো বাবা দিলো পিঠে...

মন্তব্য২২ টি রেটিং+২

সন্ধি

২৯ শে জুন, ২০২০ ভোর ৬:৩২


আর নয় আড়ি আড়ি
এসো করি ভাব।

তুমি হীনা জীবনে
প্রেমের অভাব।

আর নয় দুরে থাকা
মান অভিমান।

ভালোবেসে বিরহের
হোক অবসান।

মন্তব্য২৬ টি রেটিং+৫

এক খিলি পান

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৩২



খুব করে মন চায়, তাই বাধি সুর,
গানে গানে খুঁজে ফিরি সুখের অচিনপুর।

চোখ চায় তাই দেখি,দূর বহুদূর।
তুমি পাশে এলে লাগে স্বপ্ন মধুর।

হাওয়া দোলে চুল খুলে, তুমি এলোকেশী।
কেনগো কি কাজে...

মন্তব্য৩৩ টি রেটিং+৭

২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০৩১>> ›

full version

©somewhere in net ltd.