|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (১)
******************************
প্রেম ডোরে পড়লে ধরা চিত্ত উচাটন। 
অদৃষ্টের সুতার বাঁধনে বাঁধা প্রেমিক দুটি মন।
প্রেম সে-তো বিষম ফাঁস, বিরহ যাতনা দীর্ঘশ্বাস।
আবার যখন মিলনকাল  অসীম...
 ৬ টি
৬ টি   +০
+০ 
 আমার ছোটবেলার  বন্ধুদের আমি জীবনের এক জটিল বাঁকে এসে হারিয়ে ফেলি।অনেকদিন তাদের সাথে কোন দেখা নেই,কথা তো দুরের ব্যপার। দীর্ঘ বিচ্ছেদ,কিন্তু ছোটবেলার বন্ধুদের কি ভোলা যায়? বয়স...
 ৭১ টি
৭১ টি   +১৬
+১৬  
যখন আঁধারের বুকে মুখ লুকিয়ে থাকা আলোর কণাগুলো চোখ মেলে তাকালো।
ঠিক তখনই দেখি তুমি নেই পাশে।
অভিমানে সরে গেছো অনেকটা দূরে।
বিশ্বাস করো, আমি কোন আঘাত করতে চাইনি।
আমি চাইনি তুমি...
 ১০ টি
১০ টি   +৪
+৪  
তোর বুকের চাতালে ঘুমিয়ে ছিলাম।
শীতের রোদ মেখে।
তোর প্রেমিক এসে দেখে যাচ্ছিলো 
আমায় থেকে থেকে।
আচ্ছা কি পেয়েছিস বলতো তোরা?
আমি কি ঘাটের মরা?
ভাবছিস হয়তো এই বুঝি আমার জীবন হলো সারা।
অতই...
 ১৪ টি
১৪ টি   +৩
+৩  
আকাশের নীলভ ছেড়ে
চলে এসো এই প্রকৃতির বুকে।
যেমন  করে নীড়ে ফেরে সাদা বক
সারাদিনের কর্মক্লান্তির পরে একটু 
শান্তির খোঁজে।
প্রতারিত হবে না , ভরসা রাখতে পারো।
সুখ স্বাদের  সবটুকু চাওয়ার,...
 ৮ টি
৮ টি   +১
+১   
হৃদয়ে ব্যালকনিতে ফুটেছিলো এক গোলাপ। 
সে আবদার করেছিলো,প্রেমিকার সাথে  করবে আলাপ।
আমি বলেছিলাম , প্রিয়তমা যদি রাগ করে তখন কি উপায়?
বলল গোলাপ,ফুলকে বাসেনা ভালো এমন মানুষ কি...
 ৬ টি
৬ টি   +৩
+৩ 
নিবেদন
********
কংক্রিটের এই জনঅরণ্যে তোকেই খুঁজে ফিরি।
মিষ্টি প্রেমের স্বপ্নে ভাসাই জীবন নামের তরি।
কেন যে তুই আমার কথা একটুও ভাবিস না।
হৃদয় মাঝে কাজে অকাজে তোরই ভাবনা।
বৃত্ত সম গোল পৃথিবী, আমার প্রেমও...
 ১০ টি
১০ টি   +১
+১ 
ওগো সুখজাগানিয়া,
এসো ভাসাই প্রেমের তরী অসীমে, 
ভাসি এসো আকাশনীলে।
এসো আদর মাখি দখিনা হাওয়ার
মৃদুমন্দ স্পর্শে।
এসো গাই প্রেমের গান।
ফুলের বনের প্রজাপতি হই এসো,
আদর আহ্লাদে
ভেসে বেড়াবো দুজনে বন থেকে বনান্তরে।
অথবা,
তুমি হবে ফুল...
 ৮ টি
৮ টি   +১
+১  
নূপুর পরা তোমার ছল,
আমি ভালোই বুঝি।
নুপুর তোমার শ্যামের বাঁশি,
আমি ওই বাঁশির সুরের রিনিক ঝিনিকে 
ভুলবো না গো ভুলবো না।
তোমার সাথে চোখে চোখে প্রেমের কথা? 
সেতো আমি কইবো না।
তোমান...
 ২৪ টি
২৪ টি   +৩
+৩ 
অনেককাল পরে যদি 
হঠাৎ দেখা হয় তোমায় আমায়।
চিনে নেবো ঠিক তোমায় দু’চোখ দেখে!
ওচোখে যে হারিয়েছি আমার কুড়িটি বছর।
আমার বর্ষা,আমার বসন্ত আমার শীত প্রহরের দিনগুলো।
আমার শৈশব আমার কৈশর,
আমার দুরন্ত যৌবনের...
 ১৮ টি
১৮ টি   +০
+০   
বানের জলে ভাসছে বাড়ি
ডুবেছে ফসল মাঠ।
হারিয়ে যাচ্ছে সহায় সম্বল
হারাচ্ছে চেনা ঘাট।
শত শত লোক নিরাশ্রয়
চোখেরই নিমেষে ।
ক্ষুধার্ত শিশু বেঁচে আছে
প্রচণ্ড কায়ক্লেশে।
চারিদিকে জল আর্তের কোলাহল
তৃষ্ণার পানি টুকু নাই ।
ত্রানের...
 ৩ টি
৩ টি   +০
+০
এক তলাতে থাকবে না সে,
দুইতলায় উঠা চাই। 
তিনতলাটা ম্যাড়মেড়ে,ভাবলো,
আরো উপরে যাই।
চারতলা? এতো হাঁটুর ভাজ,
পাঁচতলা হয়তো ভালো।
ছয়তলাতে নিশ্চিত আরো মজা,
না থাক, সাততলাতেই চলো।
সাত তলাতে কদিন থেকে তৃষ্ণা আরো বাড়ে,
আটতলাতে উঠে তবে...
 ১০ টি
১০ টি   +১
+১ 
খোকন সোনার মুখটি ভার
দুঃখ অনিঃশেষ।
মামণি তার হারিয়ে গেছে 
দূর পাহাড়ের দেশ।
বারে বারে মা\'কে খোকা
এ ঘর ও ঘর খোঁজে।
নানান চিন্তায়,দুর্ভাবনায়
কান্নায় দু\'চোখ ভেঁজে।
মা ফিরবে এই আশাতে 
অপেক্ষায় সে থাকে।
স্বপ্নের ঘোরে মামণি...
 ২০ টি
২০ টি   +১
+১
কেন এমন হয়?
অচেনা এক প্রিয়ার লাগি, হৃদয় আকুলায়।
কেন মনে হয়,
তার বিহনে এ জীবনে আর কোন গতি নাই।
কোন সে সুতার বাঁধনে বাঁধা,
মনে হয় অর্ধেক আমি নিজে আর সে বাকি আধা। 
কোন...
 ১৮ টি
১৮ টি   +২
+২ 
আয় ছুটে আয় পঙ্খীরাজ,তুই যে দরকারী।
খুব প্রয়োজনে তোকেই চাই।  কোথায় তোর বাড়ি?
শত চিন্তায়  হয়রান আমি, বেলা বেড়ে গেলো।
ভাবনা যত ছিলো মনে সব জটলা পাকালো।
চল চল চল ছুটতে...
 ৮ টি
৮ টি   +১
+১©somewhere in net ltd.