নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। বিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x

সকল পোস্টঃ

ছন্দ কবিতা ৩]====মো রফিকুল ইসলাম

১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬


পর্ব=ইসলাম ধর্ম
[১]
আযানের মধুর সুরে
ভোর বিহানে
লোকালয় জেগে ওঠে
ঐক্যতানে।।
[২]
আল্লাহর ইবাদতে এসো
করি জীবন পার
তিনি মহান তিনি প্রভূ,
মহিমা অপার।।
[৩]
মুসলিমের চরিত্রে থাকবে
আল্লাহ তায়ালার ভয়
ইমান সালাত যাকাত সাওম হজ্বকে
দ্বীন ইসলামের ভিত্তি কয়।।
[৪]
অবাধ্যতার কারণে আযাযিল
হলো শয়তান
তার...

মন্তব্য৯ টি রেটিং+২

ছন্দ কবিতা [২]====মো রফিকুল ইসলাম

১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১


[১]
মাটির বুকে ঘুমন্ত বীজ
উদ্ভিদ হয়ে জাগে
ফুলে ফলে ভরা সাজসজ্জা
কত ই না অপরুপ লাগে।।
[২]
টুনটুনিটা দুষ্টু ভারি
এ ডালে ও ডালে বসে
সঙ্গীটি তার দেখেদেখি
ছুটে চলে পাশে পাশে।।
[৩]
ভোরের কালে পূব আকাশে
রক্তরাঙা রবি
প্রকৃতির...

মন্তব্য১২ টি রেটিং+২

ছন্দ কবিতা-১==মো রফিকুল ইসলাম

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৭


[১]
ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণা
বাষ্প হয়ে উড়ে,
সুক্ষ্ণ ধুলি কণার আশ্রয়ে
মেঘ সৃষ্টি করে।।
[২]
যা যারে প্রজাপতি
অনেক দূরে উড়ে
দিনের শেষে আপন দেশে
আসিস আবার ফিরে।।
[৩]
গঙ্গা ফড়িং গঙ্গা ফড়িং
নেচে নেচে চলে,
নেচে নেচে...

মন্তব্য১৪ টি রেটিং+৩

অভিপ্রায়====-মো রফিকুল ইসলাম

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২২


তুমি আমি দুজন মানুষ
দুটি রকম বেশ
মতের অমিল থাকতেই পারে
তাতেই কি সব শেষ।।
তোমার রুচি খোলা আকাশ
আমার বদ্ধ ঘর
যার যার বৈশিষ্ট্য
তার নিজের অহংকার।।
তাই বলে কি প্রেম হবেনা
রইবে না কো...

মন্তব্য৮ টি রেটিং+১

প্রকৃতি ও প্রশ্ন-----মো রফিকুল ইসলাম

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩


ফুল পেলো বলো কোথা থেকে
এমন বাহারি রং?
প্রজাপ্রতির বা আসে কোথা থেকে
অমন বাহারি ঢং ?
পাখী গায় কি করে
এমন মধুর সুর?
যার সংগীতে মুগ্ধ হৃদয়
মুগ্ধ মনের অচিনপুর ।।
রক্ত কমল কি...

মন্তব্য১৬ টি রেটিং+১

শরীরী ভাষার প্রথম ম্যাজিক ও বয়ঃসন্ধি কাল--মো রফিকুল ইসলাম

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২০


অচেনা দুঃখ ,অচেনা সুখ, অচেনা ব্যাকুলতা,
নিস্পলক ভাবালুতা স্থির শীতল দৃষ্টি
হঠাৎ মনের মধ্যে ব্যাপক উথান পতন
মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙ্গা ঘোরে অচেনা শরীরী ভাষা
হারিয়ে যেতে ইচ্ছা...।আত্নমগ্নতা...
বিশেষ স্পর্শে অজানা আনন্দে আলুথালু ভাব।
নতুন...

মন্তব্য১০ টি রেটিং+০

ছেলে মানুষী----মো রফিকুল ইসলাম

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯


আমার ভিতরকার মানুষটা
আজকাল বড্ড ছেলেমানুষ হয়ে উঠেছে।
আমি বুঝেও যেন কিছু বুঝতে চাইছি না
প্রহর গুনে চলেছি তোমায় ভেবে
আমার মনে তখন রাতের জােছনা খােলা প্রান্তর
আর . . . . আর রাতের...

মন্তব্য১৬ টি রেটিং+০

আত্ম কথন ----মো রফিকুল ইসলাম

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪


সত্যের উপলদ্ধি
প্রকৃত আত্ম কথন
দারিদ্রের মধ্যেই আছে
সুখী জীবন যাপন ।।
অনেক পাওয়ার মাঝে
শুধু চাই চাই
অনেক পেলেও তবু
ক্ষুধার শেষ নাই ।।
জ্ঞান চক্ষু খােলেনি যার
সে তো প্রকৃত মানুষ নয়
দু’কলম লেখাপড়া জানা মানুূষ....

মন্তব্য১১ টি রেটিং+০

দাবি-----মো রফিকুল ইসলাম

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯


আর নয় দলাদলি
আর নয় কোন্দল
আর নয় নিজের স্বার্থে
সহিংস আন্দোলন ।।
শেষ হোক এবারের মত
বোমাবাজি যুদ্ধ
কারনে অকারণে
জনগণ অবরুদ্ধ ।।
গনতন্ত্রের মানে হল
সহনশীলতা
গনতন্ত্রের মানে নয়
অপমান অশ্লীলতা।।
এসো সবাই অন্যের
মতকে শ্রদ্ধা করি
সংখ্যা...

মন্তব্য১০ টি রেটিং+০

কবি ও ষোড়শী-----মো রফিকুল ইসলাম

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪


কবি তার কবিতার মদির সৌরভে
ষোড়শীর মন জয় লাভের আশায়
একটুকরো প্রেম ছড়ালো রূপালি ক্যানভাসে।
বৃষ্টির তীব্র ঝটকায় ষোড়শীর আলুথালু বেশ
অনন্ত গভীর অন্ধকারের হাতছানি যেন,
কবি দেখে আর হাসে।।
হে কবি তােমার তীব্র চাহনী
তোমার...

মন্তব্য১৮ টি রেটিং+১

একলা থাকার গল্প------মো রফিকুল ইসলাম

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১


একাকি আমিএখন
একলা থাকতে চাই
একলা পথে হাটতে হাটতে
আমি নিসঙ্গতা কাটাই ।।
তোমায় আমি ভুলে যেতে
মনে মনে ছন্দ তুলি
ছন্দ সুরের যাদুর ছােয়ায়
তোমায় কেমন ভুলি!
পথ হারিয়েছি সেই তাে কবে
বাকা পথের মােড়ে
দিশে হারা বালক যেদিন
হারিয়েছে...

মন্তব্য১৪ টি রেটিং+১

শহর ও আমাদের প্রকৃত--মো রফিকুল ইসলাম ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪


বাতাস ভেঙ্গে বয়ে যায়
নীড়ে ফেরা পাখি
শেষ বিকেলের আলোয় আমি
অপলক চেয়ে দেখি ।।
বড় মনোরম এই প্রকৃতি
গাছ ফুল ও লতা পাতা
একে অন্যের মিলন বিরহে
কইছে কথকতা ।।
ফুলের সুবাস বয়ে চলে
আজি দিনের ক্লান্তি...

মন্তব্য৮ টি রেটিং+০

উদ্দেশ্যহীন যুবক----মো রফিকুল ইসলাম

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪


অপ্রতিভ অসংখ্য যুবকের মাঝে
তোমায় দেখাচ্ছে কেমন সপ্রতিভ
মালিহা কেমন আছো তুমি ???
অনেক দিন পর দেখা.......
হঠাৎ মলিন হলো তোমার দৃষ্টি, সপ্রতিভতা ......
ওহ তুমি!!? আমি সত্যি ভাবতে পারিনি ........
হঠাৎ কি যেন...

মন্তব্য৬ টি রেটিং+০

সাঁঝ বেলার গান---মাে রফিকুল ইসলাম

০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২


দিগন্ত জোড়া অবাক করা
বিমূর্ত চিত্র আঁকা
আবির রঙে সন্ধ্যা বেলা
স্বপ্ন মেলে পাখা ।।
আকাশ পানে দল বেঁধে
বলাকারা যায় উড়ে
হাজার আলোর ঢেউ বয়ে যায়
মেঘ ফুঁড়ে ফুঁড়ে ।।
স্বপ্ন থেকে স্বপ্নের রেশ
সিঁড়ি...

মন্তব্য৬ টি রেটিং+০

একলা আকাশের গল্প---মো রফিকুল ইসলাম

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫


আজ রাতে আর আসবে না ঘুম তোমায় ভেবে ভেবে
জানিনা আমার এ মন্তব্য তুমি কিভাবে নেবে
অনেক দিন হয়ে গেল তুমি দূরে সরে গেছো
মনের কোনে কিভাবে যেন আশ্রয় নিয়ে আছো।।

চাঁদের আশায়...

মন্তব্য২৪ টি রেটিং+১

৫৩৫৪৫৫৫৬৫৭৫৮৫৯৬০

full version

©somewhere in net ltd.