নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। বিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x

সকল পোস্টঃ

গলির ধারের ছেলেটি

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫২


ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত ।
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।।

রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।।

গলির ধারের ওই ছেলেটি সদা...

মন্তব্য১৪ টি রেটিং+৩

দুঃখ বিলাস

১০ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৬


চাঁদের পাশে শুকতারাটি,আনমোনা আজ কেন ?
মেঘের ছায়ায় তার অভিমান আছে লুকানো ।

পুব আকাশে হালকা মেঘের আঁকিবুকি খেলা
নারকেলের ওই পাতার ফাঁকে হাজার রঙের মেলা ।

ঝিরিঝিরি মাতাল হাওয়া বইছে শনশন
নিঝুম রাতে একলা...

মন্তব্য১৬ টি রেটিং+১

বিদ্যা ও বুদ্ধি

০৯ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৯


বিদ্যাহীন ! সেতো চোখ থাকিতেও অন্ধ
অন্ধকারে তার বসবাস আলোর দুয়ার বন্ধ ।।

সব ধনসম্পদ, টাকা কড়ি , চুরি হবার , হয় ।
বিদ্যা বড় ধন সে কখনো , চুরি হবার নয় ।।

দিন...

মন্তব্য৬ টি রেটিং+২

অভিজ্ঞতা

০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৯


ঘুলঘুলি থেকে ছিটকে গেলাম
আমি চড়ুইছানা ।
চারিদিকেতে এত শত্রু,
ছিলো নাতো জানা ।।


ডানা মেলে উড়তে চাই
শরীর ভীষণ ভারী ।
পাকস্থলী বড্ডমোটা
খাদ্য রকমারী ।।

পিঁপড়েগুলো খুবই খারাপ
কাটুসকুটুস কাটে,
ধরতে গেলে দ্রুত পায়ে
দপদপিয়ে হাঁটে ।।

বড়...

মন্তব্য২৭ টি রেটিং+২

আমার মাকে বদলাবো না ........

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২১


আমিতো চাইলেই আমার মাকে বদলাতে পারবো না
তাহলে তো আমার জন্মটাই মিথ্যে হয়ে যাবে ।।
আমি তো চাইলেই আমার পতাকা ,আমার জাতীয় সংগীত বদলাতে পারবো না
তাহলে তো আমার বাংলাদেশই মিথ্যা হয়ে যাবে...

মন্তব্য২১ টি রেটিং+৪

ছলনাময়ী

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৩



মেঘের উপর মেঘ জমেছে
আকাশ ঘন কালো ।
রিমঝিমঝিম বৃষ্টি ঝরছে
মনটা নেইকো ভালো ।।

খোলা জানালায় দাড়িয়ে একা
বাড়িয়ে দিয়েছি হাত ।
বৃষ্টির ফোঁটার স্পর্শে শিহরণ ,
মধ্য গভীর রাত ।

ঘুম হারিয়েছে সেই...

মন্তব্য১৮ টি রেটিং+২

যাকাত

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১০:২৭



যাকাত
আজকে ভোরে নামাজ পড়ে
রোজা মুখে পরম সুখে ।
জোরে হেটে গতর খেটে
লম্বা লাইনের আগে গিয়ে
দাঁড়ায় সে স্বপ্ন নিয়ে ।।

মেয়ের হাতটি শক্ত করে
বুকের কাছে আকড়ে ধরে
দাড়িয়ে যায় সে ভীড়ের মাঝে
টিপটিপিয়ে বৃষ্টি...

মন্তব্য৬ টি রেটিং+২

ছন্দ কবিতা [৪]

০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:০৮


সূর্য কিরণে পল্লব
নিত্য বিকাশে ,
জ্ঞানীর পরশে
জ্ঞান সদা প্রকাশে ।



মানবজীবনে অভিজ্ঞতার
আলাদা আছে দাম
অশ্রদ্ধা অসহিষ্ণুতার আছে
ভয়ঙ্কর পরিনাম ।।

দুঃখীজনে দিওনা দুঃখ
বড়দের শ্রদ্ধা কর
অতি আধুনিকতার নামে
হামবড়া ভাব ছাড়ো।।

হেলায়...

মন্তব্য১০ টি রেটিং+২

বাউন্ডুলেপনা

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৩৮



আমার পিছুটান কোনকিছুতে ই নেই
কারণ আমি একা

আমি একা কারণ আমি ভালো থাকতে চাই

ভালো থাকা সেতো নিজের কাছে
কেউ অনেক পেয়ে অসুখী আবার কেউ অল্পতে বেজায় খুশী।
যেমন পোলাউ বিরিয়ানি কোপ্তা কালিয়া...

মন্তব্য৮ টি রেটিং+০

তুমি এলে

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৬


তুমি এলে তোমার শরীরের গন্ধে আমার কবিতারা দূরে চলে যায়
তোমার খোলা বক্ষ, নিম্ন দেশ আমায় কেমন অশ্লীল করে তোলে।।

তুমি এমন কেন এলোকেশী
এ কেমন মদিরতা তোমাতে
আমি মাতাল হয়ে যাই, আমি...

মন্তব্য১৬ টি রেটিং+২

মশা সমাচার

৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫৬



মশা আর মশা নাই
মশার জ্বালায় বাঁচা দায়
শ\'য়ে শ\'য়ে লোকজন
অকাতরে মরে ঠায় ।।

চারদিকে আহাজারি
ভয় আর হাহাকার
জ্বরের বেঘোরে পড়ে
সকরুণ চিৎকার ।।

গা গরমে ও ছুটে যাই
ডাক্তার ডাক্তার
ভাইরাস জ্বরে ও আতঙ্ক
ডেঙ্গু হয়েছে...

মন্তব্য৮ টি রেটিং+০

মেয়েটি

৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩৭



মেয়েটি খুব কিউট ।কী সুন্দর করে যে তাকায় ।মনটা ভালো হয়ে যায়।
-কী নাম তোমার মা?
-জবা কুসুম।
-জবা কুসুম মানে কী বলোতো?
-তোমার কী মনে হয় আমি জানিনা ।
হঠাৎ ওর বাবা ধমকে...

মন্তব্য৮ টি রেটিং+০

অনুতাপ

২৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২০


অম্লমধুর জীবন আমার
সুখদুঃখ সাথী,
জটিল অঙ্কের গোলক ধাঁধায়
কাটলো দিবস রাতি ।।

সুখের পেছনে ছুটতে গিয়ে
দুঃখ শুধু পেলাম
ফুলের বাগিচায় ফুলের বদলে
কাঁটা বেছে নিলাম ।।

জীবন সায়াহ্নে এই অবেলায়
হিসাব মেলাতে গিয়ে দেখি
অঙ্ক...

মন্তব্য১০ টি রেটিং+১

রূপসীর জবানবন্দী

২৮ শে জুলাই, ২০১৯ রাত ১০:১৭


আমার নাম রূপসী !!!!!
কুমারী রূপসী রানী দাস।
হা ভগবান ভাগ্যের কী পরিহাস।
এত বড় ঠাট্টা তুমি করতে পারলে আমার সাথে?


আমিতো এখন আর রূপসী নই । আমি এখন রাক্ষসী।
আমায় দেখলে লোকে...

মন্তব্য২৬ টি রেটিং+৮

তোমার আমার বসন্তদিনে

২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৪৬


বসন্তদিনে এসেছিলে তুমি
অনেকটা ভালবাসা নিয়ে
সাহস করিনি মূল্য দেইনি
ভুল করেছি ফিরায়ে দিয়ে।।

জীবন ছিলো আঁধার কালো
তুমি ছড়াতে চেয়েছিলে আলো,
বন্ধু তুমি কেমন আছো ?
নিশ্চয় অনেক ভালো।।

পথ চলার এই জীবনের বাঁকে
শত শত ভুলের পংতিমালা
সময়ের...

মন্তব্য১০ টি রেটিং+২

৫১৫২৫৩৫৪৫৫৫৬৫৭৫৮৫৯৬০

full version

©somewhere in net ltd.