![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসো হে বৈশাখ,
ধরণীর বুকে নতুন ফল্গুধারার বানী নিয়ে,
এসো হে বৈশাখ,
নতুন বছরে শাস্বত বানীর আশির্বাদ হয়ে,
এসো হে বৈশাখ,
পলাশ ফুলের মিষ্টি ঘ্রান নিয়ে,
মিশে থেকো বাতাসের প্রতিটি কণায়,
নিরবধি ভেসে বেড়াও সারা বছর জুড়ে।
এসো...
ধূসর নিলীমায় বিবর্ণ স্বপ্নগুলো মরিচীকার আস্তরণে পূর্ণ,
লাল নীল স্বপ্নগুলো গোলকধাঁধার মতো অস্পষ্ট হয়ে আসছে,
স্মৃতির পাতায় এখন টানপোড়ন চলছে,
মরুভূমির বুক আজ একপশলা বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে,
একফালি হাসির আড়ালে লুকিয়ে আছে ঘন...
আমাদের দেশে উঠতি বয়সী ছেলে মেয়েরা যদি হঠাৎ করে শখের বসে দুই চারটি কবিতা বা সাহিত্য লিখে তাহলে চারপাশের মানুষ জনের কমেন্ট হই এমন-----
১। উমহ, কবি হইছে, পড়াশোনার কোন ঠিক...
ভালো লাগে তোর হাত ধরতে,
পাশাপাশি থেকে পথ চলতে,
নিস্তব্ধতার আঁধারে কিছু সময় ডুবে থাকতে,
নীরবে তোর চোখে তাকিয়ে থাকতে,
অপলক দৃষ্টির মাঝে ভালোবাসা খুঁজতে।
ভালো লাগে তোর সাথে কথা বলতে,
না বলা অনুভূতি শেয়ার করতে,
একলা...
মেয়ে, আজ তোমার মন খারাপ?
জানালার পাশে একলা বসে পথের পানে কার অপেক্ষায়?
মন খারাপের মেঘগুলো এসে তোমায় ভর করেছে?
যেন সমস্ত বিষন্নতার কালো ছাঁয়া এসে ঘিরে ধরেছে।
মেয়ে, তুমি জানো না ঐ পথেই...
ছোট্ট বেলাই খেলার ছলে মা বলতেন ডেকে,
"ছেলে আমার বড় হবে,জর্জ ব্যারিস্টার বেশে,
উকিল হয়ে নাম ছড়াবে সারা দেশ জুড়ে,
ইঞ্জিনিয়ার হয়ে দালান কোঠা করবে দেশে দেশে।
রাত পোহালে দলে দলে আসবে সবাই দ্বারে,
ডাক্তার...
মাননীয় প্রধানমন্ত্রী,
—হ্যা, আমি আপনাকেই বলছি।
— কে আপনি?
—চিনতে পারছেন না আমাকে?আমি সেই, যে আপনাকে ঐ আসনে বসিয়েছে।
—কি বলতে চান আপনি?
—চুপ, কোন কথা বলবেন না। আপনি এখন একা, আপনার এখন কোন...
খুব ইচ্ছে করছে একটিবার তাকে সামনে থেকে দেখতে,
জানতে ইচ্ছে করছে, কি ছিল তার মাঝে?
আজ পরাজিত এক ক্লান্ত সৈনিক আমি,
ভাবতে পারছি না কিছু, মাথায় প্রচন্ড পেইন ওঠে,
পেইন কিলারেও কোন কাজ হয়...
তোমারে রাখিনু পিঞ্জর পটে, লিখিয়া বক্ষে নাম,
হইনু তোমাতে মগ্ন আমি, করিতে লীলা রাশ।
সুগন্ধ ছড়াইলো হৃদয়,তব মোর গাঁয়,
কি নেশাতে হইনু মগ্ন তোমাতে গন্ধ পাই?
তোমারি আঁখিপটে আজি স্পষ্ট নেশার মায়া,
তোমারি আঁখিপটে...
এতো নাশকতা, এতো হত্যা, মানুষ পোড়ানো, এগুলো নিয়ে একটা কথাও লিখি নি।আজ না লিখে পারলাম না।ওরা এতো দিন দেশের সাধারণ মানুষ হত্যা করেছে,চাঁদাবাজি, লুন্ঠন,ধর্ষণ করেও খান্ত হইনি,আজ তারা দেশের মেরুদণ্ড...
আমি তোমার শহরে আঁকাশ হবো,
মরুর বুকে মেঘ হয়ে আমি বৃষ্টি নামাবো,
বজ্রের বেগে ধুঁয়ে দেবো যত সব ব্যর্থ গ্লানি।
স্ফুলিঙ্গের মতো প্রবেশ করবো প্রতিটি অনু কণায়,
দুমরে মুচরে ভাংবো বিষাদের পুরু আস্তরণ,
শিথিল করবো,...
একতারার তারে বাঁধা জীবন,
দোতারার তাল পাইনি এখন,
ক্ষণিক দেখা মিলেছিলো কোন এক সময়,
সে ছিলো হঠাৎ করে আসা কোন এক সন্ধিক্ষণ।
এটা তো আমিই ছিলাম,
না কি ছিলো কোন আত্নার যুগল?
বুঝেনি কিছুই...
একুশ আমার চেতনা, একুশ অহংকার,
বুকের ভেতর লালন করি সারা বাংলার প্রাণ,
রফিক,শফিক,বরকত সব দিয়ে গেলো যতো প্রাণ,
তাদের ত্যাগে হলো আজ এই বাংলার অভিধান।
আমি দেখিনি কোন বীরশ্রেষ্ঠ, দেখিনি শেখ মুজিব,
শুনেছি তাদের কাব্যকথা...
কল্পনা,
আজ দুই বছর পূর্ণ হলো,
মনে আছে তোমার এই দিনটির কথা?
স্বার্থপরের মতো আমার হাতটি ছেড়ে চলে গিয়েছিলে।
যাওয়ার আগে উপহার স্বরুপ একটি নীল গোলাপ হাতে ধরিয়ে দিয়েছিলে,
কিছু বলতে পারিনি সেদিন,
নির্বাক আমি,শুধু তোমার...
©somewhere in net ltd.