![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুগ্ধ হতে শিখো
=ভাবনাগুলো নীল ছুঁয়ে যায়=
ভাবনাগুলো নীল ছুঁয়ে যায়,
একা হলে ভাবি,
কই হারালো অতীত সুখের
বন্ধ ঘরের চাবি!
নির্ভাবনার দিনগুলো সেই,
আর আসে না ফিরে,
শ\' দায়িত্ব ভাবনা হাজার,
এখন থাকে ঘিরে!
নাটাই ছেঁড়া ঘুড়ির মত
উড়েছিলাম...
স্বচ্ছ জলের দীঘির জলে
শাপলা ফোটা ভোরে
এই চলো না থাকি দু\'জন
সুখানন্দের ঘোরে!
কাঠের তরীর মাঝি তুমি
বৈঠা হাতে নিয়ে
একটি প্রহর তুমি আমার
নাওনা মন ছিনিয়ে।
একঘেঁয়েমী পথটি ধরে
হাঁটলে একা সখা
বললে কিছু এই কপালে
জোটে কেবল...
ভাবনাগুলো এলোমেলো
স্মৃতির পাতায় মলিন ধূলো
কেমন করে যাচ্ছে সময়
ভাবছি বসে হয়ে তন্ময়।
সুখের বাজার যাচ্ছে মন্দা
জীবনে ঐ নামছে সন্ধ্যা
আঁধার বুঝি আসল নেমে
ভাবতেই আমি যাচ্ছি ঘেমে।
এতো আলোর সুন্দর ধরা
আঁধার এসে নাড়ছে...
মুখ ফিরিয়ে নিলি পাখি
বুঝলি নাতো আদর
তোর জন্যি যে বুকে পাতলাম
ভালবাসার চাদর।
অভিমানী দেখ্ না আমায়
তাকা দেখি চোখে
দেখ্ তাকিয়ে ভাসবি সুখে
প্রেম উতলাবে বুকে।
আবেগ দিয়ে মাপিস না আর
ভালবাসা আমার
আয় না কাছে দুজন মিলে
গড়ি...
বেসোনা বেসোনা তুমি
এত ভালবেসো নাতো
আমায় পেয়ে অকারণে
সুখের হাসি হেসো নাতো।
আমি হলাম বনের পাখি
বন্দি জীবন চাইনা আমি
ভাল যেথায় লাগে আমার
ওড়ে গিয়ে সেথায় থামি।
আমার লাগি অপেক্ষাতে
প্রহর তুমি গোনো নাতো
আমায় নিয়ে মনের...
একা একা ঘুরে এলি
সাত সমুদ্দুর তেরো নদী
জলের তৃষ্ণায় চক্ষু আমার
অশ্রু ঝরায় নিরবধি।
আমায় ফেলে সমুদ্দুরে
ঘুরে বুঝি মজা পেলি
বারে বারে আমাকে তুই
গেলি শুধু অবহেলি।
উথাল পাথাল ঢেউয়ে ঢেউয়ে
ভাসলি বন্ধু একা একা
মত্ত হলি জলের...
ঝগড়াঝাটি নিত্য চলে
ঘরে বাইরে সকল স্থানে
মাথা গরম বাংলার মানুষ
হিংসা জমা রাখে প্রাণে।
কথায় কথায় পাল্টাপাল্টি
বজ্র নিনাদ তুলে গলায়
গালাগালি লজ্জা শরম
বিসর্জন দেয় মাটির তলায়।
রাগের বেলা হুশ থাকেনা
রক্ত গরম টগবগিয়ে
থু থু এনে...
ছায়ার মত লেগে আছে
মৃত্যু নামের আজব বন্ধু
ছাড়তে চাইলেও যাচ্ছে না সে
নড়ছে না পা তার এক বিন্দু।
গুনছে প্রহর বন্ধু আমার
নিয়ে যাবে সাথে করে
দেহ থুয়ে আত্মা নিয়ে
আলো ছেড়ে আঁধার ঘরে।
উঠতে বসতে স্মরণ...
পাখি আমি একলা পাখি
বসে আছি উদাস,
সঙ্গী পাখি দূরে কোথাও;
সময় কাটায় বিন্দাস।
শুকনো ডালে বৈরী হাওয়ায়
পুড়ে আমার দেহ,
পাখি আমার বুলায় না গায়;
স্পর্শ দিয়ে স্নেহ।
পাতার ফাঁকে রোদ্দুর গলে
জ্বালায় আঁখি দু\'টি,
পাখি আমার নিলো...
ভবলীলা সাঙ্গ হবে
দুদিন আগে পরে
মজে আছি রঙ্গের ধরায়
মোহ টেনে ধরে।
সুখে থাকতে করি চেষ্টা
নীতি বিসর্জনে
কষ্ট হবে আগাই না তাই
সব মন্দ বর্জনে।
দেহের সুখে জীবনতরী
ভাসাই পঁচা জলে
ভাল যত কর্ম সবি
যাচ্ছি পায়ে দলে।
ভাবছি...
ক্লান্তি যখন এসে হঠাৎ
ধরে আমায় ঝেঁকে
অলসবেলা সুরের যাদু
গায়েতে নেই মেখে।
সুরের সাথে সুর মিলিয়ে
মনে আসে শান্তি
গানের সুরে যায় চলে যায়
দেহমনের ক্লান্তি।
উদাস দুপুর নিরিবিলি
গান শুনে যায় বেলা
করলে হেলা সবাই আমায়
সুর করে...
আকাশ বাতাস চন্দ্র তারা
মুগ্ধতা দেয় নিত্য
আলোর রঙের ভূবন দেখে
প্রফুল্ল হয় চিত্ত।
কত রকম মানুষ আমরা
ধরার বসত করি
কেউ জানিনা কিসের আশে
ভাসিয়েছি তরী!
সুখের আশায় হন্যে হয়ে
পথে পথে ঘুরি
কিসের তরে সুখ লুকিয়ে
শূন্যের...
তোরা আমার হাসি খুশি
দুঃখ সুখের জলতরঙ্গ
একাকিত্ব ছাড়তে পারি
ছাড়বো নাকো তোদের সঙ্গ।
বন্ধু তোরা থাকলে পাশে
দুঃখগুলো যায় উড়ে যায়
মনের যতো কষ্ট আছে
তোরা থাকলে যায় দূরে যায়।
ভুল বুঝিস না বন্ধু তোরা
জীবন বড্ড...
মিথ্যাগুলো উড়ছে হাওয়ায়
সত্য সব লুকিয়ে
মিথ্যের মুখোশ দেখলে বুকটা
কাঁপে ধুকপুকিয়ে।
মিথ্যার মাঝে ডুবে বসে
খেলছি নিঠুর খেলা
উঠতে বসতে মিথ্যা নিয়ে
কেটে যাচ্ছে বেলা।
মিথ্যে আশা নিয়ে মানুষ
ভাসায় জীবন ভেলা
সত্য ফেলে মিথ্যে নিয়ে
বসায় রঙ্গের মেলা।
মিথ্যের...
বসেছিলাম উদাস মনে
খোলা বারান্দার এক কোণে
ভাবনা চিন্তায় খানিক সময়
যাচ্ছি কতো স্বপ্ন বোনে।
ঝিরিঝিরি হাওয়া এসে
গায়ে লাগায় আরাম ছোঁয়া
দেখছি যেনো স্বপ্ন বসে
কিসের তরে মনটা খোঁয়া।
কৃষ্ণচূঁড়ার ডালে ডালে
দেখছি চেয়ে, ফুলে ফুলে
একটা দুইটা শত...
©somewhere in net ltd.