নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

সকল পোস্টঃ

বর্ষায় বর্ষণ

১২ ই জুন, ২০২০ সকাল ৯:২০


চলো বর্ষায় ভিজি, বর্ষায় ভাসি
বর্ষায় করি আস্ফালন,
আষাঢ় শ্রাবণ এসে গেছে
ঘরেতে আর থাকবে না মন।

ঘরের চালে ঝুম ঝুম ঝুম
বৃষ্টি সাজায় মনের কোল,
লজ্জাবতীর লজ্জা ভাঙে
দোলনাতে সে খায় দোল।

রুপের রাণী রংধনু খগে
ছাপায় সিক্ত...

মন্তব্য১৬ টি রেটিং+০

কি নিপুণ বিশ্বাস

০৯ ই জুন, ২০২০ রাত ৯:০৮

মনেতে বিচরণ করো তুমি
লাটাই নিয়ে হাতে,
সময়ে হাসাও সময়ে কাঁদাও
কি নিপুণ বিশ্বাসে!

নির্দয়ভাবে যখন তুমি
আঘাতের চাবুক চালাও,
মনেতে বসে নরকের হাট
তিক্ত আগুনে জ্বালাও।

সুখের সঙ্গমে যখন তুমি
আনন্দের মহড়া সাজাও,
স্বর্গসুধা পান করে
সবুজ গালিচায় মাদল বাজাও।

আনন্দ...

মন্তব্য৬ টি রেটিং+১

নির্বোধ ভালোলাগা

১৮ ই মে, ২০২০ রাত ৯:৩৬


নির্বোধ আমি, খুজিনি তোমায়
বুঝিনি তোমার নয়নের ডাক,
হাসিতে তুমি ফুটিয়েছ ফুল
হইনিতো আমি ভ্রমরার ঝাক।

দেখিনিতো আমি লোচন মেলিয়া
রুপেতে তুমি অনন্যা রমণী,
দীঘল কালো কেশ ছাড়িয়া
হাটিয়া চলিলে ধন্য অবনী।

সরু নাকের ছোট্ট ফুলে
হাজারো অভিলাষ ডালা...

মন্তব্য৮ টি রেটিং+১

আল্লাহর গুণগান

১৩ ই মে, ২০২০ দুপুর ১:১৯


বিচিত্র কত চরিত্র দানে
সাজালে ঘর দুনিয়াতে,
মিশালে তাতে সাতরঙা রুপ
বিলালে সুবাশ নিজ হাতে।

গড়িলে কত উচু সভ্যতা
ধংস করিলে কাফের জাত,
ধন্য করিলে মুমিন বান্দাকে
দিয়ে শবে কদর রাত।

মেলিলে হাজারো সংস্কৃতি
গাঁথিলে শত ভাষার রীতি,
ভিন্ন আইন...

মন্তব্য৬ টি রেটিং+০

নিরাপদ কাকার স্বপ্ন ও একটি বড় দীর্ঘশ্বাস

০৯ ই মে, ২০২০ রাত ১১:৩৮


সন্ধ্যা নামার সাথে সাথেই প্রতিদিনের মত আজও বিদ্যুৎ চলে গেল, এ যেন প্রতিদিনের বাধা সময়, নিরাপদ কাকা কিন্তু এতে একটুও বিরক্ত নয়, নিয়তি মেনে নেয়ার মত ধৈয্য, সাহস, মনোবল সবই...

মন্তব্য১০ টি রেটিং+১

নীতির মাঝে করোনা।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১২


শংকার মাঝে শৃঙ্খল ভেঙে
মানছি না যারা স্বাস্থ্যবিধি,
নানান ছলে অযুহাত দিয়ে
লোক দেখানো, একদল মিথ্যাবাদী।

ড্রেনের কাজেও ভীড় জমানো
উৎসুক এই বীর জাতি,
কভিড উনিশ দেখবো বলে
ঘর ছেড়ে রাজপথে থাকি।

গুজব রটাই গুজব ছড়াই
মাথায় যেন...

মন্তব্য৬ টি রেটিং+১

এলোমেলো চিন্তায় করোনা।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৫


মানুষ হয়ে জন্ম নেওয়া
খোদার এক বিশাল দান,
মুসলিম হয়ে বেচে থাকা
ভাগ্যবানদের বাড়ায় মান।

মানুষ আমি এটাই সত্য
কেউবা আবার রুপধারী,
তারাও মানুষ বাস্তবতায়
নাগরিক বটে সরকারী।

মুসলিম হয় নির্যাতিত
খুন হয় রোজ শত শত,
রুপধারী সেই মানুষ যত
মারছে...

মন্তব্য৪ টি রেটিং+০

আন্দোলন

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪০

ডাক এসেছে আন্দোলনের
ভয় না করে যাই ছুটে,
সাহস করে গিয়েই এবার
হারালাম আমার ঘর ভিটে।

ন্যায়ের পথে কথা বলে
হারালাম আমার জিহ্বাটা,
প্রতিবাদী হতেই আবার
আদালতে মামলাটা।

সমাজ আমায় যা শেখায়
স্বার্থের কাছে জিম্মি থাক,
দুর্নীতি টাই মূলনীতি ভাই
এই...

মন্তব্য৬ টি রেটিং+০

অলসতা

০৩ রা মে, ২০১৯ রাত ৮:১৫

সবই বুঝি তবুও অলস
আলসেমি এক বিশাল রোগ,
ভালো কিছু অর্জনে তা
বাধা দিয়ে বাড়ায় শোক।

পরিশ্রমে হয় জীবন মধুর
সম্মানের এক পরিচয়,
জেনে বুঝে অলস হয়ে
নিজ হাতে তার করি ক্ষয়।

সুযোগ পেয়ে পরিশ্রম দিয়ে
ইচ্ছা আছে স্বপ্ন...

মন্তব্য৯ টি রেটিং+১

ডাক এসেছে রমজানের

০১ লা মে, ২০১৯ বিকাল ৪:৩৬

ডাক এসেছে রমজানের ওই
রোযা রাখার আহবান,
সুযোগ চাই দোয়া চাই
আল্লাহ যে মেহেরবান।

রোযা রেখে নামাজ পড়ে
জানি যাকাত দিতে হয়,
ভুল হলে তাই মাফ চাইবো
আল্লাহ যে করুণাময়।

রোযার মাসে নফল কাজেও
জানি দ্বিগুণ সওয়াব হয়,
কুরআন...

মন্তব্য৩ টি রেটিং+০

এলোমেলো চিন্তা।

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৬

হঠাৎ চাওয়া মনের নিকট
প্রশ্ন করে উত্তরে,
হাওয়া বদলায় রঙের তালে
প্রশ্ন করার তুই কেরে?

কেনো এমন চাওয়া আমার
কেনই বা তা অবাধ্য,
লড়বো বলে ভাবছি বসে
আমার তো নেই সাধ্য।

কেনো এমন আকাঙ্খা মোর
কেনই বা তা অশান্ত,
গড়বো...

মন্তব্য৮ টি রেটিং+০

আমার নীতি

০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৫

ব্যাথা পেলে আঘাত দেবো,
এই নীতি মোর নাই,
নীতির কথা বলে বেড়াই
কাজের বেলায় ছাই।

স্বার্থের পিছে ঘুরি আমি
মান সম্মান নাই,
লোভ দেখিয়ে ধোকা দিয়ে
অন্যেরটা মেরে খাই।

মানুষ আমি এই কথাটি
ভাবার সময় নাই,
পশুর চেয়েও নিচে নেমে
টাকার...

মন্তব্য৩ টি রেটিং+০

কে তুমি?

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৩

সবুজ পাতায় লাল রঙে আজ
দিলাম চিঠি লিখে,
মনের দুয়ার খুলবে কে
রাঙাবে কে হাতে?

সঙ্গ দিয়ে যখন তখন
চলবে কে মোর সাথে,
হাজার বাধা হাজার বিপদ
পোহাবে দিনে রাতে।

রাগ দেখিয়ে শাসন করে
করবে কে আপন,
সুখের ভেলায় ভেসে...

মন্তব্য১২ টি রেটিং+২

অভিমানী

২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৭

চাওয়ার নেশায় মেতে উঠি
অবাধ্য হই বার বার,
রুপের পাগল সবাই হলো
মনের বেলায় কে কার!

তবুও তো ভাই প্রেম হলো
রঙ এলো তাই এই মনে,
হাজার রুপে মুগ্ধ হয়ে
মন বদলাই ক্ষণে ক্ষণে।

রুপ রসে ডুবে আমি
ভাবছি...

মন্তব্য৬ টি রেটিং+১

বেসামাল

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫১

আমি কি আর আমি আছি,
হয়েছি যে উম্মাতাল,
নেশার ঘোরেতে বাজে বকতে,
হয়েছি তাই বেসামাল।

কল্পনার রাজ্য থেকে কল্পনা এসে,
করেছে যে আমায় গ্রাস,
আমি যে মরেও বেঁচে আছি,
কাটেনা দিন, কাটেনা মাস।

আমার মত সুখি হয়তো আর...

মন্তব্য৬ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.