![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
নীল নীল আঁচলে
টলমল টলমল
অথৈ শান্তিজল ।
জল চাই জল চাই
ছুটে যাই ছুটে যাই কাছে
মরুতৃষা বুকে ।
নেই নেই জল নেই
দুরে আরো দুরে
শান্তিজল নাচে ।
হাতছানি দেয়
চোখ ইশারায় ডাকে ।
চঞ্চল তৃষ্ণার্ত মন
প্রাণপণ ছুটে...
না দেখে না ছুঁয়েই যে প্রেমাংশ জোটে
সুদুর হতে তাতেই তৃষ্ণা মেটাই অপাঙক্তেয় চাতক
পঙক্তিভূক্ত হওয়ার করি না প্রয়াস ।
সুদর্শন বনে যার নিত্য যাওয়া আসা
প্রগাঢ় ভালোবাসা- -তার সুরে...
জীবন চলার পথে প্রিয় সহচরী তুমি
পার্থিব সুখের প্রথম শর্ত তুমি;
অন্ধের যষ্ঠির মত আবশ্যিক আপন ।
বহুগামিনী উর্বশী জেনেও সবাই শর্তহীন ভালোবাসে তোমাকে
আমিও ভালোবাসি তদনুরূপ
তোমার অভাবে অথর্ব জীবন কাটাচ্ছে অনেকে অনেকের জীবন...
একটি চুম্বন একান্ন বছর
পুষে রাখছি কপালে আমার শুকতারা\'র মত জ্বলছে জ্বলছে জ্বলছেই-
অতি শৈশবে মৃত্যু শয্যায় পরম মমতায় এঁকে দিয়েছিল যা জননী আমার ।
স্মৃতির প্রতীক রূপে প্রাপ্ত একটি চুম্বন একান্ন বছর...
সাতরঙা স্বপ্ন বুকে চেপে
জীবনযান চলে একেবেঁকে ।
নিভৃতে নিরবে করুণ সুরে বাজে সূর্যাস্তের সানাই ।
গত রাত্রির ঘনঘোর অন্ধকারে যে ছিল অতি প্রিয় সহায়ক শিখা-অদ্য প্রাতে সে অন্য হাতে জ্বলে
অন্য ভাবে কথা...
দুঃখনদীর তীরে দাঁড়িয়ে একাকী
জন্মাবধি দেখে আসছি জোঁয়ার ভাঁটার খেলা ।
জোঁয়ার এলে আপাদমস্তক ডুবে যাই জলে
মৃত্যু বাড়ায় আগ্রাসী হাত প্রবল আক্রোশে ।
শ্বাসরুদ্ধ হয়ে যায় প্রায় সময়
মনে হয় এই বুঝি প্রাণ যায়...
তুমিহীন প্রতিদিন প্রতিটি মূহুর্তে
অমানিশার আঁধার নামে অন্তরাকাশ জুড়ে
স্মৃতির জোনাকীরাই শুধু জ্বলে মিটি মিটি ।
অপ্রিয় অবকাশে কাঁদে মন অনুক্ষন
মানে না বারন দীর্ঘশ্বাসের দীর্ঘনদী-
ছুটে চলে দ্রুতবেগে দুঃখ্ সাগরের দিকে ।
হতাশার বাতাসে উড়ে...
তুমি সামনে আসলে সুখের সাগরে জাগে উথাল পাথাল ঢেউ
বুকে রাখলে অনাবৃত কোমল বুক
মুখে ফোঁটে শীৎকারের সপ্তরঙা খই ।
একটি চুম্বন আঁকলে কপালে কিংবা গালে
অকালেও বসন্ত জাগে ভূগোলে আমার- মর্ত্যে থেকেও...
উঃ কি কষ্ট কি জ্বালা !
অসহ্য অসহ্য এ কষ্ট এ জ্বালা ।
পৃথিবী স্তব্ধ হও শ্বাস-প্রশ্বাস রুদ্ধ হও-থেমে যাক জীবন স্পন্দন- অথবা- বসুমতি দ্বি-ধা হও,
পাতালে...
প্রেমাঞ্জলি তোমার ফিরিয়ে নাও মেয়ে
প্রেম পিরীতির সময় এ নয়
আসুক সুসময় তখন দেখা যাবে
এখন আমি ব্যস্ত আমার পেটের ধান্ধায় ।
ফুল পাখি গান এ সব এখন
স্বপ্ন আমার কাছে
বেকারের খাতায় লিখেছি যখন নাম...
তোমার চোখের জল স্মৃতির শতদল রূপে
ফুঁটে আছে আজও বুকের গভীরে,
বেদনার বাতাসে সদা দোলে টলমল টলমল,
অক্ষয় অর্ঘ্য স্বরূপ তোমার চোখের জল ।
ঘনঘোর বরষায়ও ফোঁটে কেতকী কদম
অনিচ্ছার অপঘাতে তোমারও ফুঁটেছে মুকুলে বকুল
প্রত্যাশার...
ঘনঘোর বর্ষার মেঘলা আকাশ ছিল মন
বিষন্ন বাতাস বইছিল অবিরাম
উৎকন্ঠার কাঁটায় কন্টকিত মূহুর্তে হঠাৎ
বিদ্যুৎ চমকের মত উপস্থিত হলে
আলোর তরঙ্গ অঙ্গে নিয়ে ।
স্বল্পক্ষনের পরিচয়ে অল্পকিছু আলাপেই
আকস্মিক কিছু অনুপম ছোঁয়ায়
মুঠো মুঠো সুখ ছড়ালে...
ঘনঘোর বর্ষার মেঘলা আকাশ ছিল মন,
বিষন্ন বাতাস বইছিল অবিরাম
উৎকন্ঠার কাঁটায় কন্টকিত মূহুর্তে হঠাৎ-
বিদ্যুৎ চমকের মত উপস্থিত হলে
আলোর তরঙ্গ অঙ্গে নিয়ে ।
স্বল্পক্ষনের পরিচয়ে অল্পক্ষনের আলাপেই
আকস্মিক কিছু অনুপম ছোঁয়ায়
মুঠো মুঠো সুখ...
গহীন গহ্ববরে রেখেছি গোপন
আপন আকাঙ্খার অনুষঙ্গ
প্রসঙ্গান্তরে ধীরে ধীরে মধ্যাহ্ন হল গত
অপরাহ্নের অনুজ্জ্বল আলোয় অপসৃয়মান
ফাগুন দেহের ছায়া
তোমার মোহে মূহ্যমান
ক্ষুদ্র থেক ক্ষুদ্রতর হচ্ছে ক্রমশঃ
একদিন সম্পৃক্ত হবে মৃত্তিকার সাথে।
এ যাবত কতদুর গড়ালো
চৈতালি...
তুমি আসলেই আকাশ হাসে
পৃথিবী ভাসে সুখের বন্যায়
জলে স্থলে সর্বত্রই ফোঁটে আনন্দকুসুম
বাকবাকুম বাকবাকুম ডাকে শান্তির পায়রা
খুশিতে নাচতে নাচতে সূর্য উঠে মধ্যরাতে
বসন্ত বাতাসে ভরে চারপাশ ।
তবে কেন তুমি আসো না সুশীলা সুন্দরী...
©somewhere in net ltd.