নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সকল পোস্টঃ

মেঘ সাজিয়ে

১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৪

ভালবাসা বৃষ্টি হয়ে
ঝড়ুক আজ এই বন্দরে
মন আঙ্গিনায় উথাল পাতাল
মেঘ সাজিয়ে অন্তরে।

ভালবাসা জলের কনায়
অাঁকুক তোমার মুখছবি
ভিজতে গিয়ে ঘোর বরষায়
হটাৎ আমি তাই কবি।

ভালসাসা সাঁঝবেলাতে
ভালবাসা রোদ্রছায়ায়
ভালবাসা থাকুক বেঁচে
মোদের মনের অপার মায়ায়।

মন্তব্য৮ টি রেটিং+৩

জলের অভিমান

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

নরম জীবনদায়ী স্বচ্ছ জল
বয়ে চলে জীবনের বাঁকে বাঁকে
কোথাএ নীল, কোথাও লাল
কোথাওবা অন্য কোন রঙ্গে।

ছাপ রেখে যায় নরম পলির বুকে
ছাপ ফেলে কর্কশ পাথরেও
পার্থক্য শুধুই সময়ের।

তোমাকেও আজকাল আমার জলের মত...

মন্তব্য১৬ টি রেটিং+২

গৃহী

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬

পড়ন্ত বেলায় লবঙ্গ লতিকার মত
হাতে হাতে জড়িয়ে ওরা চলে যায়।
অনেক ভোরে, যখন জাগেনি পাখ পাখালি
ভাঙ্গেনি সূর্যের ঘুম
সেইরকম অপার্থিব একটা সময়
বুকের মাঝে এলোচুলে
মাথা গুঁজে থাকে সে
কি ভীষন উষ্ণতায় জড়িয়ে থাকে...

মন্তব্য১০ টি রেটিং+৩

অপেক্ষায় থাক দুঃখগুলো

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০২

চলে এসেছি
যেথায় মুঠোয় ভর্তি বাতাস
দিনমান পাক খেত ঘূর্ণি হয়ে।

ছেড়ে এসেছি
যেথায় অনাঘ্রাতা শিউলিরা
অপেক্ষায় থাকতো প্রতি ভোরে।

ফেলে এসেছি
সেইসব বর্ণিল দিন
আর অপেক্ষার তমসা রাতগুলি।

ভেবেছো কি
কি দুঃসহ আবেগ ধারন করেছিলাম
এই ক্ষুদ্র হৃদয়ে?

মনে পড়ে
কি...

মন্তব্য১৬ টি রেটিং+৩

খুঁজি

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১০

কোথায় আমি বসত গড়ি
কোথায় আমার ঘর
পরকে আমি আপন করি
আপন যে হয় পর।

আমার আমি কে সে কোথায়
হাতড়ে ফিরি তাকে
কোন সে বনে, কারি মনে
একলা বসে থাকে।

কোলাহলেও একলা আমি
একলা মায়ার বনে
খুঁজে বেড়াই এই...

মন্তব্য১২ টি রেটিং+৪

তুমি আমি

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪

নীল আকাশের মেঘে লুকাই
একলা নিঝুম বন
সেই বনেরি সবুজ আমায়
ডাকছে সারাক্ষন।
পাহাড়, সাগর, বাতাস এসে
সাগরতটে মেশে
সেই সাগরের বালুকবেলায়
হাত ছুঁয়েছি হেসে।
হাসির সাথে মিশছে হাসি
অশ্রু জলও আছে
নোনা সে জল লুকিয়ে ফেলি
দেখবে তুমি পাছে।
লুকাই আরো...

মন্তব্য১৫ টি রেটিং+১

সৃষ্টিছাড়া

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২১

দামাল অবুঝ ইচ্ছেগুলো
সামলে চলিস তুই বেয়াড়া
হসনে এত অবাধ মাতাল
হসনে যে তুই সৃষ্টিছাড়া।

তোর পায়েতে জন্মবেড়ি
তোর মনেতে কবাট আঁটা
ভাবনাগুলো মেয়েলি খুব
চোখের তারায় আগল সাঁটা।

কই যাবি তুই দুরন্ত মেঘ
বৃষ্টি হয়েই ঝড়তে হবে
পার...

মন্তব্য১৩ টি রেটিং+২

একমুঠো মেঘ

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৮

খুব অচেনা একলা স্রোতে
ভাসিয়েছিলাম ছোট্ট তরী
ডুব সাঁতারে ভাসতে গিয়ে...

মন্তব্য১৪ টি রেটিং+৩

ভুলের মায়ায়

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১

আমার চোখে চোখটা রেখে
অন্য কারে খুঁজিস
মনটা আমার নাই বুঝলি...

মন্তব্য১২ টি রেটিং+২

অন্য কোন ভোরে

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮

আকাশটা আজ কাঁদতে গিয়ে
শূন্য মেঘের জল
এতটাদিন কই লুকিয়ে...

মন্তব্য২২ টি রেটিং+৫

ভুলেই যাব

২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৫০

যখন তখন ভূলের পাহাড়
ভাঙ্গতে যাওয়ার
দায় পড়েছে কার ?...

মন্তব্য১৪ টি রেটিং+১

লিখবো

২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

কবিতারা আর আসেনা আমার ঘরে
আমাকে দেখিয়ে দুরের আকাশে ওড়ে।
কবিতারা আর বসেনা আমার ছাতে...

মন্তব্য১৮ টি রেটিং+৫

সাঁঝবাতির গল্প

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

আকাশটা আজ কাঁদুকনা খুব
একলা বুকের মাঝে
দিন গড়িয়ে হেলায় ফেলায়...

মন্তব্য৬ টি রেটিং+১

শূন্যতা

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

ঝুলে থাকে শূন্য সিলিং
পরদার স্মৃতি নিয়ে গ্রিল
দেয়ালে লেখা তুমি নেই...

মন্তব্য১৮ টি রেটিং+৬

তেঁতুল

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১

নামটি আমার তেঁতুল
স্বাদে আমি টক
আমার ওপর আছে নাকি...

মন্তব্য২৮ টি রেটিং+৭

>> ›

full version

©somewhere in net ltd.