![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
একান্ত এক সকালের আভায়, জেগে ওঠে চরাচর,
ঘুমন্ত পাখির পালক ছুঁয়ে সময় কাঁপে মৃদু সুরে।
যদি আসে ডাক হঠাৎ, কোনো দমকা হাওয়ার মত,
কিছুই রাখার নয় তখন, সবই ছিল যেন ভাড়াটে ঘরে।
রয়ে...
নিশীথের প্রান্তে দাঁড়িয়ে,
একটি ছায়া যেন ফিরে দেখে নিজেকে
না, ঠিক নিজেকে নয়,
একটা স্মৃতি,
একটা ছবি ,
ভুলে যাওয়া বিকেল,
হারিয়ে যাওয়া মুখ,
যার নাম স্মৃতিতে বাজে না,
কিন্তু প্রতিধ্বনিত হয় হৃদয় গভীরে ।
সে...
আবার ঠিক কোন জন্মে তোমায় পাবো
এটা আমার জানা নাই
এ জন্মেই নাহয় তোমায় ছুলাম,
অন্য জন্মে তুমি হয়তো আকাশ হবে,
আমি পথের ধুল কিংবা কাকচক্ষু জল।
এ জন্মে ছিল শুধু ছোঁয়ার...
এই শহরের
কংক্রিটের দেয়ালের ভেতরে কত কথা জমে থাকে জানো?
কে শোনে সেসব কথা? কেউ না।
নিজের মনের ভেতর শুধু ঘুরপাক খায়।
এই পুরো শহরজুড়েই আমার সেই না বলা গল্পগুলো ছড়িয়ে আছে।
তাই...
আজ সকালটাও বড় নিঃশব্দে ভিজে ছিল বরষার জলের নরম চাদরে।
সামনের কৃষ্ণচূড়া গাছটার পাতাগুলো ক্ষীণ কাঁপন তুলছিল বাতাসে।
হঠাৎ মনে হলো,
তোমার হাসিটাও কি এরকমই হালকা কাপন তোলে?
জানো, আজ ঘুম ভাঙলো...
তুমি বললে
আমি নাকি বদলে গেছি,
আরো কঠিন হয়েছি, কম কথা বলি,
দূরে দূরে থাকি।
তুমি দেখোনি
রোজ রাতে ফেলে আসা স্মৃতির
জীর্ণ জাদুঘরে দাঁড়িয়ে
আমি নিঃশব্দে কাদতাম।
তুমি বোঝোনি
তোমার প্রতিটি অনুচ্চারিত অভিমান
আমার বুকে ছুরি হয়ে বিধেছে,
আর...
শুধু যদি বলতাম,
সব ঠিক আছে
তবে কি জানতে তুমি,
নিস্তব্ধতা আড়ালে কতটা ভাংগন থাকে?
আমরা কি খুব বেশি কিছু চেয়েছিলাম ?
না কি সময়ের ফাঁকে শুধু
কিছু হাত ধরার মুহূর্ত খুঁজেছিলাম
যেখানে হাওয়াতে ভেসে...
নিভে আসা চাঁদের নীলাভ ছায়ায়
আমি শুয়ে আছি বিষখালির ধারে
পৃথিবীর সমস্ত শব্দ পেরিয়ে
শুধু নদীর স্রোতের মধ্যে
একটা কান্নার ধ্বনি যেন রয়ে গেছে,
অজানা এক যন্ত্রণার ঢেউয়ে
আমি ধীরে ধীরে ভেঙে পড়ছি,
কোনো এক বিস্মৃত...
এই রাতে কোথাও কি আছো তুমি,
নিভে যাওয়া আলোর ছায়া হয়ে,
হৃদয়ের জানালার ওপাশে।
হঠাৎ হাওয়ার ঘূর্ণিতে মেঝেতে পড়ে থাকা
তোমার চিঠিটা উড়ে যায়, কুড়িয়ে নিই,
ভেজা অক্ষরে লেখা, ভালো থেকো।
ভালো...
ঘরটায় এখনো হাওয়া ঢোকে,
কিন্তু কারো গায়ের গন্ধ ভাসে না।
আলনা ভরা জামাকাপড়,
তবু কেউ বলে না, এইটা পরো,খুব মানাবে।
বিকেলের রোদ জানালা ছুঁয়ে দেয়,
কিন্তু কেউ টেনে দেয় না পর্দা,
কেউ বলে না, রোদটা...
নিশুতি রাতের অলিন্দে দাঁড়িয়ে,
আমি শুনি, কৃষ্ণচূড়ার ডালে বসে থাকা কাকটির হঠাৎ থেমে যাওয়া কণ্ঠ,
চাঁদের আবছায়া আলোয় ঝলমলে হয়ে ওঠে
সেই পুরনো মফস্বল শহরের স্মৃতি:
ঝড়ো চুলের গন্ধমাখা দিন, ধুলোয় মোড়ানো...
নিশ্চল পায়ে হেঁটে চলি আজও
ভুলের ঘ্রাণে ভেজা পথ ধরে।
এক একটি দিন যেন এক একটি ক্ষত,
দিন শেষে তবু জ্বালি আশার প্রদীপ।
চেনা প্রতারকের চোখে দেখি
অচেনা প্রেমের প্রতিচ্ছবি
ভেবেছিলাম, এবার বাঁচব বুঝি,
কিন্তু...
একদিন তোমাকে ছেড়ে চলে যাব।
তখন আমায় স্বার্থপর ভাবতে পার,
ভেবো।
ওই দিন ওমনটা ভাবনায় আমার কিচ্ছু যায় আসবে না
নির্বিকার মুখে কাঠিন্যরে বুকে নিয়ে
নিশ্চুপ চোখ বুজে সয়ে নেব সব...
সবাই যখন আলো খোঁজে
আমি খুঁজি আলোয় পোড়া ছায়া।
সবাই যখন রৌদ্র চায়,
আমি দাঁড়িয়ে থাকি সিঁদুর রাঙা সন্ধ্যাতে
যেখানে ছায়া আর আলো
একসাথে কাঁদে।
ভাঙা অন্ধকারের ভেতর দিয়ে
তুমি হয়তো হাটছ আঁধারের পিঠ বেয়ে
তবু জানি
আঁধার...
নিঃশব্দ শূন্যতার ভেতর দাঁড়িয়ে
আমি খুঁজি এক হারিয়ে যাওয়া তোমায়
নগরজীবনের কোলাহলে চাপা পড়ে
তোমার কণ্ঠস্বর যেন কোন প্রাচীন সংগীত,
শুধু আমার স্মৃতিতে বাজে ক্ষীণ তরঙ্গে।
হাঁটতে হাঁটতে পেরিয়ে যাই অলিগলি
যেখানে একদা ছায়ার আড়ালে...
©somewhere in net ltd.