![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x
কতটা ভালোবেসেছি তোমায়, তুমি কি
রেখেছো সে খবর ?
দিয়েছো কি কোনো সান্তনার ছোঁয়া
বা একটা চুমু।
তুমি শুধু নিজেকে নিয়েই ভাবলে,
বেঈমান একটা!!
তোমার স্মৃতি বুকের বাঁপাশে ধরে
রাতবিরেতে..
আমি কেবলি পাশবালিশে...
মধুরিমা,
নীল আকাশে মাঝে আমি তোমায় খুঁজি ,
খোলা দিগন্তের শেষে আমি চোখ মেলি......
যে পথে তুমি চলে গেছো একদিন
বিষন্ন মন নিয়ে আমার ই ভুলে !!
একই পৃথিবী একই...
আগুন লাগা সন্ধ্যায়
তোমার আগুন ছোয়া স্পর্শ,
মনে হলো সপাঠে চুম্বন আঁকি
তোমার ঠোঁটে ও গালে।
যা চাই একেবারে নিজের করে চাই,
যা পাই...
চিত্ত দ্বারা গঠিত আবেগীয় কর্মকান্ডে
প্রভাবিত প্রেমাংশ হইতে উৎসারিত
তুমি আর আমি !
তাঞ্জামবিহারে রকমারি পুষ্পাঞ্জলি
পুনঃপুনঃ বরষে মেঘ মেদুরের জলধারা
অবিরত ।
দয়িতা...
তোমার স্পর্শে মাতাল হই ,
মদিরা আসক্ত মনে হয় নিজেকে,
কেন হই তা বলতে পারবো না ।
তবে এমন উল্টে পাল্টে ভালো কেউ বাসেনি এর আগে
সেটা নিশ্চিত.....।
তুমি বিনে সমর্পিত...
আদর
আজকাল তুমি যেভাবে আদর করো ,
আমার একটু ও ভালো লাগে না ।
তোমার গায়ে কেমন যেন লাশের গন্ধ পাই,
ইদানিং তোমার চরিত্রে চিল শকুনের...
সশব্দে লাগানো দরজা।
তোমার মুখে আমার চপেটাঘাত ,
এটাই প্রমাণ করে আমি সব অন্যায় মেনে নেবনা।
তুমি ভেবেছিলে আমাকে ক্রীতদাসী করে
তোমার সন্তান উৎপাদন সহ লক্ষ নিযুত
ভাবনাগুলো বাস্তবায়িত করবে......
আমি বরাবরই...
কাঠ ফাটা রোদেলা দুপুরে
হঠাৎ বিষন্ন আকাশ অবনীরে ডেকে বলে
কেমন আছো তুমি?
নিত্যকার তথাকথিত নিসঙ্গতার ভীড়ে
অপ্রত্যাশিত আহ্বান,
জড়তা কাটিয়ে চোখ মেলে দেখে,
পৌছে গেছে সে কষ্টের...
বেশী কিছু না, তোমার সাথে একটা দীর্ঘ রাত জোছনা দেখবো ।
আসবে আমার সাথে?
শত কল্পনায় তোমার মিষ্টি আদর খেতে খেতে ...........
জোড়া দীঘির জলের ঢেউ গুনবো ।
আর সেই মুহুর্তে.......
জোনাক...
দুইটি গ্যামেট এর গভীর সম্মেলনে,
শুক্রাণুর ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলনের ফলে
যে জাইগোট সৃষ্টি হলো,
ক্রমাগত বিভক্ত হয়ে তা পরিস্ফুটনের মাধ্যমে, ভ্রুন সৃষ্টি করে
জন্ম নেয় একতাল মাংস পিণ্ড।...
কেউ না চাইলেও সময় বয়ে যায়...
গাছের বয়স্ক পাতারা ঝরে যায়।
দিন শেষে সূর্য অস্ত যায়...
আগের মতো এখন আর কারণে অকারণে
তীব্র প্রতিক্রিয়ায় দেখাতে ইচ্ছা করে না।
আপনজনের দেয়া...
তোমাতে উতলা ঊরা প্রেমের বিরহে,
আমার হৃদয়ের বাম অলিন্দ কামঠ কামড় আঘাতে....।
অন্তঃকরণ সদাসর্বদা দিকভ্রান্ত হয়।
দীর্ণ হৃদয় অবনীধামে
যেন সদা আকুলীভুত।
প্রেম সেতো দিব্য নাকি?
কলিযুগে দুর্মদ ভ্রষ্ট!
মদিরা আসক্ত...
এখন শহুরে আকাশে আর রাতের চাঁদ দেখা যায়না,
মাঝে মাঝে বারবনিতারা হেঁটে যায় কোলাহল করে,
রকমারি নিয়ন আলোয় চেপে.........
যদিও সকলের চলাফেরার পার্থক্যটা দ্রুত লয়ে কমে
এসেছে...
©somewhere in net ltd.