নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
রোজ সকালে আয়নার সামনে
ঠেলেঠুলে দাঁড় করাই নিজেকে
যেন কাঠগড়ায় কোন আসামী
চোখে চোখ পড়তেই জেরা শুরু
কেমন আছো ?
অভ্যাস বশত বেরিয়ে আসে
আলহামদুলিল্লাহ
পরক্ষণেই উচ্চারিত...
ছবি নেট।
আজকাল বহু পুরুষ মুখে না বলুক কিন্তু অন্তরে তাদের নাকি ঠিকই বাজে " বউ চাই দ্বীনদার সেক্সি ফিগার এর কচি বয়সের মেয়ে ! "
এ পাওয়ার আশায়...
ছবি নেট ।
অদ্ভুত সুন্দর এক স্বপ্ন দেখবো বলে
চোখ বুজে ছিলাম
জেগেই দেখি সব ছারখার।
অদ্ভুত এক প্রেম পাবো বলে
বুক গহিনে নাম তোর
বুনেছিলাম শত সহস্র গোলাপ।...
ছবি নেট।
ইদানীং,
কবিতা লেখার মতন মজবুত বিষয় খুঁজে পাচ্ছি না
অথচ
চারপাশ জুড়ে কত কবিতা !
কত শব্দ !
কত নত মুখ !
নত শির !
রোজই তো দেখছি
ওদের...
ছবি নেট ।
গতরাতে মাছের কাটা দাঁতের মাড়িতে ঘাই দিছে। হালার পুতরে বাইর করছি ঠিকই কিন্তু মাড়ির তো রফাদফা ! ফুলে গেছে। রাতভর চিনচিন ব্যাথা এ পাশ ও পাশ।...
ছবি নেট।
তোমার বিচ্ছেদ এতোটাই ভেংগে দিয়েছে
যেন চীনের প্রাচীর বেধ করে ঢুকেছে চেংগিস
এখন শুধু রক্ত আর লাশ !
তুমি রিক্সা, বাস ছেড়ে সোজা পাজেরো
হাতে আমার মগজ, খুলি
অধরে...
ছবি নেট ।
এক ষাঁড় আর এক বাঘ বারে বসে মদ খাচ্ছে। চার পেগ মারার পর বাঘ বলছে আসিরে ঘরে যাই। এমন সময় ষাঁড় বলে উঠলো আরে ! মাত্র তো...
ছবি নেট।
বয়স গড়াতে গড়াতে
শহুরে সুরুজ ডোবা দেখছি
মিথ্যের সাথে তেমন নেই পরিচয়
তবুও মিথ্যে নিয়ে
উঠি -বসি, জ্বর- সর্দি, হাঁচি-কাশি।
নিয়ন আলোতে অত কি আর যায় চেনা ?...
ছবি নেট।
মেয়ে ,
এখনো
মাঝরাতে তুই কাড়িছ ঘুম
প্যাঁচার মতন দশা।
সে তো জানি
এতো সহজেই মিলছে না ওম
দিন দুপুরে বরাদ্দ তাই
দুই পিছ শশা ।
মেয়ে,
আমি...
ছবি নেট।
ভেতরটা খুঁড়ে খুঁড়ে তোমাকেই পেয়েছি
সেখানে ঝর্ণা হয়ে আছো
খুব ধীরেলয়ে চুপচাপ বয়ে চলেছ
টের পাইনি কোনদিন
একটু
একটু ভিজবো বলে
আমি এগুতে লাগলাম পাগল বেশে
এতো তৃষ্ণা কোথায় ছিল...
ছবি নেট ।
পাগলী,
তুই আসমান
আমি জমিন
হয়না মিলন
কি যে করি
তবুও চালাই জোরাজোরি।
পাগলী,
ভুলে যেতে আমি পারি
তুইও পারিছ
মাঝরাতে তাইলে
ক্যান কাঁদিছ ?
বালিশ শুনে রাজ্যের...
ছবি নেট ।
পাগলী,
জানিছ তো ঠিক
তুই ছাড়া জগত সংসার বেঠিক।
পাগলী,
যাপিত জীবন যেন
পেরেক মারা মৃত যীশু
শ্বাস পড়ছে
নাই তবু কিছু।
পাগলী,
আসিছ একবার
ভালোবেসে...
ছবি নেট ।
প্রেম এক আজব চিজ
কামড়ে ধরে সারাক্ষণ
চুপ !
কাউকে বলতে যেও না
ভেতর ঘরে
তুমি, তুমি
পোষ না মানা পাখি ওড়ে।
ভালোবাসি
জোনাকির আলো...
ছবি নেট।
যে কবিতা রাতে লিখেছি
তা এখন পুরনো
কিন্তু তুমি
তুমি তো চকচকে তলোয়ার ধারালো।
এফোড় ওফোড় হচ্ছি রোজ
তবুও বাড়ছে লোভ
আসলে
তোমার কারণে মরতে আছি
বেঁচে...
©somewhere in net ltd.